ipemis এ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মোবাইল নাম্বার ও ইমেইল ঠিকানা পরিবর্তন করার উপায়। How to change primary school teacher's mobile number and email address in ipemis (Integrated Primary Education Management Information System).

ipemis এ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মোবাইল নাম্বার ও ইমেইল ঠিকানা পরিবর্তন করার উপায়। How to change primary school teacher's mobile number and email address in ipemis (Integrated Primary Education Management Information System).


ipemis (Integrated Primary Education Management Information System) এ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মোবাইল নাম্বার ও ইমেইল ঠিকানা পরিবর্তন করার উপায়।How to change primary school teacher's mobile number and email address in ipemis (Integrated Primary Education Management Information System).

ম্মানিত শিক্ষকমন্ডলী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন? বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ipemis. ipemis এর পূর্ণরূপ হচ্ছে Integrated Primary Education Management Information System. ipemis হচ্ছে এমন একটি সাইট বা সফটওয়ার যেখানে একটি বিদ্যালয়ের যাবতীয় তথ্য এন্ট্রি করা থাকবে। আগে শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয়ের আংশিক তথ্য ইপ্রাইমারিতে (eprimary system) এন্ট্রি করা থাকত। আর বিদ্যালয় শুমরী ও বইয়ের তথ্য মাই স্কুল সাইটে এন্ট্রি করা হত। ইপ্রাইমারিতে (eprimary system) তথ্য এন্ট্রি করার জন্য একটি ইউজার আইডি থাকত যা দিয়ে তথ্য আপডেট করা হত আবার শুমারী ও বইয়ের তথ্যের জন্য আরেকটি ইউজার আইডি মাই স্কুল সাইটে থাকত। এজন্য এখন সবগুলো সাইট মিলিয়ে একটি সাইটে সকল তথ্য এনে ipemis (Integrated Primary Education Management Information System) নামে নতুন একটি সাইট ওপেন করা হয়েছে। এই ipemis সাইটে প্রত্যেক শিক্ষক বা ইউজারের জন্য একটি ইউজার আইডি (শিক্ষকের মোবাইল বা ইমেইল ঠিকানা) ও একটি পাসওয়ার্ড থাকবে যা দিয়ে প্রবেশ করে শিক্ষকগ নিজেদের তথ্য নিজেরাই আপডেট করতে পারবে।

আরো পড়ুন- প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল যেভাবে বের করবেন

বিভিন্ন কারণে ipemis (Integrated Primary Education Management Information System) এ শিক্ষকদের বা ইউজারের ইউজার আইডি যেমন- মোবাইল নাম্বার বা ইমেইল ঠিকানা পরিবর্তন করার প্রয়োজন হয়। কারণগুলো হতে পারে-

  • মোবাইল সিম নষ্ট বা হারিয়ে যাওয়া,
  • মোবাইল নাম্বার ভূল,
  • যে নাম্বার আগে ছিল বর্তমানে তা ব্যবহার না করা,
  • ইমেইল ঠিকানায় লনইন করতে না পারা,
  • ইমেইল ঠিকানা ভুল ইত্যাদি।

আজকের পোস্টে দেখাব কীভাবে খুব সহজে নিজে নিজেই ipemis এ থাকা মোবাইল নাম্বার বা ইমেইল ঠিকানা আপনার হাতে থাকা মোবাইল ফোন বা ল্যাপটপ বা কম্পিউটারের সাহায্যে পরিবর্তন করতে পারবেন। মোবাইল নাম্বার বা পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রথমে ipemis সাইটে প্রবেশ করতে হবে। ipemis সাইটে প্রবেশ করার জন্য মোবাইল বা ল্যাপটপের যেকোন ব্রাউজারে ( Google Chrome হলে ভালো) প্রবেশ করে এড্রেসবারে লিখে হবে login.ipemis.dpe.gov.bd বা এখানে ক্লিক করলেই হবে। ক্লিক করার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার সাথে সাথেই ড্যাশবোর্ডে চলে যাবেন। এরপর নিচের ছবির মত উপরে ডানদিকে আপনার নামে ক্লিক বা মোবাইলে টাচ করুন। এরপর ইউজারের তথ্য আপডেট করুন লেখাতে টাচ বা ক্লিক করুন।

change teacher's mobile number and email address in ipemis

এবার বামদিকে শিক্ষক তথ্য দেখা যাবে এবং ডানদিকে নিচের ছবির মত মোবাইল নাম্বার ও ইমেইল ঠিকানা দেখা যাবে। এবার যা পরিবর্তন করতে চান তার উপর ক্লিক বা টাচ করুন। মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাইলে মোবাইল নাম্বারে আর ইমেইল ঠিকানা পরিবর্তন করতে চাইলে ইমেইল ঠিকানায় টাচ বা ক্লিক করতে হবে। 

how to change teacher's mobile number and email address in ipemis

ক্লিক বা টাচ করার পর একটা পপআপ মেনু আসবে এবং একটি খালিঘর দেখতে পাবেন (নিচের বামদিকের ছবিটি লক্ষ্য করুন) খালি ঘরে মোবাইল নাম্বার বা ইমেইল ঠিকানা অর্থাৎ যেটা পরিবর্তন করতে চান তা লিখে “পরবর্তী ধাপে” ক্লিক করতে হবে।

আরো পড়ুন-  প্রাইমারী স্কুল সিস্টেমে শিক্ষক তথ্য আপডেট করার উপায়

ipemis (Integrated Primary Education Management Information System) এ শিক্ষকের মোবাইল নাম্বার ও ইমেইল ঠিকানা পরিবর্তন করার উপায়।

এবার পাঁচ সংখার একটি ওটিপি বা কোড আপনার আগের মোবাইল বা ইমেইল ঠিকানায় পাঠাবে এবং এই পাঁচ সংখ্যার কোডটি খালিঘরে (উপরের ডানদিকের ছবিটি লক্ষ্য করুন) বসাতে হবে। এরপর “পরবর্তী ধাপে” ক্লিক করতে হবে। বর্তমানে ওটিপি বা কোড মোবাইল বা ইমেইল ঠিকানায় আসেনা এজন্য ওটিপি বা কোড হিসাবে পাঁচটি শূন্য (00000) দিয়ে এরপর “সংরক্ষণ করুন” লেখাতে ক্লিক করতে হবে। “সংরক্ষণ করুন” লেখা বাটনটি নিচের দিকে দেখতে পাবেন।

আশা করি পোস্টটি আপনাদের কাজে আসবে। আর এ বিষয়ে কারো যদি কোন প্রশ্ন বা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম নতুন নতুন পোস্ট পেতে আমাদের সাইটটিকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।


Post a Comment

2 Comments

  1. স্যার নতুন করে আইডি খুললে কি করতে হবে

    ReplyDelete
    Replies
    1. উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করুন।

      Delete