মডেল প্রশ্ন
শ্রেণি:- চতুর্থ
বিষয়:- ইসলাম ও নৈতিক শিক্ষা
সময়:- ২ ঘন্টা
পূর্ণমান:- ৬০
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ। ১ × ১০
= ১০
ক. ইমান অর্থ কী?
ক) সত্য খ) বিশ্বাস গ) গচ্ছিত রাখা ঘ) শৃঙ্খলা
খ. সালাম শব্দের অর্থ কী?
ক) দোয়া খ) শান্তি গ) রক্ষা ঘ) দয়া
গ. ওযুর ফরজ কয়টি?
ক) ৩ (তিনটি) খ) ৪ (চারটি) গ) ৫ (পাঁচটি) ঘ) ৬ (ছয়টি)
ঘ. সালাতের আহকাম কয়টি?
ক) ৪ টি খ) ৫টি গ) ৬টি ঘ) ৭টি
ঙ. সচ্চরিত্র কোনটি?
ক) পরনিন্দা করা খ) লোভ করা গ) মিথ্যা বলা
ঘ) সত্য কথা বলা
চ. ফুয়াদ তার আম্মার চিকিৎসার জন্য কাকে
ডেকে আনল?
ক) ডাক্তারকে খ) ভাইকে গ) নানাকে ঘ) চাচাকে
ছ. হযরত মুহাম্মদ (স) এর উপর কোন কিতাব নাজিল
হয়েছিল?
ক) ইনজিল খ) তাওরাত গ) যাবুর ঘ) কুরআন মজীদ
জ. মুসলমান হিসেবে কয় ওয়াক্ত সালাত আদায়
করা তোমার উপর ফরজ?
ক) ৫ওয়াক্ত খ) ৬ওয়াক্ত গ) ৭ওয়াক্ত ঘ) ৮ওয়াক্ত
ঝ. আমরা বড়দের কী করব?
ক) সম্মান খ) আদর গ) স্নেহ ঘ) উপকার
ঞ. ফিরআউনের স্ত্রীর নাম কী?
ক) আম্বিয়া খ) হাজেরা গ) আছিয়া ঘ) আমিনা
২। শূন্যস্থান পূরণ কর। ১ × ৫ = ৫
ক. পবিত্রতা ------------ অঙ্গ।
খ. পরস্পরের দেখা হলে আমরা --------- দেই।
গ. মায়ের পায়ের নিচে সন্তানের
------------- ।
ঘ. কুরআন মজিদের ----------- আরবি।
ঙ. মহনবী (স) এর আব্বার নাম
------------ ।
৩. বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশ মিল কর। ১×৫=৫
বামপাশ | ডানপাশ |
---|---|
ক. মালিক | ১. আনন্দ |
খ. ঈদ | ২. তার ধর্ম নেই |
গ. যে ওয়াদা পালন করে না | ৩. গিবত করা। |
ঘ. পরনিন্দা করা | ৪. ৪০ বছর বয়সে |
ঙ. মুহাম্মদ (স:) নবুয়ত লাভ করেন | ৫. অধিপতি |
৬. জমিদার। | |
৭. কৃষক। |
৪। সংক্ষেপে উত্তর লিখ । ৫× ২ = ১০
ক. কুরআন মজিদ কার কালাম? কোন নবীর উপর নাজিল
হয়েছিল? কুরআন মজিদ সম্পর্কে দুটি বাক্য লিখ।
১ + ২ + ২ = ৫
খ. মালিকুন শব্দের অর্থ কী? পৃথিবীর সবকিছুর
মালিক কে? এ সম্পর্কে ৩টি বাক্য লিখ? ১+১+৩
= ৫
গ. ইবাদত শব্দের অর্থ কী? ইবাদত কাকে বলে?
তুমি কীভাবে ইবাদত কর দুটি বাক্যে লিখ। ১+২+২=৫
ঘ. দিনে রাতে কয় ওয়াক্ত সালাত আদায় করতে
হয়? ওয়াক্তগুলোর নাম লিখ। সালাতের উপকারিতা সম্পর্কে ২টি বাক্য লিখ। ১ + ২ + ২ = ৫
ঙ. প্রতিবেশি কাকে বলে? প্রতিবেশি অসুস্থ
হলে আমরা কী করব ৩টি বাক্যে লিখ। ২ + ৩ = ৫
চ. অপচয় অর্থ কী? অপচয় কাকে বলে? অপচয় থেকে
বিরত থাকার ২টি উপায় লিখ। ১+২+ ২ = ৫
ছ. হরকত কাকে বলে? হরকত কয়টি ও কী কী? ২
+ ৩ = ৫
জ. আমাদের নবীর নাম কী? তিনি কতো খ্রিষ্টাব্দে
জন্মগ্রহণ করেন? নবী সম্পর্কে ২টি বাক্য লিখ। ১+২+২=৫
0 Comments