পঞ্চম শ্রেণির প্রাথমিক গণিত বিষয়ের ১০০ নম্বরের মডেল প্রশ্ন। five mathematics model question.

 পঞ্চম শ্রেণির প্রাথমিক গণিত বিষয়ের ১০০ নম্বরের মডেল প্রশ্ন। five mathematics model question.

মডেল প্রশ্ন

শ্রেণিপঞ্চম

বিষয়- প্রাথমিক গণিত

সময়ঃ  ঘন্টা 30 মিনিট

পূর্ণমানঃ ১০

পঞ্চম শ্রেণির প্রাথমিক গণিত বিষয়ের ১০০ নম্বরের মডেল প্রশ্ন। five mathematics model question.

 ১. নৈর্ব্যক্তিক প্রশ্ন (২০টি প্রশ্ন)  ১ × ২০ = ২০

(ক) ১৫ এবং ২০-এর গ.সা.গু কত?  

- (i) ৫  

- (ii) ১০  

- (iii) ১৫  

- (iv) ২০

(খ) ২৫% কে ভগ্নাংশে কীভাবে প্রকাশ করা যায়?  

- (i) ১/৪  

- (ii) ১/২  

- (iii) ১/৫  

- (iv) ১/৩

(গ) ২/৩ + ১/৬ এর যোগফল কত?  

- (i) ৩/৬  

- (ii) ৫/৬  

- (iii) ১/২  

- (iv) ২/৬

(ঘ) ১২, ১৫ এবং ১৮-এর ল.সা.গু কত?  

- (i) ৩০  

- (ii) ৬০  

- (iii) ৯০  

- (iv) ১৫০

(ঙ) ৫০০ টাকার ১০% কত টাকা?  

- (i) ১০ টাকা  

- (ii) ২৫ টাকা  

- (iii) ৫০ টাকা  

- (iv) ৫ টাকা

(চ) ৩৫-এর বর্গমূল কত?  

- (i) ৫  

- (ii) ৬  

- (iii) ৭  

- (iv) ৮

(ছ) ৮ কিমি = কত মিটার?  

- (i) ৮০০ মিটার  

- (ii) ৮০০০ মিটার  

- (iii) ৮০ মিটার  

- (iv) ৮০,০০০ মিটার

(জ) ৩/৪ × ২/৩ = কত?  

- (i) ১/২  

- (ii) ৩/৮  

- (iii) ৬/১২  

- (iv) ১/৩

(ঝ) একটি ঘন্টায় ৬০ মিনিট। ৪ ঘন্টায় কত মিনিট?  

- (i) ২৪০ মিনিট  

- (ii) ১৮০ মিনিট  

- (iii) ৪০০ মিনিট  

- (iv) ৬০ মিনিট

(ঞ) ৭৪০০ এর সাথে ১৬০০ যোগ করলে কত হবে?  

- (i) ৯০০০  

- (ii) ৮০০০  

- (iii) ১০০০০  

- (iv) ৮৫০০

(ট) একটি বৃত্তের ব্যাস ১০ সেমি হলে এর ব্যাসার্ধ কত?  

- (i) ৫ সেমি  

- (ii) ১০ সেমি  

- (iii) ১৫ সেমি  

- (iv) ২০ সেমি

(ঠ) ২৫২০ এর সাথে ৫৮০ যোগ করলে কত হবে?  

- (i) ৩০০০  

- (ii) ৩১০০  

- (iii) ৪০০০  

- (iv) ২১০০

(ড) ৫৭৫-এর ১০% কত?  

- (i) ৫৭.৫  

- (ii) ৫৭০  

- (iii) ৫.৭৫  

- (iv) ৫০০

(ঢ) ৫ এর গুণিতক কোনটি?  

- (i) ১৫  

- (ii) ৭  

- (iii) ৯  

- (iv) ৮

(ণ) ৪ জনের গড় বয়স ২০ বছর হলে, তাদের মোট বয়স কত?  

- (i) ৮০ বছর  

- (ii) ৬০ বছর  

- (iii) ১০০ বছর  

- (iv) ৪০ বছর

(ত) ২৫ এর বর্গফল কত?  

- (i) ৬২৫  

- (ii) ১২৫  

- (iii) ১০০  

- (iv) ২৫

(থ) ১২৫ কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে?  

- (i) ৩  

- (ii) ৫  

- (iii) ৭  

- (iv) ৮

(দ) ৮৫৫ – ২৭৫ = কত?  

- (i) ৫৮০  

- (ii) ৫০০  

- (iii) ৪৮০  

- (iv) ৬৮০

(ধ) ১ কিমি = কত মিটার?  

- (i) ১০০০ মিটার  

- (ii) ১০০ মিটার  

- (iii) ১০ মিটার  

- (iv) ১০০০০ মিটার

(ন) একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৫ সেমি এবং প্রস্থ ১০ সেমি। এর ক্ষেত্রফল কত?  

