পঞ্চম শ্রেণির প্রাথমিক গণিত বিষয়ের ১০০ নম্বরের মডেল প্রশ্ন। five mathematics model question.

মডেল প্রশ্ন

শ্রেণিপঞ্চম

বিষয়- প্রাথমিক গণিত

সময়ঃ  ঘন্টা 30 মিনিট

পূর্ণমানঃ ১০

পঞ্চম শ্রেণির প্রাথমিক গণিত বিষয়ের ১০০ নম্বরের মডেল প্রশ্ন। five mathematics model question.

১. সংক্ষিপ্ত উত্তর খাতায় লিখঃ     ১×২০=২০

ক. ১২ ÷ (২×৬) = কত?

খ. বন্ধনী কয়টি ও কী কী?

গ. ১ হালি ডিমের দাম ৪৮ টাকা হলে ৫টি ডিমের দাম কত?

ঘ. প্রক্রিয়া প্রতীক কয়টি ও কী কী?

ঙ. নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লিখ।

চ. সম্পর্ক প্রতীক কয়টি ও কী কী?

ছ. ১২ একটি জোড় সংখ্যা। এটি কী ধরনের বাক্য?

জ. ৭ + ক = ১২, ক এর মান কত হলে বাক্য সঠিক হবে?

ঝ. গসাগু এর পূর্ণরূপ লিখ।

ঞ. ১২ এর গুণনীয়ক গুলো লেখ।

ট. ৩, ৫, ৭ এর গসাগু কত?

ঠ. ৫ এর বিপরীত ভগ্নাংশ লিখ।

ড.  ২/৬x১২= কত?

ঢ. ০.৫ × ৪ = কত?

ণ. গড় নির্ণয়ের সূত্রটি লিখ।

ত. ৮, ০, ৭, ৯ এর গড় কত?

থ. শতকরা কী?

দ. চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত ডিগ্রী?

ধ. ১ কিলোগ্রাম = কত গ্রাম?

ন. ১ শতাব্দী = কত বছর?

২. বাবাছেলের বর্তমান বয়সের সমষ্টি ৮০ বছর। বাবার বয়স ছেলের বয়সের ৪ গুণ।

  ক. ছেলের বর্তমান বয়স কত?  ২

  খ. বাবাছেলের বর্তমান বয়সের পার্থক্য কত?  ৩

  গ. ১৩ বছর পরে বাবাছেলের বয়স প্রত্যেকর কত হবে? ৩

অথবা,

১২ টি প্লেট এবং ২০ টি কাপের মূল্য একত্রে ৩৯২০ টাকা। একটি কাপের মূল্য ১৪৫ টাকা।

  ক. গুণ্য কাকে বলে? ২

  খ. ২০টি কাপের মূল্য কত? ২

  গ. ১টি প্লেটের মূল্য কত? ৪

৩. একজন শিক্ষক ক্লাসে ২৪টি আপেল ও ৪০ টি কলা কোনো অবশিষ্ট না রেখে কিছু ছাত্র-ছাত্রীদের মধ্যে ভাগ করে দিলেন?

  ক. কলার সংখ্যার গুণনীয়কগুলো লেখ।  ২

  খ. সবচেয়ে বেশি কতজন ছাত্র-ছাত্রীদের মধ্যে ফলগুলো ভাগ করে দেওয়া যাবে?  ৩

  গ. প্রত্যেক ছাত্র-ছাত্রী কতটি আপেল ও কতটি কলা পাবে? ৩

অথবা,

১২, ২৪ ও ৩৬ সংখ্যা তিনটি থেকে সমস্যাগুলো সমাধান কর।

  ক. গ,সা,গু এর পূর্ণরূপ লেখ।   ১

  খ. দ্বিতীয় সংখ্যাটির গুণনীয়কগুলি লেখ।  ৩     

  গ. সংখ্যা তিনটির গ,সা,গু নির্ণয় কর।  ৪

৪. একটি বাঁশের  ১/৬ অংশ কাদায় নিমজ্জিত আছে, ১/২ অংশ পানিতে আছে এবং বাকী অংশ পানির উপরে আছে।

