পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ১০০ নম্বরের মডেল প্রশ্ন। five science model question.

মডেল প্রশ্ন

শ্রেণিপঞ্চম

বিষয়- প্রাথমিক বিজ্ঞান

সময়ঃ  ঘন্টা 30 মিনিট

পূর্ণমানঃ ১০

পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ১০০ নম্বরের মডেল প্রশ্ন। five science model question.

১. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। ২×১৫=৩০

 ক. বিজ্ঞান কাকে বলে?

 খ. সৌরজগতের কয়টি গ্রহ?

 গ. নিউটনের মহাকর্ষ সূত্র লেখ।

 ঘ. খাদ্য কী?

 ঙ. জনসংখ্যা বাড়লে খাদ্যের উপর কী প্রভাব পড়বে?

 চ. পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকে কী বলে?

 ছ. কুকুরের মৃতদেহ থেকে সৃষ্ট দূষণ প্রতিরোধে তুমি কী পরামর্শ দিবে তা লিখ?

 জ. কোন ধরনের দূষণ হতে এসিড বৃষ্টি হয়?

 ঝ. উদ্ভিদ কীভাবে পানি গ্রহণ করে?

 ঞ. পানিকে তাপ দিলে কী হয়?

 ট. খাদ্যের উপাদান কয়টি?

 ঠ. শক্তি কী?

 ড. পরমাণু কী?

 ঢ. দেহের ক্ষয় পূরণ, দেহ গঠন ও বৃদ্ধিতে কী সাহায্য করে?

 ণ. বাংলাদেশে কখন কম বৃষ্টি হয়?

২. শূন্যস্থান পূরণ কর। (যেকোন ১২) ১×১২=১২

 ক. গাছ থেকে আমরা ................... তৈরি করতে পারি।

 খ. জনসংখ্যা যত বৃদ্ধি পাবে মানুষের ............... তত বাড়বে।

 গ. আমরা বিভিন্নভাবে তথ্য .............. করতে পারি।

 ঘ. ............... ফলে আবহাওয়ার বিভিন্ন উপাদানের পরিবর্তন ঘটছে।

 ঙ. আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ............... সম্পর্ক রয়েছে।

 চ. পরিবেশ দূষণের ফলে খাদ্য শৃঙ্খল ............... হচ্ছে।

 ছ. কোমল পানীয় ............. ধরে রাখার জন্য কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়।

 জ. অনেক গরমে পানি উদ্ভিদের দেহ ................ করতে সাহায্য করে।

 ঝ. ................... উপায়ে বিভিন্নভাবে খাদ্য সংরক্ষণ করা যায়।

 ঞ. মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় ....................।

 ট. শক্তি একধরনের রূপ থেকে অন্য ধরনের রূপে ................... হতে পারে। 

 ঠ. ..................... নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে।

 ড. বেঁচে থাকার জন্য উদ্ভিদের মতো .............. পানি প্রয়োজন।

 ঢ. মানুষের তৈরি সম্পদই হলো .......................।

৩. বাম পাশের সাথে ডান পাশের মিলকর। ২×৫=১০

বাম পাশ

ডান পাশ

ক. বিজ্ঞান ও প্রযুক্তি পরস্পরের সাথে

১. কৃষি প্রযুক্তি

খ. মানুষের উপকারে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো

২. জীবাণু দ্রুত ছড়ায়

গ. বিশ্বের জনসংখ্যা

 ৩. এক নয়

ঘ. বিশ্বের জনসংখ্যা 

৪. জৈব প্রযুক্তি

ঙ. আবহাওয়া ও জলবায়ু

৫. ক্রমাগত বাড়ছে

 

৬. নিবিড় ভাবে সম্পর্কিত

 

 ৭. প্রায় ৮০০ কোটি

৪. কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর দাও (৮ টি)। ৬×৮=৪৮

 ক. ইন্টারনেট নানা বিষয়ে বিশেষ ভূমিকা রাখছে। যদি তাই হয় তবে ইন্টারনেটের পাঁচটি ব্যবহার লেখ।

 খ. বিশুদ্ধ পানি কী? জীবের জন্য পানি কেন প্রয়োজন তা পাঁচটি বাক্যে লেখ।

 গ. বৈশ্বিক উষ্ণায়ন কী? বৈশ্বিক উষ্ণায়নের দুটি কারণ লেখ। প্রতিকূল পরিবেশে টিকে থাকতে তোমার দুইটি করনীয় লেখ।

 ঘ. জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের জীবনে কী কী সমস্যা হতে পারে? পাঁচটি বাক্যে লেখ।

 ঙ. শব্দ দূষন কী? শব্দ দূষণের ৪ টি কারণ লেখ?

 চ. প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের মধ্যে পার্থক্য লেখ।

 ছ. সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন?

 জ. পানি বাহিত রোগ কী? পানি বাহিত রোগ থেকে বাঁচার পাঁচটি উপায় লেখ।

 ঝ. বায়ু দূষণ কী? বায়ু দূষণ রোধে চারটি পরামর্শ লেখ।

 ঞ. কৃষি প্রযুক্তি কীভাবে আমাদের জীবন উন্নত করে?

Post a Comment

0 Comments