Integrated Primary Education Management Information System (ipemis) এ কিছু সমস্যা ও তার সমাধান। problems and solutions about ipemis.

Integrated Primary Education Management Information System (ipemis) এ কিছু সমস্যা ও তার সমাধান। problems and solutions about ipemis.

 

Integrated Primary Education Management Information System (ipemis) কিছু সমস্যা ও তার সমাধান। problems and solutions about ipemis.

ম্মানিত শিক্ষক শিক্ষিকগণ, সবাই কেমন আছেন? আশা করি, সবাই ভালো আছেন? Integrated Primary Education Management Information System এর সংক্ষিপ্ত রূপ Ipemis. Ipemis এ প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষকের তথ্য আপডেট করতে হরতে হয়। তথ্য এন্ট্রি বা আপডেট করতে গিয়ে অনেকের অনেক ধরনের সমস্যা হচ্ছে। আজকের এই পোস্টে তথ্য আপডেট করতে গিয়ে কী সমস্যা হতে পারে এবং তার কী সমাধান হতে পারে তা নিয়ে আলোচনা থাকবে। এই পোস্টের প্রশ্ন ও উত্তরগুলো ফেইবুকের IPEMIS Support Grop হতে সংগ্রহ করা হয়েছে।

প্রশ্ন- আমার তথ্য ৫৮% দেখাচ্ছে?

উত্তর- এটা কোন সমস্যা না এপ্রুভ হয়ে গেলে ১০০% দেখাবে।

প্রশ্ন- এপ্রুভ করার সময় কমেন্ট বক্সে কী লিখব?

উত্তর- তথ্যগুলো যাচাই করে মনে হয়েছে অনুমোদনযোগ্য বা আপনার বুদ্ধিমত্তা খাটিয়ে একটা কিছু লিখলেই হবে।

প্রশ্ন- আমার বিদ্যালয়ের একজন শিক্ষক অন্য বিদ্যালয়ে বদলী হয়েছে কিন্তু উনার তথ্যগুলো আমার বিদ্যালয়ে দেখাচ্ছে?

উত্তর- সহকারী উপজেল শিক্ষা অফিসারে সাথে যোগাযোগ করে তথ্য বদলী করার ব্যবস্থা নিন।

প্রশ্ন- ipemis এ কীভাবে মোবাইল নাম্বার পরিবর্তন করব?

উত্তর- ipemis এ প্রবেশ করে ইউজার তথ্য আপডেট অংশ হতে মোবাইল নাম্বার পরিবর্তন করুন।

প্রশ্ন- ipemis এ কীভাবে ইমেইল ঠিকানা পরিবর্তন করব?

উত্তর- ipemis এ লগইন করে ইউজার তথ্য আপডেট করুন অংশে ক্লিক করে ইমেইল ঠিকানা চেইঞ্জ করুন।

প্রশ্ন- ১০০% ডাটা দেওয়া কী আবশ্যক?

উত্তর- যদি আপনার কাছে সকল তথ্য থাকে তাকে ১০০% তথ্য দেওয়া ভালো। যদি না থাকে ভূল দেওয়ার দরকার নাই। শুধু লালা তারকা চিহ্নিত তথ্যগুলো দিলেই হবে।

প্রশ্ন- পাসওয়ার্ড ও সিকিউরিটি প্রশ্নের উত্তর ভূলে গেলে কী করতে হবে?

উত্তর- উপজেল শিক্ষা অফিসার মহোদয়ের সাথে যোগাযোগ করুন। উনি আপনার পাসওয়ার্ড রিসেট করে দিবেন।

প্রশ্ন- ওটিপি আসেনা কী করব?

উত্তর- ওটিপি না আসলে পাঁচটা শূন্য(০০০০) দিন।

প্রশ্ন- ইপ্রাইমারীতে(eprimary) ভূল মোবাইল নাম্বার দেওয়া কী করতে হবে।

উত্তর- উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের সাথে যোগাযোগ করে মোবাইল নাম্বার পরিবর্তন করে নিতে হবে।

প্রশ্ন- একজন শিক্ষকের তথ্য ipemis এ পাওয়া যাচ্ছে না?

উত্তর- উনি যদি ইপ্রাইমারীতে(eprimary) মোবাইল নাম্বার ভূল দিয়ে থাকেন তাহলে উনার তথ্য আসবে না । উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের সাথে যোগাযোগ করে ইপ্রাইমারীতে(eprimary) মোবাইল নাম্বার ঠিক করতে হবে।

প্রশ্ন- ইমেইল এড্রেস অজান দেখায়?

উত্তর- ইপ্রাইমারীতে(eprimary) ইমেইল ঠিকানা যোগ করুন বা ipemis এ ইউজার তথ্য আপডেট হতে ইমেইল ঠিকানা যোগ করুন।

প্রশ্ন- বাবা ও মা মারা গেছে উনাদের জন্মতারিখ কী দিতে হবে?

উত্তর- দিলে ভালো হয়। যদি জানা না থাকে আর লালা তারকা চিহ্নিত যদি না থাকে তাহলে না দিলেও চলবে।

প্রশ্ন- বিদ্যালয়ে তথ্য নাকি শুমারির তথ্য আগে আপডেট করব?

উত্তর- বিদ্যালয়ের তথ্য আগে আপডেট করতে হবে। বিদ্যলয়ের কিছু অনুমোদিত তথ্য অটোমেটিক্যালি শুমারিতে চলে আসবে।

প্রশ্ন- আমার মোবাইল নাম্বার বা ইমেইল দিয়ে ipemis এ প্রবেশ করতে পারছি না?

উত্তর- উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের সাথে যগাযোগ করুন।

প্রশ্ন- আমাদের বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই? বিদ্যালয়ের তথ্য ও শুমারি কে পূরন করবে?

উত্তর- একজন সহকারী শিক্ষককে সহকারী উপজেল শিক্ষা অফিসার মহোদয় দায়িত্ব দিবেন।

প্রশ্ন- পুরাতন জাতীয়করণকৃত বিদ্যালয়ের গ্যাজেট ও তারিখ কত?

উত্তর- জাতীয়করণের গ্যাজেট নং ৬৯১ ও তারিখ ৩০ অক্টোবর, ১৯৭৩।

প্রশ্ন- ipemis এ তথ্য আপডেট করার পর প্রিন্ট অপশন বা pdf আকারে সেভ করতে পারছিন?

উত্তর- ipemis এ তথ্য আপডেট করার পর প্রিন্ট অপশন বা pdf আকারে সেভ করতে করতে কীবোর্ডের Ctrl+p চাপুন। মোবাইলে যদি ক্রোম ব্রাউজার ইউজ করেন তাহলে থ্রি ডটে ক্লিক করে প্রিন্ট বা সেভ করতে পারবেন।

আরও পড়ুন- ipemis এ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মোবাইল নাম্বার ও ইমেইল ঠিকানা পরিবর্তন করার উপায়। How to change primary school teacher's mobile number and email address in ipemis (Integrated Primary Education Management Information System).

আশা করি, পোস্টটি আপনাদের কাজে আসবে । যদি কারো কোন কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।

Post a Comment

0 Comments