মডেল প্রশ্ন
শ্রেণি- পঞ্চম
বিষয়- বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সময়ঃ ২ ঘন্টা 30 মিনিট
পূর্ণমানঃ ১০০
১. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর খাতায় লিখঃ ২×১৫=৩০
ক. বস্তুর আয়তন
বলতে কী বুঝ?
খ. কঠিন পদার্থের
দুটি বৈশিষ্ট্য লেখ।
গ. চার ধরনের প্রাকৃতিক
সম্পদের নাম লেখ।
ঘ. আমরা কী কী কাজে
প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি?
ঙ. বাংলাদেশে কী
কী খনিজ সম্পদ পাওয়া যায়?
চ. সৌরজগতের কয়টি
গ্রহ আছে ও কী কী?
ছ. পৃথিবীর উপগ্রহের
নাম কী?
জ. প্রযুক্তি বলতে
কী বুঝায়?
ঝ. কয়েকটি আধুনিক
প্রযুক্তির নাম লিখ।
ঞ. কম্পিউটারের সাহায্যে
কী করা যায়?
ট. আদিম যুগের মানুষ
কোথায় বাস করত?
ঠ. তুমি কখন চাঁদের
আলো দেখতে পাও?
ড. সৌরশক্তি কী?
ঢ. পদার্থের দুটি
সাধারণ গুণ বা বৈশিষ্ট্য কী?
ণ. থার্মোমিটার কী?
২. শূন্যস্থান পূরণ করঃ ১×১২=১২
ক. পদার্থের ………আছে।
খ. বস্তুর ওজন পরিমাপের
একক হচ্ছে…….।
গ. বায়ু প্রবাহ
ও পানির স্রোত ………উৎপাদনে ব্যবহৃত হয়।
ঘ. তেল, কয়লা, প্রাকৃতিক
গ্যাস ইত্যাদি……. জ্বালানি।
ঙ. আমাদের প্রয়োজনীয়
সবকিছুই………. সম্পদ থেকে আসে।
চ. চাঁদের উজ্জ্বল
অংশের আকৃতির পরিবর্তন হচ্ছে……….।
ছ. মহাবিশ্বে অসংখ্য
……..রয়েছে।
জ. ……জমি চাষে ব্যবহৃত হয়।
ঝ. খেলাধুলায় অনেক………. ব্যবহার করেছে।
ঞ. উদ্ভিদ প্রযুক্তির
সাহায্যে একই গাছে…… উৎপন্ন করা যায়।
ট. পদার্থ যে জায়গা
দখল করে তাকে ওই পদার্থের…… বলে।
ঠ. প্রকৃতির যা কিছু
মানুষের কাজে লাগে তাই………।
৩. বামপাশের বাক্যাংশের সাথেডান পাশের বাক্যাংশ মিল করঃ ২×৫=১০
বাম পাশ |
ডান পাশ |
ক. পানি একটি গুরুত্বপূর্ণ |
১. বিদ্যুৎ উৎপাদন করা হয় |
খ. পানির স্রোত
থেকে |
২. মাটি ব্যবহার
করা হয় |
গ. কাগজ তৈরিতে |
৩. প্রাকৃতিক সম্পদ |
ঘ. দৈনন্দিন জীবনে
ব্যবহৃত কাঠের প্রধান উৎস |
৪. কৃত্রিম সম্পদ |
ঙ. মৃৎশিল্প তৈরি
করতে |
৫. ধাতব মুদ্রা
ব্যবহৃত হয় |
|
৬. মাছ ব্যবহার
করা হয় |
|
৭. বনের গাছপালা |
৪. যেকোনো ৮টি প্রশ্নের উত্তর দাওঃ ৬×৮=৪৮
ক. পৃথিবী কী? সূর্যের চারপাশে পৃথিবী
কীভাবে ঘুরছে একটি বাক্যে লেখ। জ্যোতির্বিজ্ঞান জানার প্রয়োজনীয়তা তিনটি বাক্যে লেখ।
খ.
গ্রহ কী? গ্রহ ও উপগ্রহের মধ্যে একটি পার্থক্য লেখ। আদর্শ গ্রহ হিসেবে পৃথিবীর চারটি
বৈশিষ্ট্য লেখ।
গ.
উদ্ভিদ প্রজনন প্রযুক্তি কী? এই প্রযুক্তির পাঁচটি সুবিধা উল্লেখ কর।
ঘ.
বর্তমান যুগ কীসের যুগ? তুমি সারাদিন যেসব প্রযুক্তির ব্যবহার করো তার মধ্যে পাঁচটি
প্রযুক্তি উল্লেখ কর।
ঙ.
প্রাকৃতিক সম্পদ কী? প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বিভিন্ন কৌশল ব্যাখ্যা কর।
চ. বায়ু কোন ধরনের পদার্থ? বায়ুর ওজন আছে তা একটি
পরীক্ষার মাধ্যমে প্রমাণ কর।
ছ.
পদার্থ কাকে বলে? কঠিন, তরল ও বায়বীয় পদার্থের পার্থক্য লিখ।
জ.
বিদ্যুৎ কী? বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়- বর্ণনা কর।
ঝ.
চিকিৎসা কী? আধুনিক চিকিৎসা ব্যবস্থায় প্রযুক্তি কী কী কল্যাণ এনেছে উল্লেখ কর।
ঞ. গ্যাস কী ধরনের সম্পদ? প্রকৃতি থেকে পাওয়া পাঁচটি সম্পদের নাম লেখ।
0 Comments