মডেল প্রশ্ন
শ্রেণি : দ্বিতীয়, বিষয় : প্রাথমিক গণিত
সময় : ২ঘন্টা পূর্ণমান : ১০০
[প্রত্যেক প্রশ্নের মান সমান। সকল প্রশ্নের
উত্তর দিতে হবে। ]
১। ক) অংকে লিখ
: ২x৫=১০
আটাত্তর, আশি, সাতাশি, পঁচানব্বই, সাতাত্তর
খ) কথায় লিখ : ২x৫=১০
৯২,
৫৭, ৭৫, ৮১, ৯৯
২। ক) যোগ কর :
৫৭+৪০ = ২x৫=১০
খ)
বিয়োগ কর :
৮৫-১৩ =
৩। ক) গুণ কর :
৩৪x২ = ২x৫=১০
খ)
ভাগ কর :
৫০
৫ =
৪। একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে ২৬জন ছাত্রী ও
২৫জন ছাত্র আছে। দ্বিতীয় শ্রেণিতে
মোট কতজন শিক্ষার্থী আছে? ১০
৫। ৩০ টাকা তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো।
প্রত্যেকে কত
টাকা করে পাবে? ১০
৬। মা
ও মেয়ের বয়সের যোগফল ৭০। মেয়ের বয়স ২২ বছর, মায়ের বয়স কত? ১০
৭। রাজুর বাবা এক সপ্তাহে ৬ দিন কাজ করেন। তিনি ৭ সপ্তাহে কতদিন কাজ করেন? ১০
৮। ক) ১ মিটার = কত সেন্টিমিটার? ২x৫=১০
খ)
১ কেজি=
কত গ্রাম?
৯। সপ্তাহের দিনগুলোর নাম লেখ। ১০
১০। জ্যামিতিক আকৃতি অঙ্কন কর?
(যেকোনো ২টি) ২x৫=১০
(ক) ত্রিভুজ
(খ) কোণক
(গ) গোলক
0 Comments