মডেল প্রশ্ন
শ্রেণিঃ তৃতীয়
বিষয়ঃ ইসলাম ও নৈতিক
শিক্ষা
সময়ঃ২ ঘন্টা
পূর্ণমানঃ৬০
১।সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ। ১×১০=১০
(ক) সবচেয়ে দয়ালু কে?
১) মাতা ২) পিতা ৩) আল্লাহ ৪ ) ফেরেস্তা
(খ) কালেমা তায়্যিবা অর্থ কি?
১) বানী ২) আমল ৩ ইবাদত ৪) পবিত্র বানী
(গ) সানা কখন পড়তে হয়?
১) সালাতের শুরুতে ২) সালাতের শেষে ৩) সালাতের মাঝে ৪) তাহরিমা বাধার পর
(ঘ) মায়ের পায়ের নিচে সন্তানের কী?
১) খুশি ২) জাহান্নাম ৩) জান্নাত
৪) স্থান
(ঙ) আল্লাহ সৃষ্টির মধ্যে সবার সেরা কে?
১) মানুষ ২) পশু ৩) পাখি ৪) জ্বীন
(চ) কুরআন মজিদের ভাষা কী?
১) বাংলা ২) হিব্রু ৩)ইংরেজি ৪) আরবি
(ছ) আরবি হরফ কয়টি?
১) ২৯টি ২) ১৪টি
৩) ১৭টি ৪) ১৮টি
(জ) মাদ্দের হরফ
কয়টি?
১) ৪টি ২) ৬টি ৩) ৫টি ৪) ৩টি
(ঝ) পৃথিবীর প্রথম নবি কে ছিলেন?
১) ঈসা(আঃ) ২) মুসা(আঃ) ৩।নূহ (আঃ) ৪)আদম(আঃ)
(ঞ) কোথায় কেবল সুখ আর সুখ?
১) জান্নাতে ২) জাহান্নামে ৩) বারজাখে ৪) হাশরে
২। সঠিক শব্দ দিয়ে শূণ্যস্থান পূরণ করঃ ১×৫=৫
(ক) আমরা
আব্বা-আম্মার..........................................শুনব।
(খ) পিতা
সন্তুষ্টিতে................................................ সন্তুষ্টি।
(গ ) মানুষের সেবা করা
আল্লাহর.......................................।
(ঘ)পশু –পাখি কাউকে.......................................দিতে
নেই।
(ঙ) সত্য
মানুষকে.............................................দেয়।
৩. বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশ মিল কর। ১×৫=৫
বামপাশ | ডানপাশ |
---|---|
ক) মানুষ চিরদিন বাঁচে না | ১. করব। |
খ) যার জীবন আছে | ২. ওজন করা হবে। |
গ) মৃত্যুর পরের জীবনকে বলে | ৩. তার মৃত্যু আছে। |
ঘ) আখিরাতের ভালমন্দ | ৪. আখিরাত। |
ঙ) আমরা আখিরাতে | ৫. কাজের বিচার হবে। |
৬. মরে যায়। | |
৭. বিশ্বাস করব। |
ক) ইমান কাকে বলে ?
খ) রাজ্জাক শব্দের অর্থ কী?
গ) সালাত কয় ওয়াক্ত?
ঘ) রূকুর তাসবিহ কি?
ঙ) সহপাঠী অসুস্থ হলে আমরা কী করব?
৫। নিচের প্রশ্নগুলো হতে যেকোন ৬টি প্রশ্নের উত্তর উত্তরপত্রে লিখঃ ৫×৬=৩০
ক) আসমানি কিতাব মোট কয়টি?এর মধ্যে বড় কয়টি? কুরআন
মজিদ সম্পর্কে তিনটি বাক্য লিখ। ১+১+৩=৫
খ) ওযু কাকে বলে ? গোসলের ফরজগুলো লেখ। ১+৪=৫
গ) মহান আল্লাহর পাঁচটি সৃষ্টির নাম লেখ।আল্লাহ
তায়ালা মানুষ সৃষ্টি করেছেন কেন তিনটি বাক্যে লিখ। ২+৩=৫
ঘ) ইবাদত কাকে বলে ।আমরা ইবাদত করব কেন?তুমি যে
সব ইবাদত কর তা হতে দুইটি উল্লেখ কর। ১+২+২=৫
ঙ) আমাদের সবচেয়ে আপনজন কে? আব্বা-আম্মার সাথে
আমরা কিরূপ আচরণ করব। ১+৪=৫
চ) কোরআন মজিদের ভাষা কী? কুরআন মজিদ সম্পর্কে মহানবি(স)
কী বলেছেন? ১+৪=৫
ছ) নুকতা কাকে বলে? নুকতাযুক্ত পাঁচটি হরফ লিখ। ১+৪=৫
ঝ) সর্বশেষ নবি ও রাসূল কে? তিনজন নবি-রাসূলের
নাম লিখ? ২+৩=৫
2 Comments
1ম ও 3 শ্রেণির 2024 এর মডেল টেস্ট চাই
ReplyDeleteসাথেই থাকুন
ReplyDelete