পঞ্চম শ্রেণির হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের ১০০ নম্বরের মডেল প্রশ্ন। class five hinduism and moral education model question.

 মডেল প্রশ্ন

শ্রেণি:- পঞ্চম

বিষয়:- হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

সময়:- ২ ঘন্টা ৩০ মিনিট

পূর্ণমান:- ১০০

পঞ্চম শ্রেণির হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের ১০০ নম্বরের মডেল প্রশ্ন। class five hinduism and moral education model question.

১. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর খাতায় লিখঃ ×১৫=৩০

ক. আরণ্যক কী?

খ. বেদের এক নাম শ্রুতি হল কেন?

গ. স্বামী প্রণবানন্দের প্রকৃত নাম কী?

ঘ. পার্থকে কে উপদেশ দিয়েছিলেন?

ঙ পৃথিবীতে প্রচলিত চারটি প্রধান ধর্মের নাম কী?

চ. মানুষ মানুষকে কিসের দৃষ্টিতে দেখবে?

ছ. ভালো কাজ কী?

জ. বেদের দুটি কাণ্ডের নাম লিখ।

ঝ. মোক্ষ শব্দের অর্থ কী?

ঞ. শিষ্টাচার কাকে বলে?

ট. শিশুপাল কোন দেশের রাজা ছিলেন?

ঠ. স্বামী বিবেকানন্দ কোন ধর্মসভায় অংশগ্রহণ করেছিলেন?

ড. স্বর্গের রাজধানীর নাম কী?

ঢ. হিন্দু ধর্মের মূল লক্ষ্য কী?

ণ. নারদকে কী বলা হয়?

২. শূন্যস্থান পূরণ করঃ ১×১২=১২

ক. …….রোগ,শোক, জরা, ব্যাধি কিছুই নেই।

খ. বিভিন্ন মুনি-ঋষি ……..বাণী সমূহ দর্শন করেছেন।

গ. মাদারীপুর ছিল…….. একটি বিখ্যাত কেন্দ্র।

ঘ. মার্গারেটকে শান্তি দেয়…… ধর্মমত।

ঙ. স্বামী প্রণবানন্দ প্রতিষ্ঠিত আশ্রমের নাম…….।

চ. সকল মানুষের মধ্যে রয়েছে…………

ছ. মানুষে-মানুষে কোনো ………..করা উচিত নয়।

জ. অর্জুনের আরেক নাম…………

ঝ. পরমতসহিষ্ণুতা সংহতির একটি…………

ঞ. সকল ধর্মই………….।

ট. আমাদের চরিত্রকে উন্নত করে……….।

ঠ. ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে অবতীর্ণ হন………..।

৩. বামপাশের বাক্যাংশের  সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে খাতায় লিখঃ×৫=১০

বাম পাশ

ডান পাশ

ক. মহাপুরুষ ও মহীয়সী নারীদের

১. সংযমী ও পরিশ্রম

খ. বিনোদ ছিলেন খুবই

২. একমাত্র লক্ষ্য জগতের কল্যাণ

গ. স্বামী প্রণবানন্দ

৩. একজন ধর্মপ্রচারক

ঘ. মার্গারেটের পিতা স্যামুয়েল ছিলেন

৪. অস্পৃশ্যতাকে ঘৃণা করতেন

ঙ. ভগিনী নিবেদিতা দার্জিলিং যান

৫. জীবনী সুন্দর

 

৬. সাহসী ও শক্তিমান

 

৭. স্বাস্থ্য উদ্ধারের জন্য


৪. যেকোনো ৮টি প্রশ্নের উত্তর দাওঃ   ×৮=৪৮

ক. জন্মান্তর কাকে বলে? ভালো কাজ কী? তার ফল কী হয়?

খ. বিনোদ কেমন ছিলেন? তিনি বন্ধুদের নিয়ে কী করেছিলেন?

গ. বেদ কী? মূল পূরাণ কয়খানা? দুটি মূল পূরাণের নাম লেখ।

ঘ. ধ্রুবক কে ছিলেন? ধ্রুব কিভাবে হরি কে পেয়েছিলেন?

ঙ. নিবেদিতা কে রবীন্দ্রনাথ ঠাকুর কী নাম দিয়েছিলেন? নারী শিক্ষার জন্য নিবেদিতা কী করেছিলেন?

চ. অন্যান্য ধর্মের লোকদের সঙ্গে আমাদের কেমন আচরণ করা উচিত? ধর্মীয় সাম্য রক্ষার প্রয়োজনীয়তা লেখ।

ছ. পরমতসহিষ্ণুতা কাকে বলে? পরমতসহিষ্ণুতার গুরুত্ব ব্যাখ্যা কর।

জ. সনাতন শব্দের অর্থ কী? হিন্দু ধর্মের সংক্ষিপ্ত বর্ণনা দাও

ঝ. নিত্যকর্ম কী? নিত্যকর্ম কয় প্রকার ও কী কী?

Post a Comment

0 Comments