চতুর্থ শ্রেণির বাংলা বিষয়ের ৬০ নম্বরের মডেল প্রশ্ন। class four bangla model question.

 মডেল প্রশ্ন

শ্রেণি:- চতুর্থ

বিষয়:- বাংলা

সময়:- ২ ঘন্টা

পূর্ণমান:- ৬০

চতুর্থ শ্রেণির বাংলা বিষয়ের ৬০ নম্বরের মডেল প্রশ্ন। class four bangla model question.

প্রদত্ত অনুচ্ছেদ পড়ে  ১নং প্রশ্নগুলোর উত্তর লিখ।

ঢাকা থেকে সোনারগাঁর দূরত্ব ২৭ কিলোমিটার। এটা নারায়ণগঞ্জ জেলায় ঢাকার দক্ষিণ-পূর্বে এ প্রাচীন নগরী সোনারগাঁওয়ের অবস্থান। প্রাচীনকালের সমৃদ্ধ নগর সুবর্ণগ্রাম। পরে এর নাম হয় সোনারগাঁও। ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ-পূর্ব বাংলার রাজধানী। ঈশা খাঁ ছিলেন এই অঞ্চলের শাসক। সোনারগাঁওয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকা পানাম নগর। এ যেন নগরের মধ্যে আরেক নগর। এর একটা মাত্র রাস্তা। তার দুপাশে সারি সারি প্রাচীন দালান। দালানগুলো খুব উচু নয়। সবই দোতলা। প্রায় একশো বছরেরও আগের তৈরি। এখানে ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন। সোনারগাঁও তখন ছিল মসলিন কাপড় তৈরির প্রসিদ্ধ স্থান। সোনারগাঁওয়ের তৈরি মসলিনের বিশ্বজোড়া খ্যাতি ও সমাদর ছিল। পরে সুতি কাপড়ের প্রাণ কেন্দ্র হয়ে ওঠে এটি। কিন্তু এইদেশে ইংরেজরা আসবার পর এদেশিয় কাপড়ের সমাদর কমে যায়।

১। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

ক) সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ: ১ × ৫ = ৫

১. সোনারগাঁওয়ের পূর্ব নাম কী ছিল?

ক) নওগাঁ  খ) সুবর্ণগ্রাম গ) কুড়িগ্রাম ঘ) ঢাকা

২. ঢাকা থেকে সোনারগাঁওয়ের দূরত্ব-------।

ক) ২২ কি.মি. খ) ২৫ কি.মি. গ) ২৭ কি.মি. ঘ) ২৮ কি.মি.

৩. দক্ষিণ-পূর্ব বাংলার শাসক ছিলেন ----------।

ক) নবাব আহসানউল্লাহ  খ) আলীবর্দী খাঁ গ) তিতুমীর  ঘ) ঈশা খাঁ

৪. পানাম নগরীর রাস্তা ছিল--------।

ক) ১ (এক)টি খ) ২ (দুই)টি  গ) ৩ (তিন)টি ঘ) ৪(চার)টি

৫. সোনারগাঁও কোন জেলায় অবস্থিত?

ক) ঢাকা  খ) নারায়ণগঞ্জ গ) গাজীপুর ঘ) মুন্সিগঞ্জ

খ) শূন্যস্থান পূরণ কর। ১×৫ = ৫

১. ঢাকার আগে সোনারগাঁও ছিল ------------------- বাংলার রাজধানী।

২. এ যেন নগরের মধ্যে ------------- নগর।

৩. মসলিন কাপড়ের জন্য প্রসিদ্ধ স্থান ----------------।

৪. সোনারগাঁওয়ের শাসক ছিলেন ------------------।

৫. ------------ আসার পর দেশি কাপড়ের কদর কমে যায়।

গ) নিচের প্রশ্নগুলোর উত্তর লিখ।  ২ + ৩ + ৫ = ১০

১. ঈশা খাঁ কোন অঞ্চলের শাসক ছিলেন?

২. দেশি কাপড়ের কদর কমে যায় কীভাবে? ৩টি বাক্যে লিখ।

৩. ৫টি বাক্যে পানাম নগরের বর্ণনা দাও।

২। নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি কর। যেকোন ৫টি।   ১ × ৫ = ৫

     রাজ্য,   জাদুঘর,   অগ্রদূত,   স্মৃতিসৌধ,    আনন্দ,   সোনালি,    আবদার।

৩। নিচে কয়েকটি শব্দ দেয়া হলো। উপযুক্ত শব্দ দিয়ে প্রদত্ত বাক্যগুলো শূন্যস্থান পূরণ কর।         ১× ৫=৫

  উদারতা,গবেষক, উদ্ভাবক, সরলতা, উত্তুরে, হতাশ, কামার

ক. শীতকালে ------------ হাওয়া বয়।

খ. সামান্য বিষয়ে ----------- হওয়া ঠিক উচিৎ নয়।

গ. ------------- মানুষকে মহান করে।

ঘ. -------------সবসময় নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করেন।

ঙ. ------------ লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করেন।

৪। নিচের যুক্তবর্ণগুলো বিভাজন করে একটি করে শব্দ তৈরি কর। যেকোন ৫টি। ১ × ৫ = ৫

     ক্ত, ষ্ট, জ্ঞ, স্ত, হ্ম, ঞ্চ, ন্দ

৫। কবিতাংশটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ১ + ২ + ২ = ৫

বিদেশ হতে বিজাতীয়

নানান দেশের ছড়াছড়ি

আর কতকাল দেশের মানুষ

থাকবে বল সহ্য করি।

ক. কবিতাংশটুকু কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কবির নাম লেখ।

খ. কী সহ্য করতে মানা করা হচ্ছে?

গ) বিজাতীয় ভাষা বলতে কী বোঝানো হয়েছে? ২টি বাক্যে লেখ।

৬। নিচের অনুচ্ছেদটি পড়ে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী ৫টি প্রশ্ন তৈরি কর। (কে,কী,কখন,কোথায়, কীভাবে, কেন) ১× ৫ = ৫

১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে খোকার জন্ম হয়। তাঁর বাবার নাম শেখ লুৎফুর রহমান। দিনে দিনে বড় হয় খোকা। পায়ে হেঁটে স্কুলে যায়। খোকা তাঁর বন্ধুদের বাড়িতে নিয়ে এসে মাকে খাওয়াতে বলে। মা হাসিমুখে ছেলের আবদার পূরণ করে। একদিন খোকা তার ছাতাটি বন্ধুকে দিয়ে ভিজে ভিজে বাড়ি ফিরে।

৭। বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য তিন দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখ।  ৫

৮। নিচের যে কোন একটি বিষয়ে ১৫০ শব্দের মধ্যে অনুচ্ছেদ লিখ:-  ১০

ক) নিজ বিদ্যালয়

খ) বাংলাদেশের প্রকৃতি

গ) মা

ঘ) বাংলার খোকা

Post a Comment

0 Comments