মডেল প্রশ্ন
শ্রেণিঃ তৃতীয়
বিষয়ঃ প্রাথমিক গণিত
সময়ঃ ২ ঘন্টা
পূর্ণমানঃ ৬0
১. সঠিক উত্তরটি খাতায় লেখ। ১×২০=২০
১/ পাচঁশত চার এর অঙ্ক লেখা কোনটি?
ক. ৫০৪ খ. ৫৪০
গ. ৫৪৪ ঘ. ৪০৪
২/ ৯৩৫৬ সংখ্যাটির শতকের অঙ্ক কোনটি?
ক. ৯ খ. ৩ গ.
৫ ঘ. ৬
৩/ নিজের কোন সংখ্যাটি সবচেয়ে বড়?
ক. ৫১ খ. ৫৬ গ.
৯১ ঘ. ৮১
৪/ নিচের কোন সংখ্যাটি সবচেয়ে ছোট?
ক. ৯১ খ. ৮১ গ.
৭১ ঘ. ৬১
৫/ ৯৯৯ থেকে ১ বেশি সংখ্যাটি কত?
ক. ১০০০ খ. ১০০ গ.১০
ঘ. ৯৯৮
৬/ গণিতের সংখ্যা প্রতীক কতটি?
ক. ৭ খ. ১০ গ.
৮ ঘ. ৯
৭/ বিংশ এর আগের ক্রমবাচক সংখ্যাটি কোটি?
ক. অষ্টাদশ খ. ষোড়শ গ. ঊনবিংশ ঘ. পঞ্চদশ
৮/ যোগ বা বিয়োগ শুরু করতে হয় কোন স্থান থেকে?
ক. দশক খ. শতক গ.
হাজার ঘ. একক
৯/ দুইটি সংখ্যা গুণ করতে কোন প্রতীকটি ব্যবহার করতে হয়?
ক. × খ.÷ গ. + ঘ. -
১০/ ৮× ৭ = কত?
ক. ৬৫ খ. ৫৬ গ. ৮৪ ঘ. ৬৪
১১/ ৫৪ ÷ ৯ = কত?
ক. ৪ খ. ৫ গ.
৬ ঘ. ৭
১২/ ৪৩-৮= কত
ক. ৩৩ খ. ৩২ গ.
৩৪ ঘ. ৩৫
১৩/ গুণ্য×গুণক=?
ক. গুণফল খ. গুণ্য গ. গুণক ঘ. ভাগফল
১৪/ ১ মাস= কত দিন?
ক. ২৮ খ. ৩০ গ.
১৫ ঘ. ৭
১৫/ কোনটি শূন্য হলে ভাগ করা যায় না?
ক. ভাজ্য খ. ভাগফল গ. ভাজক ঘ. ভাগশেষ
১৬/ ২০ ÷ ৫ = ৪ এখানে ভাজ্য কত?
ক. ৫ খ. ৪ গ.৯
ঘ. ২০
১৭/ ১ বছর = কত মাস?
ক. ১২ খ. ৭ গ.
১৫ ঘ. ৩০
১৮/ ৪০ ÷≥=৮ খালি ঘরে কত বসবে?
ক. ৪ খ. ৫ গ.৭
ঘ. ৪০
১৯/ ১৭ কে ৫ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
ক. ১০৫ খ. ৯৫ গ.
৮৫ ঘ. ৭৫
২০/ যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কী বলে?
ক. ভাজ্য খ. ভাগফল গ. ভাগশেষ ঘ. ভাজক
২. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। ১×১০=১০
ক. কোন সংখ্যাকে
শুন্য দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
খ. গুণফল নির্ণয়ের
সূত্রটি লিখ।
গ. ১০০৭ সংখ্যাটি
কথায় লেখ।
ঘ. বিয়োগের সূত্রটি
লেখ।
ঙ. ভাগের সূত্রটি
লেখ।
চ. বিয়োগ যোগের
কোন প্রক্রিয়া?
ছ. ৪৪-১১ = কত?
জ. নয় হাজার
নয়কে অঙ্কে লেখ।
ঝ. ১০০ ÷ ১০=
কত?
ঞ. ১০০ × ১০=কত?
৩. গুণ কর। ২×৫=১০
ক. ৩৮ খ. ৮৭
৪. ভাগ কর। ২×৫=১০
ক. ৮)৬৪(
খ. ৩)৬৯(
৫. যেকোন ৮ টি প্রশ্নের উত্তর দাও। ৮×৫=৪০
ক. নাসিরনগর
উপজেলায় জেঠাগ্রামে ৪৮২০ জন পুরুষ ও ৪২৮০ জন নারী আছে। পুরুষ ও নারীর সংখ্যাগুলো কথায়
লেখ।
খ.একটি গুদামে
৮৩৭৫ বস্তাটি চিনি, 11860 গম ও 12720 বস্তা চাল আছে। ঐ গুদামে মোট কত বস্তা জিনিস আছে?
গ. রহিম সাহেবের
মাসিক আয় 18550 টাকা ও মাসিক ব্যয় 17984 টাকা। তার মাসিক জমা কত?
ঘ. একটি রুই
মাছের দাম ৪৫০ টাকা। এরূপ ৫০ টি রুই মাছের দাম কত?
ঙ. ১০০ পয়সায়
১ টাকা হয়। ১০ টাকায় কত পয়সা হবে?
চ. ৪ টিতে ১
হালি হয়। ৫ হালিতে কত গুলো হবে?
ছ. ৮ টি আম দুজনকে
সমান ভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে?
জ. ২৭৮ টাকা
৩ জন কে সমান ভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে?
ঝ. নাহিদ ৩২ টাকা দিয়ে কিছু ডিম কিনল। যদি ১ টি ডিমের
দাম ৪ টাকা হয়, তবে নাহিদ কয়টি ডিম কিনেছে?
ঞ. প্রতিটি দলে
৮ জন করে শিক্ষাথী নিয়ে দল গঠন করা হলো। যদি ৭২ জন শিক্ষথী থকে, তবে কয়টি দল হবে?
৬. যেকোন দুইটি প্রশ্নের উত্তর দাও। ৫×২=১০
ক. রেখা কাকে
বলে? চিত্রসহ তিনটি বৈশিষ্ট্য লেখ।
খ.কোন কাকে বলে?
চিত্রসহ তিনটি বৈশিষ্ট্য লেখ।
গ. বিন্দু কাকে বলে? চিত্রসহ তিনটি বৈশিষ্ট্য লেখ।
0 Comments