প্রাথমিক বিদ্যালয়ের শিশু জরিপ তথ্য ছক বা ফর্ম (Child survey data table or form)

বাইকে আমাদের এই পোস্টে পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। 

আশা করি সবাই ভাল আছেন।  আজকের এই পোস্টে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।  আর সেটি হচ্ছে শিশু জরিপ।  বিদ্যালয়ের শিশু জুড়ে একটি গুরুত্বপূর্ণ কাজ।  বিদ্যালয়ের এরিয়ার যদি শিশুদের সঠিকভাবে সম্পন্ন হয় তাহলে বিদ্যালয়ে সম্ভাব্য ভর্তি কৃত ছাত্রছাত্রী সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে।  এছাড়া শিশুদের ভাবে হয় অর্থাৎ সুন্দর ভাবে হয় তাহলে এখানে আপনি শিশুদের বয়সের তালিকা থেকে কোন বয়সের শিশুর আকর্ষিত করতে হবে এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারেন।  যদি কোন শিশু ভর্তির বাকি থাকে তাহলে শিশু জরিপের নাম দেখে আপনি  তাকে চিহ্নিত করতে পারবেন এবং বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে পারবেন।  আজকে একটি শিশুজরিপ ফর্ম নিয়ে আলোচনা থাকবে এই পোস্টে।  এই ফর্মটিতে আপনি যে তথ্যগুলো লিখতে পারবেন ৪+ থেকে ১৫+ শিশু আপনার এরিয়াতে কতজন আছে। এখানে দুইটা ফর্ম আপনি দেখতে পারবেন একটা ফর্মে স্বাভাবিক শিশু যারা সুস্থ সবল আছে তাদের নাম।  আর একটা ফর্মে যারা  অটিজম তাদের তথ্য লিপিবদ্ধ করতে পারবেন।  এছাড়া আরো কিছু তথ্য এখানে এড করা হয়েছে কত বছরের শিশু বা কোন বয়সের শিশু কোন ক্লাসে ভর্তি হয়েছে সে সকল তথ্য।  কোন ক্লাস বলতে আপনি প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বোঝানো হয়েছে।  সাধারণত জানুয়ারি মাসে শেষের দিকে পূরণ করা হয়।  এই ফর্মটি পূরণ করলে আপনি বুঝতে পারবেন আপনার বিদ্যালয়ে কোন  বয়সের শিক্ষার্থী কোন কোন ক্লাসে রয়েছে।  আমরা সচরাচর জেনে থাকি যে, ৬+ হলে ক্লাস ওয়ানে, ৭+  হলে ক্লাস টুতে।  এবার আপনি যদি দেখেন যে কোন ক্লাসে ধরুন ক্লাস টুতে .৭+ শিক্ষার্থীর পরিবর্তে ৮ + শিক্ষার্থী ভর্তি হয়েছে তাহলে আপনাকে বুঝতে হবে এখানে বয়সের কিছু তারতম হয়েছে। আশা করি এই ফর্মটি আপনাদের অনেক কাজে লাগবে।  আর এরকম নতুন নতুন ফর্ম বা নতুন কোন ফর্ম পেতে আমাদের এই ওয়েবসাইটটিকে নিয়মিত ভিজিট করুন।  আরেকটি কথা আমাদের এই ফর্মটি কিন্তু এম এস ওয়ার্ডে দেওয়া আছে আপনি ইচ্ছা করলে এগুলো এডিটকরতে পারবেন।  নিচের দিকে লক্ষ্য করলে আপনি ডাউনলোড বা সংগ্রহ করার অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এবং আপনার ল্যাপটপ বা কম্পিউটারে বা মোবাইলে সেভ করে নিবেন।  ধন্যবাদ সবাইকে এতক্ষন পোস্টটি ধৈর্য ধরে পড়ার জন্য।


শিশু জরিপ ছক বা ফর্ম

Post a Comment

0 Comments