(Latest) প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল। Primary school teacher recruitment exam result.

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল। Primary school teacher recruitment exam result.

[বি.দ্র. প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সদ্য প্রকাশিত লিখিত ও মৌখিক বা চূড়ান্ত পরীক্ষার ফলাফল এই পোস্টেই আপডেট করা হবে। ফলাফল পেতে আমাদের সাইটটি bdprimaryschools.blogspot.com ভিজিট করলেই পেয়ে যাবেন।]

(Latest) প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল। Primary school teacher recruitment exam result.

ম্মানিত ভিজিটর, সবাই কেমন আছেন? আশা রাখি, সবাই ভালো আছেন? প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় (Primary school teacher recruitment exam) অংশগ্রহণ বা আবেদন করতে হলে নারী বা পুরুষ প্রার্থীকে কমপক্ষে স্নাতক ডিগ্রীধারী হতে হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা (Primary school teacher recruitment exam) দুই ধাপে সম্পন্ন হয়।

প্রথম ধাপে লিখিত পরীক্ষা যা mcq আকারে প্রশ্নপ্রত্রের মাধ্যমে নেওয়া হয়। লিখিত পরীক্ষা ৮০ নম্বরের হয়ে থাকে। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সাধারণ জ্ঞানের উপর ৮০ নম্বরের প্রশ্ন হয়ে থাকে। প্রতিটি mcq এর মান ১। সঠিক উত্তরের জন্য এক মার্ক পাবেন আর ভূল হলে নম্বর কর্তন করা হয়। লিখিত পরীক্ষা সাধারনত জেলা পর্যায়ে হয়ে থাকে।

এরপর মৌখিক বা ভাইবা পরীক্ষা নেওয়া হয়। মৌখিক পরীক্ষা ২০ নম্বরের হয়ে থাকে। ভাইবাতে বিভিন্ন সার্টিফিকেটের উপর ১০ নম্বর ও আচার-আচরণ, ব্যক্তিত্ব ইত্যাদির উপর বাকী ১০ নম্বর প্রদান করা হয়ে থাকে। ভাইবাতে সাধারনত নিজের পরিচয় বাংলা ও ইংরেজিতে, আপনার পঠিত বিষয়ের উপর বিভিন্ন প্রশ্ন, সাম্প্রতিক সাধারণ জ্ঞান, গণিত, ইংরেজি ইত্যাদি বিষয়ে প্রশ্ন করা হয়ে থাকে।

চূড়ান্তাভাবে নির্বাচিত হওয়ার পর পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল রিপোর্ট প্রাপ্তির পর প্রার্থী তার উপজেলাধীন যেকোন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ প্রধান করা হয়ে থাকে। শিক্ষকদের জন্য প্রাথমিক বিদ্যালয়ে দুই ধরনের পদ আছে। সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক। সহকারী শিক্ষক ১৩ তম গ্রেডে ও প্রধান শিক্ষক ১০ তম গ্রেডে বেতন পেয়ে থাকেন।

একজন নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক কত টাকা বেতন পান?

একজন সহকারী শিক্ষক ১৩ তম গ্রেডে বেতনস্কেল ১১,০০০-২৬৫৯০ এর হিসাবমতে একজন নতুন শিক্ষক নিন্মোক্ত বেতন পাবেন-

বেতন- ১১,০০০ টাকা

বাড়িভাড়া- ৪,৯৫০ টাকা

চিকিৎসা ভাতা- ১,৫০০ টাকা

টিফিন- ২০০ টাকা

সর্বমোট- ১৭,৬৫০ টাকা

[বি.দ্র. ঢাকা সিটি কর্পোরেশনে ভাড়িভাড়া মূল বেতনের ৬০% এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ও সাভার পৌরএলাকার জন্য ভাড়িভাড়া মূল বেতনের ৫০% এবং অন্যান্য স্থানে ভাড়িভাড়া মূল বেতনের ৪৫%)

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল দেখার উপায়-

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল (Primary school teacher recruitment exam result) দেখতে প্রথমে আপনার ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইলের যেকোন ব্রাউজারের এড্রেসবারে লিখতে হবে dpe.gov.bd । এরপর এন্টার বাটন বা go তে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ওপেন হবে। এবার এখানে একটু ভালো করে লক্ষ করলে ‘নোটিশ বোর্ড’ বা ‘খবর’ লেখা দেখতে পাবেন। ‘নোটিশ বোর্ড’ বা ‘খবর’ লেখার নিচে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল (Primary school teacher recruitment exam result) দেখতে পাবেন এবং এটাতে ক্লিক করে pdf ফাইল ডাউনলোড ও দেখতে পারবেন। আবার এখান থেকে প্রিন্টও করতে পারবেন।

নিচে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফলের (Primary school teacher recruitment exam result) pdf ফাইলের লিংক দেওয়া আছে। এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই ফলাফলের ফাইল সমসময় আপডেট করা হয় অর্থাৎ সর্বশেষ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফলের ফাইল এখানে সংযোজন করা হয়।

👉(20-12-2023 খ্রি.) সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ লিখিত পরীক্ষার ফলাফল-১ম গ্রুপ (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) 

কারো যদি পোস্টটি পড়ে রেজাল্ট বের করতে সমস্যা হয় তাহলে নিচের ভিডিওটি দেখতে পারেন। অথবা bd primary schools ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন।




কারো যদি কোন প্রশ্ন বা কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম নতুন নতুন পোস্ট পেতে আমাদের সাইটটিকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।

Post a Comment

0 Comments