চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৬০ নম্বরের মডেল প্রশ্ন। class four Bangladesh and global studies model question.

মডেল প্রশ্ন
শ্রেণি:- চতুর্থ
বিষয়:- বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সময়:- ২ ঘন্টা
পূর্ণমান:- ৬০
চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৬০ নম্বরের মডেল প্রশ্ন। class four Bangladesh and global studies model question.

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ   ১×১০ = ১০

১. বাংলাদেশের কোন অংশে চাকমা জনগোষ্ঠী বাস করেন?

ক) উত্তর-পশ্চিম অংশে  খ) উত্তর-পূর্ব অংশে গ) দক্ষিণ-পশ্চিম অংশে ঘ) দক্ষিণ-পূর্ব অংশে

২. মারমারা বছরে কয়টি ‘লাবরে’ উদযাপন করেন?

ক) একটি (১) খ) দুইটি (২) গ) দশটি (১০) ঘ) বারেটি (১২)

৩. সাঁওতালদের উৎসব কোনটি?

 ক) সাংগ্রাই   খ) হাতিয়ার সিম  গ) বিজু   ঘ) লাবরে

৪. নিচের কোনটি সামাজিক অধিকার?

ক) বাঁচার অধিকার  খ) ঘুমানোর অধিকার গ) ছুটি নেওয়ার অধিকার ঘ) অর্থের অধিকার

৫. নিচের কোনটি মূল্যবোধের উদাহরণ?

ক) বিপদে সাহায্য করা খ) সবার সাথে মিলেমিশে থাকা গ) সত্যবাদিতা ঘ) সবাইকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়া

৬. সমাজের ভিত্তি কয়টি রয়েছে?

ক) দুইটি খ) তিনটি  গ) চারটি  ঘ) পাঁচটি

৭. পরমত সহিষ্ণুতা কী

ক) সবার মতামত গ্রহণ করা খ) শুধু নিজের মত প্রকাশ করা  গ) নিজের মত অনুযায়ী কাজ করা  ঘ) অন্যের কথা না শোনা

৮. কখন মুক্তিযুদ্ধ শুরু হয়?

ক) ১৯৭১ সাল খ) ১৯৭২ সাল  গ) ১৯৭৮ সাল   ঘ) ১৯৭০ সাল

৯. বাংলার প্রথম রাজা কে ছিলেন?

ক) বারো ভুঁইয়া খ) শশাংক  গ) ঈশা খাঁ  ঘ) ইলিয়াস শাহ

১০. পৃথিবীতে মহাদেশ কয়টি?

ক) আটটি খ) সাতটি   গ) ছয়টি  ঘ) পাঁচটি

২। শূন্যস্থান পূরণ কর।   ১ × ৫ = ৫

ক. কৃষকেরা ------------- কাজে পানি ব্যবহার করে।

খ. পরমত সহিষ্ণুতা একটি প্রধান ------------- গুণ।

গ. প্রত্যেক শিশুরই ---------- অধিকার আছে।

ঘ. প্রাকৃতিক গ্যাস ------------ নিচ থেকে উত্তোলন করা হয়।

ঙ. ------------ আমাদের শিক্ষা দান করেন।

 বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশ মিল কর।  ×=

বামপাশডানপাশ
ক. পরিবারে আমরা সবাই মিলেমিশে১.   পোশাক শ্রমিকরা।
খ. রপ্তানির জন্য পোশাক তৈরি করেন২. বড় ব্যবসায়ীরা।
গ. বিদেশ থেকে পণ্য আমদানী করেন৩. আদালতকে সাহায্য করেন। 
ঘ. দালান, সড়ক ও সেতু৪. শান্তিতে বসবাস করি।
ঙ. আইনের ব্যাখ্যা দিয়ে আইনজীবিরা ৫. প্রকৌশলী।
৬. শিক্ষক।
৭. শ্রমিক।

৪।  সংক্ষেপে উত্তর লিখ ।   ৫× ২ = ১০

ক. সামাজিক পরিবেশের তিনটি উপাদানের নাম লিখ।

খ. বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন কেন?

গ. নাগরিক বলতে কী বোঝায়?

ঘ. দুইটি প্রাকৃতিক সম্পদের নাম লিখ।

ঙ. এশিয়া মহাদেশের দুইটি দেশের নাম লিখ।

৫। যে কোন ৬টি প্রশ্নের উত্তর লিখ। ৬ × ৫ = ৩০

ক. এশিয়ার জলবায়ুর প্রকৃতি বর্ণনা করে ৫টি বাক্যে লিখ।

খ. ভাষা আন্দোলন কখন হয়েছিল? তোমার বিদ্যালয়ে‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিভাবে পালিত হয় ৫টি বাক্যে লিখ।

গ. ন্যায্য পারিশ্রমিক না পেলে মানুষ কী করতে পারে তা ৫টি বাক্যে লিখ?

ঘ) মূল্যবোধ ও আচরণের মধ্যে পার্থক্য কী লিখ?

ঙ. পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কী কী?

চ. এলাকায় কোন কিছু মেরামত করার দায়িত্ব কার?

ছ. তোমার কোন বন্ধুর উপর রেগে গেলে তুমি কী করবে?

জ. প্রাকৃতিক পরিবেশ কী? প্রাকৃতিক পরিবেশের তিনটি উপাদানের নাম লিখ।

Post a Comment

0 Comments