বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি বা এপিএসসি এর তথ্য ফর্ম। Annual Primary School Census or APSC information form.

 বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি বা এপিএসসি এর তথ্য ফর্ম। Annual Primary School Census or APSC information form.

বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি বা এপিএসসি এর তথ্য ফর্ম। Annual Primary School Census or APSC information form.

[বি.দ্র. প্রতি বছর এই পোস্টেই এপিএসসি এর ফর্ম ও নির্দেশনা ফাইলটি আপডেট করা হবে। আমাদের সাইটটির নাম bdprimaryschools.blogspot.com ভিজিট করলেই পেয়ে যাবেন।]

ম্মানিত শিক্ষকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন? আমরা সবাই জানি প্রতি দশ বছর পর আদমশুমারি হয়। আদম অর্থ মানুষ আর শুমারি অর্থ গুণনা। এই আদমশুমারিতে মানুষ গণনার সাথে সাথে উনার যাবতীয় তথ্যাদিও সংগ্রহ করা হয়। তেমনি প্রতিবছর দেশে অবস্থিত সকল প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন ইত্যাদির বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি বা Annual Primary School Census করা হয়। বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি বা Annual Primary School Census এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এপিএসসি বা APSC.

APSC সম্পর্কে কিছু প্রশ্নোত্তর-

এ বছর কখন সাবমিট করার সময়কাল নির্ধারণ করা হয়েছে?

- এবছর ৩০ মার্চ, ২০২২ হতে শুরু হয়ে ৩০ জুন, ২০২২ তারিখে বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি বা Annual Primary School Census জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।

কার আইডি থেকে লনইন করতে হবে?

- প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষকের আইডি থেকে সাবমিট করা যাবে।

যদি লগইন করতে সমস্যা হয় কী করতে হবে?

- ফেইবুকের IPEMIS Support Grop বা উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের সাথে যগাযোগ করতে হবে।

কীভাবে বুঝব এপিএসসি ফর্ম ১০০% পূরণ হয়েছে?

-সকল তথ্য কার্ডে যখন সবুজ ঠিক চিহ্ন দেখা যাবে তখন বুঝবেন আপনার বিদ্যালয়ের তথ্য ১০০% হয়েছে। তবে কোন কোন বিদ্যালয়ে সকল তথ্য দেওয়ার মত তথ্য যেমন আইসিটি সরঞ্জাম, ওয়াশ ব্লক ইত্যাদি না থাকলে সবুজ চিহ্ন নাও দেখাতে পারে। এজন্য কোন সমস্যা হবেনা।

কোন ওয়েসাইটের মাধ্যমে এপিএসসির তথ্য সাবমিট করা যাবে?

- login.ipemis.dpe.gov.bd সাইটে প্রবেশ করে তথ্য দিতে পারবেন।

আরও পড়ুন-

ipemis এ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মোবাইল নাম্বারও ইমেইল ঠিকানা পরিবর্তন করার উপায়

কীভাবে এপিএসসি ফর্ম পূরন করব?

আগে my school ওয়েবসাইটের মাধ্যমে শুমারির তথ্য দেওয়া হত এবার থেকে ipemis (Integrated Primary Education Management Information System) এ শুমারির তথ্য দিতে হবে। এবার বিদ্যালয় শুমারির তথ্য খুব সুহজে আপনার হাতে থাকা স্মার্ট ফোনের মাধমে দিতে পারবেন। এ সম্পর্কিত অনেক ভিডিও আছে ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন  ipemis এ প্রবেশ করতে মোবাইল বা কম্পিউটারের যেকোন ব্রাউজারের এড্রেস বারে login.ipemis.dpe.gov.bd লিখে প্রবেশ করে প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি বা Annual Primary School Census এর ফর্ম পেয়ে যাবেন। ফর্মের সকল তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই সাবমিট হয়ে যাবে। তবে এখানে একটি কথা বলে রাখা ভালো তাড়াহুড়া না করে ধীরে সুস্থে সঠিক ও নির্ভূল তথ্য দিয়ে সাবমিট করুন।

এপিএসসি ফর্মে কী কী তথ্য দিতে হয়?

বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি বা Annual Primary School Census এ বিদ্যালয়ের যাবতীয় তথ্য দিতে হয়। তথ্যগুলোর মধ্যে হলো- বিদ্যালয়ের মৌলিক তথ্য, বিদ্যালয়ে উপকরণ ও সরঞ্জামাদি, বিদ্যালয়ে পাঠদানকৃত শ্রেণির তথ্য, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য, বিদ্যালয়ের ভূমির তথ্য, বিদ্যালয়ে ভবনের তথ্য, বিদ্যালয়ের কক্ষের তথ্য, বিদ্যালয়ের ওয়াশব্লক ব্যবস্থার তথ্য, বিদ্যালয়ের পানীয় জলের ব্যবস্থার তথ্য, বিদায়লয়ের স্যানিটেশন ব্যবস্থার তথ্য (ওয়াশব্লক ব্যতীত), আসবাবপত্রের তথ্য, বিদ্যালয়ের তথ্য প্রযুক্তি, মাল্টিমিড়িয়া ও অন্যান্য তথ্য, বিদ্যালয়ের আইসিটি সরঞ্জামের তথ্য, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, সামাজিক উদ্ভুদ্ধকরণ সভা, খেলাধুলা ও সাংকৃতিক কর্মকান্ড, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর সুবিধাসমূহ, অভর্তি ও ঝড়ে পড়ার তথ্য, শিক্ষার্থীর শ্রেণিভিত্তিক তথ্য, বিদ্যালয়ে সকল শিক্ষকের যাবতীয় তথ্য ইত্যাদি দিতে হয়।

এপিএসসি ফর্ম ডাউনলোড করতে নিচে ক্লিক করুন-

বার্ষিক সরকারি প্রাথমিক বিদ্যালয় শুমারি (এপিএসসি) ২০২২ ডাউনলোডকরতে এখানে ক্লিক করুন।

বার্ষিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শুমারি (এপিএসসি) ২০২২ ডাউনলোডকরতে এখানে ক্লিক করুন।

বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি বা Annual Primary School Census সম্পর্কে কারো যদি কোন প্রশ্ন বা কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম নতুন নতুন পোস্ট পেতে আমাদের সাইটটিকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।

Post a Comment

0 Comments