পঞ্চম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ১০০ নম্বরের মডেল প্রশ্ন। class five islam and moral education model question.

 মডেল প্রশ্ন

শ্রেণি:- পঞ্চম

বিষয়:- ইসলাম ও নৈতিক শিক্ষা

সময়:- ২ ঘন্টা 30 মিনিট

পূর্ণমান:- ১০০

 

পঞ্চম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ১০০ নম্বরের মডেল প্রশ্ন। class five islam and moral education model question.

১. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর খাতায় লিখঃ ×১৫=৩০

ক. ইবাদত কাকে বলে?

খ. ইসলামের রুকন কয়টি ও কী কী?

গ. আহকাম কাকে বলে?

ঘ. সাওম কাকে বলে?

ঙ. যাকাত কাকে বলে?

চ. কুরবানি কাকে বলে?

ছ. মহানবী সুন্দর চরিত্র সম্পর্কে কী বলেছেন?

জ. আমরা পিতা-মাতার সাথে কিরূপ ব্যবহার করব?

ঝ. আমরা বাসায় কাজের লোকদের সাথে কিরূপ ব্যবহার করব?

ঞ. মাখরাজ কয়টি?

ট. কণ্ঠনালীর হরফ কয়টি?

ঠ. আনসার কারা?

ড. মদিনা সনদ কী?

ঢ. বিদায় হজ কাকে বলে?

ণ. ইবরাহীম (আ:) কোথায় জন্মগ্রহণ করেন?

২. শূন্যস্থান পূরণ করঃ ×১২=১২

…….. ঈমানের অঙ্গ।

খ. সালাত…… চাবি।

…….. অর্থ যাকাত ব্যয়ের খাতসমূহ।

ঘ. জীবনে …….হজ করা ফরজ।

ঙ. দেশপ্রেম………. অঙ্গ।

চ. সততা মানুষকে……. দেয়।

ছ. মায়ের……. নিচে সন্তানের জান্নাত।

জ. কুরআন মজিদ আল্লাহর……..।

ঝ. বিরাম চিহ্নকে……. বলে।

ঞ. হযরত মুহাম্মদ(সা:) ……. বংশে জন্মগ্রহণ করেন।

ট. মদিনা সনদে ……..দিয়ে ধারা ছিল.

ঠ. হযরত দাউদ (আ:)  শৈশবে …….. চরাতেন।

৩. বাম পাশের বাক্যাংশের  সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে খাতায়ঃ  ×৫=১০

বাম পাশ

ডান পাশ

ক. ইবাদত

১. আব্দুল্লাহ

খ. যাকাত

২. চারটি

গ. তোমরা ভালো কাজে একে অপরকে

৩. অনুগত

ঘ. কুরআন মাজিদ তিলাওয়াতের উদ্দেশ্য

৪. পবিত্রতা ও বৃদ্ধি

ঙ. মহানবী(সা:) এর পিতা

৫. কুরবানী

 

৬. সহযোগিতা করবে

 

৭. হজ

৪. যেকোনো ৮টি প্রশ্নের উত্তর দাওঃ    ×৮=৪৮

ক. ইসলামের দ্বিতীয় রুকনের নাম কী? সালাতের নৈতিক উপকার সম্পর্কে চারটি বাক্য লেখ। ২+৪=৬

খ. যাকাত কাকে বলে? যাকাতের চারটি উপকারিতা লেখ। ১+৫=৬

গ. আমরা পিতা মাতার খেদমত করবো কেন? চারটী বাক্যে লেখ। ৬

ঘ. হযরত মুহাম্মদ ছিলেন সমগ্র মানবজাতির আদর্শ। তার ছয়টি আদর্শ লেখ। ৬

ঙ. মাখরাজ কাকে বলে? মাখরাজ কয়টি? যেকোন দুইটি মাখরাজের নাম লেখ। ১+১+৪=৬

চ. হজ বিশ্ব মুসলিমের মহাসম্মেলন।-পাঁচটি বাক্য বুঝিয়ে লেখ।

ছ. মদিনা সনদ কী? মদিনা সনদের ধারা কয়টি? এর চারটি ধারা উল্লেখ কর। ১+১+৪=৬

জ. সততা মানে কী? সততা সম্পর্কে মহানবী (সা:) কী বলেছেন? তুমি পরিহার করতে চাও এমন চারটি মন্দ আচরণ সম্পর্কে লেখ। ১+১+৪=৬

ঝ. শাহিনুর রহমান প্রতিদিন মসজিদে জামাতের সহিত সালাত আদায় করেন। জামাতের সহিত সালাত আদায় করলে আল্লাহ কয়টি ও কী কী পুরস্কার দিবেন? ১+৫=৬

ঞ. কুরআন মাজিদ কার বাণী? কার উপর কোরআন নাজিল হয়? কোরআন পাঠের চারটি উদ্দেশ্য লেখ।  ১+১+৪=৬

Post a Comment

0 Comments