মডেল প্রশ্ন
শ্রেণি : তৃতীয়,
বিষয় : বাংলাদেশ ও
বিশ্বপরিচয়
সময় : ২ঘন্টা ৩০ মিনিট
পূর্ণমান : ১০০
১।
সংক্ষেপে উত্তর দাও : ২x১৫=৩০
ক)
প্রাকৃতিক পরিবেশ কি?
খ)
মুসলমানদের প্রধান দুইটি ধর্মীয় উৎসবের নাম লেখ।
গ)
দুটি সেবাদানকীর পেশার নাম লেখ।
ঘ)
ভাল মানুষ হওয়ার দুটি উপায় লেখ।
ঙ)
বাড়িতে কর
এমন দুটি কাজ লেখ।
চ)
মাটি দূষণের ২টি কারণ উল্লেখ কর।
ছ)
মামুনের ডায়রিয়া হয়েছে। কী কারণে তার এ
রোগ হতে পারে?
জ)
পৃথিবীতে কয়টি মহাসাগর রয়েছে?
ঝ)
তোমার দেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
ঞ)
তোমার প্রিয় বাংলাদেশের আয়তন কত?
ট)
গাছ আমাদের পরম বন্ধু। এ
বন্ধুর দুইটি উপকারীতা লিখ।
ঠ)
বঙ্গবন্ধু কখন শহীদ হন?
ড)
আমরা বাঙালি জাতি হিসাবে বিভিন্ন উৎসব উৎযাপন করি।
এমন দুটি উৎসবের নাম লিখ।
ঢ)
ছোট পরিবারের ২টি সুবিধা উল্লেখ কর।
ণ)
বাংলাদেশের মোট আয়তন কত?
২। শূণ্যস্থান পূরণ কর : (যেকোনো
১২টি) ১x১২=১২
ক)
সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান হলো বাড়ি ও ...................।
খ)
আমাদের দেশে চারটি প্রধান ......................আছে।
গ)
সমাজে সবার বেঁচে থাকার...................আছে।
ঘ)
যারা ...............করেন তাদের আমরা কৃষক বলি।
ঙ)
প্রত্যেক মানুষের কিছু ................থাকে।
চ)
যেখানে সেখানে থুথু, কফ ফেলা এবং মলমূত্র ত্যাগ করা ...........নয়।
ছ)
পৃথিবীর..............সাতটি মহাদেশে
ভাগ করা হয়েছে।
জ)
প্রতিটি বিভাগে একটি করে .................শহর আছে।
ঝ)
বঙ্গবন্ধুর...............বাংলাদেশ স্বাধীন হয়।
ঞ)
১৯৭১ সালে স্বাধীনতার জন্য প্রায়............মাস পাকিস্থানি বাহিনীর
সাথে আমাদের যুদ্ধ চলে।
ট)
................গ্রাম বাংলার একটি উৎসব।
ঠ)
...............দিক থেকে বাংলাদেশ পৃথিবীর নব্বইতম দেশ।
ড)
বাংলাদেশে মূলত..........ধরণের এলাকায় বনভূমি আছে।
ঢ)
আমাদের ..............লাল সবুজ রঙের।
ণ)
ধুলাবালি ও
............ফলে বাতাস গন্ধযুক্ত ও দূষিত হয়ে যায়।
৩।
বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল কর : ২x৫=১০
বাম পাশ
|
ডান পাশ
|
ক) বঙ্গবন্ধু
১৯৭১ সালের ২৬ শে মার্চ
|
ক) পাকিস্থানি
বাহিনীর সাথে আমাদের যুদ্ধ চলে।
|
গ) স্বাধীনতা
দিবস হলো আমাদের
|
খ) সাভার
একটি স্মৃতিসৌধ নির্মাণ
করা হয়েছে।
|
খ) প্রতি
বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্বাধীনতা
|
গ) ছয় দফা ঘোষণা করে।
|
ঘ) মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে
|
ঘ) জাতীয়
দিবস
|
ঙ) ১৯৭১
সালে স্বাধীনতার জন্য
প্রায় ৯ মাস
|
ঙ) শহিদ
মিনার নির্মিত হয়েছে।
|
|
চ) স্বাধীনতা
ঘোষণা করেন।
|
৪।
যেকোনো ৮টি প্রশ্নের উত্তর দাও:
৬x৮= ৪৮
ক)
সামাজিক পরিবেশ কী? এটি কেন গঠিত হয়েছে?
সামাজিক পরিবেশের চারটি উপাদানের নাম লিখ? ২+৪= ৬
খ)
মৌলিক অধিকার কয়টি? এসব অধিকার
প্রয়োজন কেন?
চারটি মৌলিক অধিকারের নাম লিখ?
২+৪= ৬
গ)
ভালো মানুষ কে? সবাই তাকে ভালবাসে কেন?
চারটি ভাল কাজের নাম লিখ।
৬
ঘ)
দূষণ শব্দের অর্থ কী? পানি দূষণ হয়
কেন? পানি দূষণের প্রভাব কি ৪টি বাক্যে
লিখ। ৬
ঙ)
পৃথিবী কী? এটির স্থলভাগকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? ৪টি স্থলভাগের নাম লিখ। ৬
চ)
মহাসাগর কী? ৪টি মহাসাগরের নাম লিখ? ২+৪= ৬
ছ)
তোমার মাতৃভূমির নাম কী? তোমার রাজধানীর নাম লিখ। ৪টি বিভাগীয়
শহরের নাম লিখ। ১+১+৪= ৬
জ)
অর্থকরী ফসল কী? বাংলাদেশের প্রধান অর্থকরী ফসলের নাম লিখ। বাংলাদেশের কৃষক এবং কৃষি সম্পর্কে ৪টি বাক্য লিখ।
২+৪= ৬
ঝ)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জন্ম গ্রহণ করেন।
বঙ্গবন্ধুর মায়ের নাম কি? বঙ্গবন্ধুর
শিক্ষা জীবন সম্পর্কে ৪টি বাক্য লিখ। ১+১+৪= ৬
ঞ)
জনসংখ্যা কী? পরিবারের জনসংখ্যা বেশি হলে সৃষ্ট সমস্যা সম্পর্কে ৪টি বাক্য লিখ। ১+৫= ৬