নতুন ভোটার বা জাতীয় পরিচয়পত্র করতে হলে কী কী কাগজপত্র লাগবে? necessary documents for a new Bangladeshi voter.
জাতীয়
পরিচয়পত্র (National Identity Card) যাকে আমরা ভোটার কার্ড বা আইডি কার্ড নামে জানি।
জাতীয় পরিচয়পত্র (National Identity Card) ২০০৮ সালে ২২ জুলাই থেকে বাংলাদেশের নাগরিকদের
দেওয়া হয় এবং ২০১৬ সালের ২ অক্টোবর ইলেক্ট্রনিক চিপযুক্ত স্মার্ট কার্ড বিতরণ শুরু
হয়। দৈনন্দিন বিভিন্ন কাজে যেমন- ব্যাংক একাউন্ট খোলা, জমি কিনতে বা বেচতে, পাসপোর্ট,
ভিসা, বিভিন্ন সরকারি বেসরকারী চাকরী, ড্রাইভিং লাইসেন্স, টিন নম্বর, মোবাইলের সিম
উঠাতে, বিভিন্ন অনুদান, ভাতা ইত্যাদিতে জাতীয় পরিচয়পত্র (National Identity Card) লাগে।
কখন
শুরু হবে ভোটার হালনাগাদের কাজ?
-
আগামী ২০ মে ২০২০ হতে ৯ জুন ২০২২ পর্যন্ত তথ্যসংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ
করবেন।
নতুন
ভোটার তালিকা হালনাগাদের কাজে দুই ধরনের ভোটার অন্তর্ভূক্ত করা হবে।
১.
নতুন ভোটার- যাদের জন্ম ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারি
যাদের বয়স ১৮ বছর বা বেশি হবে তারা হচ্ছে নতুন ভোটার।
২.
বাদ পড়া ভোটার- সর্বশেষ ২০১৯ সালের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সময় যাদের বয়স
১৮ বা বেশি হয়েছিল অর্থাৎ ২০২২ সালের ১ জানুয়ারিতে যাদের বয়স ১৮ বা বেশি হয়েছিল তারা
হচ্ছে বাদপড়া ভোটার।
ভোটার
হতে যেসব কাগজ পত্র লাগবে-
১.
অনলাইন জন্মনিবন্ধনের ফটোকপি হাতে লিখা হলে হবে না জন্মনিবন্ধন অবশ্যই অনলাইনে থাকতে
হবে। জন্ম সনদের নম্বর ১৭ ডিজিটের হতে হবে।
২.
পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র (National Identity Card) বা NID কার্ডের ফটোকপি।
৩.
পিতা বা মাতা বা উভয় মৃত হলে মৃত্যু সনদ লাগবে। মৃত্যু সনদে স্মারক নম্বরসহ তারিখ অবশ্যই
থাকতে হবে।
৪.
স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র (National Identity Card) বা NID কার্ডের ফটোকপি।
৫.
স্বামী বা স্ত্রী মৃত হলে মৃত্যু সনদ লাগবে। মৃত্যু সনদে স্মারক নম্বরসহ তারিখ অবশ্যই
থাকতে হবে।
৬.
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রদত্ত নাগরিক সনদ। পৌরসভা হলে পৌরসভা অফিস হতে
নাগরিকত্ত্ব সনদ সংগ্রহ করতে হবে।
৭.
বিদ্যুৎ বিলের ফটোকপি।
৮.
হোল্ডিং ট্যাক্স রশিদের ফটোকপি। ভাড়াটিয়া হলে ভাড়া আদায়ের রশিদ লাগবে।
৯.
শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি (৫ম, ৮ম, ssc যদি থাকে বাধ্যতামূলক)।
১০.
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি।
১১.
হিজরা ভোটারের সমাজসেবা অফিসের প্রত্যায়নপত্রের ফটোকপি।
১২.
রক্তের গ্রুফ পরীক্ষার রিপোর্টের ফটোকপি।
জাতীয়
পরিচয়পত্র (National Identity Card) বা NID কার্ড সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর-
প্রশ্ন-
আইডিকার্ডে বাবা বা মায়ের নামের সাথে সার্টিফিকেটের নামের মিল নেই?
উত্তর-
উপজেলা নির্বাচন অফিসার মহোদয়ের পরামর্শমত পরিবর্তন করুন।
প্রশ্ন-
জন্মনিবন্ধন সনদ ও সার্টিফিকেটে নাম ভূল আছে?
উত্তর-
জন্মনিবন্ধন সনদে ভূলগুলো সহজে সংশোধন করতে পারবেন।
প্রশ্ন-
জন্মনিবন্ধন সনদ ও সার্টিফিকেটে জন্মতারিখ ভূল আছে?
উত্তর-
জন্মনিবন্ধন সনদপত্রের ভূলগুলো সহজে সংশোধন করতে পারবেন।
প্রশ্ন-
একজন নতুন ভোটার হতে আগ্রহী তার কোন সার্টিফিকেট নেই এবং তার ইংরেজি নাম কীভাবে লিখে
জানা নেই?
উত্তর-
জন্মনিবন্ধন সনদের নাম্বার ও জন্মতারিখ দিয়ে অনলাইন হতে সার্টিফাই কপি বের করলেই ইংরেজি
ও বাংলা নাম পাওয়া যাবে।
প্রশ্ন- একজন লোক
ঢাকায় থাকত এবং ঢাকায় ভোটার হয়েছে কিন্তু এখন সে এলাকায় থাকে । এখানেও কী সে ভোটার
হবে।
উত্তর- না, তার ভোটার
তথ্য নিজ এলাকায় স্থানান্তর করতে হবে। এজন্য উপজেলা নির্বাচন অফিসার মহোদয়ের সাথে যোগাযোগ
করতে হবে।
[বি.দ্র. যারা তথ্যসংগ্রহকারী তাদের কাজের
সুবিধার্থে একজন নতুন ভোটারের কী কী কাগজপত্র লাগবে তার একটি Microsoft Word File এর
লিংক দিয়ে রেখেছি এটা ডাউনলোড করে নিজের মত এডিট করতে পারবেন।]
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আশা করছি আজকের পোস্টটি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন।
0 Comments