- (i) ১৫০ বর্গসেমি  

- (ii) ৫০ বর্গসেমি  

- (iii) ১০০ বর্গসেমি  

- (iv) ২৫০ বর্গসেমি  

 ২. সংক্ষিপ্ত প্রশ্ন (১০টি)  2 × ১০ = ২০  

(ক) ৩৫ এবং ৫৫ এর গ.সা.গু নির্ণয় করো।  

(খ) ৫০০ টাকার ১২% কত?  

(গ) ১.৫ কিমি কত মিটারের সমান?  

(ঘ) ৪/৫ - ১/৩ এর বিয়োগফল নির্ণয় করো।  

(ঙ) ৬, ৮, ১২ এর ল.সা.গু নির্ণয় করো।  

(চ) ১৫ জন ছাত্রের গড় ওজন ৪০ কেজি হলে, তাদের মোট ওজন কত?  

(ছ) একটি সংখ্যা ৫৬ এবং ৮ দ্বারা বিভাজ্য হলে, সংখ্যা কোনটি হতে পারে?  

(জ) ৪ মিটার ২৫ সেমি + ২ মিটার ৫০ সেমি এর যোগফল কত?  

(ঝ) ৭৬৮৫ থেকে ৪৩২৫ বিয়োগ করলে কত হবে?  

(ঞ) ১২৩ এর ৫ গুণ কত?

 ৩. সৃজনশীল প্রশ্ন (৮টি)  প্রতি প্রশ্নের মান: ৬ × ৮ = ৪৮

ক. একটি স্কুলের ৩০% ছাত্রছাত্রী খেলাধুলায় অংশগ্রহণ করে। স্কুলে মোট ৮০০ জন ছাত্রছাত্রী রয়েছে।  

- (i) কতজন ছাত্রছাত্রী খেলাধুলায় অংশগ্রহণ করে?  

- (ii) খেলাধুলায় অংশগ্রহণ না করা ছাত্রছাত্রীদের সংখ্যা কত?  

- (iii) খেলাধুলায় অংশগ্রহণকারী এবং না করা ছাত্রছাত্রীদের অনুপাত কত?

খ. রিমি ৭টি পেন্সিল কিনল এবং তার ৪০ টাকা খরচ হলো।  

- (i) ১টি পেন্সিলের দাম কত?  

- (ii) রিমি যদি আরও ৩টি পেন্সিল কিনতে চায়, তবে তার মোট কত টাকা লাগবে?

গ. ১০টি কমলালেবু এবং ৬টি আপেলের দাম যথাক্রমে ৮০ টাকা এবং ৬০ টাকা।  

- (i) ১টি কমলালেবুর দাম কত?  

- (ii) ১টি আপেলের দাম কত?  

- (iii) ৫টি কমলালেবু এবং ৩টি আপেলের মোট দাম কত হবে?

ঘ. একটি চৌকোনা বাগানের একপাশের দৈর্ঘ্য ২০ মিটার।  

- (i) বাগানটির পরিসীমা কত?  

- (ii) বাগানটির ক্ষেত্রফল কত?

ঙ. রায়হান প্রতিদিন ৫ কিমি দৌড়ায়।  

- (i) ১ সপ্তাহে (শুক্রবার বাদে) সে কত কিমি দৌড়াবে?  

- (ii) ১০ দিনে সে কত কিমি দৌড়াবে?

চ. একটি বাসার মাসিক বিদ্যুৎ বিল ৫০০ টাকা।  

- (i) ১ বছরে বিদ্যুৎ বিল কত হবে?  

- (ii) ৩ বছরে বিদ্যুৎ বিল কত হবে?

ছ. একটি বৃত্তের ব্যাসার্ধ ৭ সেমি।  

- (i) বৃত্তটির পরিধি কত?  

- (ii) বৃত্তটির ক্ষেত্রফল কত? (π = ৩.১৪)

জ. মাহমুদের ১০০০ টাকা আছে। সে ৩০% টাকা খরচ করেছে।  

- (i) মাহমুদ কত টাকা খরচ করেছে?  

- (ii) তার কাছে এখন কত টাকা বাকি আছে?

৪. জ্যামিতি (২টি প্রশ্ন)  ৬ × ২ = ১২

ক.একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ সেমি এবং প্রস্থ ৮ সেমি।  

- (i) আয়তক্ষেত্রটির পরিসীমা কত?  

- (ii) আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?  

- (iii) দৈর্ঘ্য ৪ সেমি বাড়ালে নতুন ক্ষেত্রফল কত হবে?

খ. একটি বৃত্তের ব্যাস ১৪ সেমি।  

- (i) বৃত্তটির ব্যাসার্ধ কত?  

- (ii) বৃত্তটির পরিধি নির্ণয় করো। (π = ৩.১৪)  

- (iii) বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো। 

Post a Comment

0 Comments