চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ১০০ নম্বরের মডেল প্রশ্ন। four Bangladesh and Global Studies model question.

  মডেল প্রশ্ন

শ্রেণি- চতুর্থ

বিষয়বাংলাদেশ  বিশ্বপরিচয়

সময়ঃ  ঘন্টা ৩০ মিনিট

পূর্ণমানঃ ১০

চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ১০০ নম্বরের মডেল প্রশ্ন। four Bangladesh and Global Studies model question.

১. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর খাতায় লিখঃ (যেকোন ১৫ টি) ×১৫=৩০

ক. কায়িক শ্রম ভিত্তিক দুটি কাজের নাম লিখ।

খ. মেধাশ্রম ভিত্তিক দুটি কাজের নাম লিখ।

গ. দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কারা কাজ করে?

ঘ. পেশা বলতে কী বুঝায়?

ঙ. প্রাকৃতিক সম্পদ কাকে বলে?

চ. সম্পদ সাধারণত কত প্রকার ও কী কী?

ছ. দুটি ধর্মীয় প্রতিষ্ঠানের নাম লেখ।

জ. প্রাকৃতিক গ্যাস কী?

ঝ. গ্রামাঞ্চলের প্রয়োজনীয় দুটি সুবিধা লেখ।

ঞ. নিরাপদ পানি কাকে বলে?

ট. অর্থকরী ফসল কাকে বলে?

ঠ. এশিয়ার প্রধান দুটি শিল্পের নাম লেখ।

ড. এশিয়া মহাদেশে কতটি দেশ আছে?

ঢ. তাজিংডং এর উচ্চতা কত মিটার?

ণ. বাংলাদেশের কয়টি ঋতু ও কী কী?

ত. সুন্দর বন কোথায় অবস্থিত?

থ. বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয় কেন?

২. শূন্যস্থান পূরণ করঃ (যেকোন ১২ টি)  ×১২=১২

ক. আইন অমান্যকারীকে……… বলা হয়।

খ. চাকরিজীবীরা সাধারণত……… কাজ করেন।

গ. ডাক্তার আমাদের……. সেবা প্রদান করেন।

ঘ. বন একটি ………সম্পদ.

ঙ. সম্পদ প্রধানত …….প্রকার।

চ. পানির অপর নাম……..।

ছ. প্রত্যেক শিশুরই ……অধিকার আছে।

জ. নিরাপদ খাবার পানির জন্য……. প্রয়োজন।

ঝ. প্রতিটি বাড়িতে……. পায়খানা প্রয়োজন।।

ঞ. ফসলের খেতে পানি সেচের……. রাখা দরকার।

ট. মরুভূমির ………..খুব গরম।

ঠ. এশিয়ার দীর্ঘতম নদী ……..চীনে অবস্থিত।

ড. এশিয়ার উত্তরে …………অবস্থিত।

ঢ. বছরের সবচেয়ে উষ্ণ মাস……….।

ণ. কুয়াকাটা শব্দের অর্থ…………..।

৩. বামপাশের বাক্যাংশের সাথেডান পাশের বাক্যাংশ মিল করঃ×৫=১০

বাম পাশ

ডান পাশ

ক. সুন্দরবনের নাম হয়েছে

১. উত্তর গোলার্ধে অবস্থিত

খ. সুন্দরবন পৃথিবীর বিখ্যাত

২. পৃথিবীর মধ্যে দ্বিতীয়

গ. বঙ্গোপসাগর বাংলাদেশের

৩. একটি ম্যানগ্রোভ বন

ঘ. এশিয়া মহাদেশ পৃথিবীর

৪. সুন্দরী গাছের নাম অনুসারে

ঙ. ধান ও গম উৎপাদনে এশিয়া

৫. দক্ষিণে অবস্থিত

 

৬. পৃথিবীর মধ্যে প্রথম

 

৭. ক্ষুদ্রতম মহাদেশ

৪. যেকোনো ৮টি প্রশ্নের উত্তর দাওঃ   ×৮=৪৮

ক. পুলিশ কারা? পুলিশের চারটি কাজ উল্লেখ কর।

খ. আইন মেনে চলতে হয় কেন? সমাজে পাঁচ ধরনের পেশাজীবীর কাজের একটি তালিকা দাও।

গ. সম্পদ কাকে বলে? পানি একটি গুরুত্বপূর্ণ সম্পদ কেন? পাঁচটি বাক্যে লেখ।

ঘ. প্রাকৃতিক গ্যাস কোন ধরনের সম্পদ? এটি কোথায় পাওয়া যায়? প্রাকৃতিক গ্যাসের চারটি ব্যবহার লিখ।

ঙ. এলাকা কী? গ্রামাঞ্চলে থাকা দরকার এমন পাঁচটি সুযোগ সুবিধার কথা উল্লেখ কর।

চ. নিরাপদ পানি কাকে বলে? আমাদের জীবনের নিরাপদ পানির পাঁচটি ব্যবহার লেখ।

ছ. এশিয়া মহাদেশে কয়টি দেশ আছে? এ মহাদেশের দশটি দেশের নাম লিখ।

জ. অর্থকরী ফসল কাকে বলে? এশিয়ায় উৎপাদিত দুটি ফসলের বর্ণনা দাও।

ঝ. সমুদ্র সৈকত রক্ষায় তুমি কী কী করতে পার? চারটি বাক্যে লিখ।

ঞ. আমরা কীভাবে আকর্ষণীয় স্থানগুলোর পরিবেশ সংরক্ষণ করতে পারি? পাঁচটি বাক্যে লিখ।


Post a Comment

0 Comments