  ক. প্রকৃত ভগ্নাংশ কাকে বলে?  ২

  খ. কাদায় ও পানিতে বাঁশটির মোট কত অংশ আছে? ৩

  গ. পানির উপরে কত অংশ আছে?   ৩

অথবা,

তৃণা দৈনিক 4¾  ঘন্টা বাড়িতে এবং 4½  ঘন্টা বিদ্যালয়ে পড়ালেখা করে।

  ক. সে দিনে সর্বমোট কত ঘন্টা পড়ালেখা করে?   ৪

  খ. সে ৭ দিনে বাড়িতে কত ঘন্টা পড়ালেখা করে? ৪

৫. একটি বাক্সের ৩০ টি আমের মধ্যে ৩টির ওজন যথাক্রমে ১১৫ গ্রাম, ১২১ গ্রাম এবং ১১৮ গ্রাম।

  ক. আ তিনটির গড় ওজন কত গ্রাম?     ৪

  খ. গড় ওজনের ভিত্তিতে ৩৬ টি আ মোট ওজন কত গ্রাম হবে? ৪

অথবা,

সাদিয়া, মুন্নী, সুমী, আরমান এবং আনিকার ওজন ৪৫ কেজি, ৩৭ কেজি, ৪৩ কেজি, ৩৮ কেজি ৪০ কেজি

  ক. গড় নির্ণয়ের সূত্রটি লেখ।    ৪

  খ. তাদের গড় ওজন কত। ৪

৬. একটি খুঁটির ০.৩ অংশ মাটির নিচে নিমজ্জিত আছে, ০.৫ অংশ পানির নিচে নিমজ্জিত আছে এবং বাকী অংশটুকু পানির উপরে আছে।

  ক. মাটি এবং পানিতে খুঁটিটির সর্বমোট কত অংশ নিমজ্জিত আছে?     ৪

  খ. পানির উপরে খুঁটিটির কত অংশ আছে? ৪

অথবা,

শিহাব বাজার থেকে ৪০ টাকা দরে ৭.৫ কেজি চাল, ১১৫ টাকা দরে ০.৫ কেজি ডাল কিনল।

  ক. সে কত টাকার চাল কিনল? ৪

  খ. সে কত টাকার ডাল কিনল? ৪

৭. একটি দোকানে ২৫০০ টাকার একটি পণ্য ২৫% কমে বিক্রয় করা হলো।  পন্যটির বিক্রয় মূল্য কত? ৮

অথবা,

সখীপুর গ্রামের মোট জনসংখ্যা ১২৮০ জন।  তার মধ্যে ৪০% লোক শিক্ষিত।  শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় কর।                                ৮

৮. চিত্রসহ দুইটি করে বৈশিষ্ট্য লিখ। যেকোনো দুইটি।  ২×৪=৮

ক. আয়ত   খ. রম্বস   গ. সামন্তরিক   ঙ. বর্গ

৯. একটি পরিবারে ৮ দিনে ৯ কেজি ৬০০ গ্রাম চাল লাগে?

  ক. নয় কেজি ছয়শত গ্রামকে গ্রামে প্রকাশ কর? ৪

  খ. ঐ পরিবারে দৈনিক কত গ্রাম চাল প্রয়োজন?  ৪

অথবা,

একটি কৃষি জমির দৈর্ঘ্য ৪৭ মিটার ও প্রস্থ ৪০ মিটার।

  ক. জমির দৈর্ঘ্য ও প্রস্থকে সেন্টিমিটারে প্রকাশ কর। ৪

  খ. জমির ক্ষেত্রফল কত? ৪

১০. একজন শ্রমিক দৈনিক ৮ ঘন্টা কারখানায় কাজ করে।

  ক. তিনি দৈনিক কত মিনিট কাজ করেন? ৪

  খ. তিনি ৩০ দিনে কত ঘন্টা কাজ করেন? ৪

অথবা,

একজন শিক্ষার্থী ১১:৫০ টায় বিদ্যালয়ে গিয়ে ১৬:১৫ টা পর্যন্ত অবস্থান করে।

  ক. ১৬:১৫ কে ১২ ঘন্টা সময়সূচিতে প্রকাশ কর। ৪

  খ. সে বিদ্যালয়ে কত সময় অবস্থান করে?  ৪

১১. কাজীপুর গ্রামের জনসংখ্যা ২৫৪০ জন এবং জনসংখ্যার ঘনত্ব ১২৭ জন/বর্গ কিলোমিটার। হাজিপুর গ্রামের জনসংখ্যা ২৪১২ জন এবং আয়তন ১৮ বর্গ কিলোমিটার।

  ক. কাজীপুর গ্রামের আয়তন কত?    ৪

  খ. হাজীপুর গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত? ৪

Post a Comment

0 Comments