পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ১০০ নম্বরের মডেল প্রশ্ন। five science model question.

মডেল প্রশ্ন

শ্রেণিপঞ্চম

বিষয়বাংলাদেশ  বিশ্বপরিচয়

সময়ঃ  ঘন্টা 30 মিনিট

পূর্ণমানঃ ১০

পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ১০০ নম্বরের মডেল প্রশ্ন। five science model question.


১. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর খাতায় লিখঃ    ×১৫=৩০

ক. জনসংখ্যার ঘনত্ব কাকে বলে?

খ. মানুষের দুইটি মৌলিক চাহিদার নাম লেখ।

গ. বৈশ্বিক উষ্ণায়ন কাকে বলে?

ঘ. দুটি সার্চ ইঞ্জিনের নাম লেখ।

ঙ. টেলিভিশন একটি প্রযুক্তি।  এতে কী ধরনের বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয়?

চ. ইন্টারনেট কী?

ছ. আবহাওয়া ও জলবায় মধ্যে একটি পার্থক্য লিখ?

জ. অনবায়নযোগ্য সম্পদ কাকে বলে?

ঝ. এসিড বৃষ্টির দুটি কারণ লিখ।

ঞ. প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের দুইটি উদাহরণ দাও।

ট. প্রাকৃতিক সম্পদের দুটি ব্যবহার লেখ।

ঠ. শিল্প বিপ্লব কী?

ড.  সংক্রামক রোগ সৃষ্টির জন্য দায়ী দুটি জীবানুর নাম লেখ।

ঢ. তোমার মামা ইটালিতে থাকে। তুমি তার সাথে সহজে তথ্য বিনিময় করতে চাইলে কোন দুটি প্রযুক্তির দরকার হবে?

ণ. আইসিটি(ICT) এর পূর্ণরূপ লিখ।

২. শূন্যস্থান পূরণ করঃ      ১×১২=১২

ক. আবহাওয়ার দীর্ঘ সময়ের অবস্থা হলো………….।

খ. ……………. অফুরন্ত শক্তির উৎস।

গ. ইনফ্লুয়েঞ্জা একটি…….. রোগ।

ঘ. বাংলাদেশের বর্ষা শুরু হয় ……. মাসের মাঝামাঝি।

ঙ. …………পদার্থ ফসলের ক্ষতিকর পোকা ও আগাছা দমন করে।

চ. রিসাইকেল করার মাধ্যমে আমরা সম্পদ ব্যবহার ……….করতে পারি।

ছ. বৃক্ষ রোপনের মাধ্যমে আমরা বায়ুমণ্ডলের……….হ্রাস করতে পারি।

জ. আঠারো শতকে……ঘটে।

ঝ. দিনের স্থলভাগ জলভাগ ..থাকে।

ঞ. চাকা একটি…… প্রযুক্তির উদাহরণ।

ট. প্রযুক্তির উদ্ভাবনে মানুষ………. জ্ঞান ব্যবহার করে।

ঠ. ঘূর্ণিঝড়ের ফলে……. সৃষ্টি হয়।

৩. বামপাশের বাক্যাংশের  সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে খাতায় লিখঃ     ২×৫=১০


বাম পাশ

ডান পাশ

ক. আধুনিক প্রযুক্তির ভয়াবহ প্রয়োগ

১. কল কারখানা ও যানবাহনের ক্ষতিকর গ্যাস

খ. এসিড বৃষ্টি

২. কয়লা পুড়িয়ে

গ. কীটনাশকের ফলে

৩. প্রায় ১৪ কোটি ৯৭ লক্ষ

ঘ. ২০০১ সালে বাংলাদেশের জনসংখ্যা

৪. যুদ্ধের অস্ত্র

ঙ. বিদ্যুৎ উৎপন্ন করা হয়

৫. মাটি দূষিত হয়

 

৬. দক্ষ মানবসম্পদ

 

৭. প্রায় ১২ কোটি ৯৩ লক্ষ

৪. যেকোনো ৮টি প্রশ্নের উত্তর দাওঃ     ×৮=৪৮

ক. আমাদের জীবন মান উন্নত করেছে এমন দুটি প্রযুক্তির নাম লেখ? কিভাবে প্রযুক্তি আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে? এ সম্পর্কে চারটি বাক্য লেখ।  ২+৪=৬

খ. এইডস এর ভাইরাসের নাম কী? সংক্রামক রোগ প্রতিরোধে তোমার পাঁচটি করনীয় লেখ। ১+৫=৬

গ. বনভূমির উপর জনসংখ্যা বৃদ্ধির তিনটি প্রভাব লেখ।  বনভূমি সংরক্ষণে তোমার তিনটি পরামর্শ লিখ। ৩+৩=৬

ঘ. বিজ্ঞান কী? বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও তারা কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত যুক্ত ব্যাখ্যা কর।   ২+৪=৬

ঙ. গ্রীষ্মকালে আমাদের দেশে বজ্রঝড় হয়।  এই ঝড় কী নামে পরিচিত? চারটি বাক্যে লিখ। ২+৪=৬

চ. জলবায়ু পরিবর্তন কাকে বলে? বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী মানুষের এমন চারটি কর্মকারের নাম লেখ।  ২+৪=৬

ছ. তথ্য বিনিময় কী? তথ্য বিনিময়ের দুইটি সুবিধা লেখ।  তথ্য সংরক্ষণের তিনটি উপায় লেখ। ১+২+৩=৬

জ. পৃথিবীর গতি কত প্রকার? দিনের বেলায় সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন তা চারটি বাক্য লেখ।  ২+৪=৬

ঝ. জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোকে কী বলে? জলবায়ু পরিবর্তনের হার কমানোর জন্য পাঁচটি করনীয় লেখ। ১+৫=৬

ঞ. জনসংখ্যার ঘনত্ব কী? পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির কী প্রভাব রয়েছে তা চারটি বাক্যে লেখ।   ২+৪=৬

Post a Comment

0 Comments