মডেল প্রশ্ন
শ্রেণি- পঞ্চম
বিষয়- বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট
পূর্ণমানঃ ১০০
১. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর খাতায় লিখঃ ২×১৫=৩০
ক.
কত তারিখে বেগম রোকেয়া দিবস পালিত হয়?
খ.
নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে কার প্রতি দায়িত্ব পালন করা হয়?
গ.
আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী?
ঘ.
গারোদের আদি ধর্মের নাম কী?
ঙ.
জাতিসংঘের সদস্য দেশ কতটি?
চ.
নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে?
ছ. আমরা বিভিন্ন প্রয়োজনে ঘরের বাইরে যাই। তাই নিরাপদ থাকার দুইটি উপায় লিখ।
জ.
কত বছর বয়সে ভোটদানে অংশগ্রহণ করা যায়?
ঝ.
গণতন্ত্রের শাব্দিক অর্থ কী?
ঞ.
‘ককবরক’ কোন উপজাতির মাতৃভাষা?
ট.
সার্কের সদস্য দেশ কতটি?
ঠ.
৮ই মার্চ কী দিবস?
ড.
“গণতান্ত্রিক মনোভাব” কাকে বলে?
ঢ.
নারী নির্যাতনের একটি কারণ লেখ।
ণ.
জাতিসংঘের প্রধান লক্ষ্য কী?
২. শূন্যস্থান পূরণ করঃ (যেকোন ১২ টি) ১×১২=১২
ক.
বেগম রোকেয়া …..সালে জন্মগ্রহণ করেন।
খ.
আমরা রাষ্ট্রের…… মেনে চলব।
গ.
গণতন্ত্র হলো ………শাসন।
ঘ.
গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম………..।
ঙ.
জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়…….. সালে।
চ.
অপরিচিত মানুষের কাছ থেকে ……..থাকবো।
ছ.
নাগরিক হিসেবে নিয়মিত……. দেওয়া আমাদের কর্তব্য।
জ.
রাষ্ট্র প্রদত্ত……. গ্রহণ করা আমাদের কর্তব্য।
ঝ.
নারী পুরুষের…….. প্রতিষ্ঠায় বিভিন্ন আন্তর্জাতিক
সনদ রয়েছে।
ঞ.
আমরা বয়স্কদের…….. করব।
ট.
গারো সমাজ………….।
ঠ.
জাতিসংঘের প্রধান লক্ষ্য………… প্রতিষ্ঠা করা।
৩. বামপাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে খাতায় লেখঃ ২×৫=১০
বামপাশ | ডানপাশ |
---|---|
(ক) ত্রিপুরাদের মোট দফা | ১. বেগম রোকেয়া |
(খ) বাংলাদেশ একটি | ২. ৮ টি |
(গ) নারী জাগরণের অগ্রদূত | ৩. অমান্য করতে হবে |
(ঘ) সার্কের বর্তমান সদস্য | ৪. গণতান্ত্রিক রাষ্ট্র |
(ঙ) সমাজের বিভিন্ন নিয়ম কানুন | ৫. সমাজতান্ত্রিক দেশ |
6. মেনে চলতে হবে | |
7. ৩৬ টি |
ক.
প্রাথমিক চিকিৎসা বাক্স কী? বাড়িতে এটি রাখা প্রয়োজন কেন? প্রাথমিক চিকিৎসা বাক্সের
চারটি উপকরণের নাম লেখ।
খ. গণতন্ত্র কী? গণতন্ত্র চর্চা করা প্রয়োজন কেন? গণতন্ত্র চর্চার চারটি উপকারিতা লেখ?
গ.
গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম কী? তাদের আদি ধর্ম কী? গারো সমাজ ব্যবস্থার চারটি বৈশিষ্ট্য
লেখ।
ঘ.
মিতার বাবা যে সংস্থায় কাজ করেন সেটি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে উঠেছে।
সংস্থার নাম কী? জাতিসংঘ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী? জাতিসংঘের চারটি উন্নয়ন মূলক
সংস্থার নাম লেখ?
ঙ.
রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী? আমরা কিভাবে পরিবারে এ মূলনীতির চর্চা করতে পারি? এ
মূলনীতির গুরুত্ব সম্পর্কে চারটি বাক্য লেখ।
চ. সমাজ কী? মানুষ সমাজে বাস করে কেন? সমাজের প্রতি আমাদের কী কী দায়িত্ব ও কর্তব্য আছে? সেটি চারটি বাক্যে লিখ।
ছ.
রোকেয়া দিবস কত তারিখ? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে নারী জাগরণের অগ্রদূত বলার কারণ লেখ? নারীর উন্নয়নে
রোকেয়া শাখাওয়াদ হোসেনের চারটি অবদান লেখ।
জ.
UNICEF এর পুরো নাম কী? এর সদর দপ্তর
কোথায় অবস্থিত? UNICEF এর চারটি কাজ লেখ।
ঝ. সার্ক কী? এটি কয়টি সদস্য নিয়ে গঠিত? সার্কের চারটি লক্ষ্য ও উদ্দেশ্য লেখ।
ঞ. ত্রিপুরারা ভারতের কোন রাজ্যে বসবাস করে? তারা “কের” পূজা করে কেন? তাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে চারটি বাক্য লেখ।
0 Comments