মডেল প্রশ্ন
শ্রেণিঃ তৃতীয়
বিষয়ঃ হিন্দু ধর্ম ও
নৈতিক শিক্ষা
সময়ঃ২ ঘন্টা
পূর্ণমানঃ ৬০
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখঃ ১×১০=১০
১) ঈশ্বর ও জীবের মধ্যে সম্পর্ক কেমন?
ক) মধুর খ) সুন্দর
গ) চমৎকার ঘ) নিবিড়
২। সরস্বতীর বাহন –
ক) ইঁদুর খ) পেঁচা গ) শ্বেত হংস ঘ) ময়ূর
৩। মা আনন্দময়ী কোন তারিখে পরলোক গমন করেন?
ক) ২৫ শে আগষ্ট খ) ২৭ শে আগষ্ট গ) ২৮ শে আগষ্ট ঘ) ৩০ শে
আগষ্ট
৪। রাজা দশরথের কয়জন ছেলে ছিল?
ক) ৪ (চার) জন খ) ৩ (তিন) জন গ) ২ (দুই) জন ঘ) ১ (এক) জন
৫। কে কমলকে সহমর্মিতা দেখেয়েছিল?
ক) সমতা খ) মমতা গ) জনতা ঘ) একতা
৬। নিচের কোন ব্যক্তি মহাভারতে ভদ্রতা দেখেয়েছিলেন?
ক) ভীম খ) অর্জুন গ) নকুল ঘ) যুধিষ্টির
৭। নদীর পাড়ে কী ছিল?
ক) বন খ) গ্রাম গ) শহর ঘ) বন্দর
৮। প্রহ্লাদের পিতার নাম কী?
ক) হিরণ্যাক্ষ খ) হিরম্ময় গ) হিরণ্যকশিপু ঘ) হিরণ্যপতি
৯) শরীর সুস্থ থাকার নাম কী?
ক) দীর্ঘজীবন খ) আনন্দ গ) স্বাস্থ্য ঘ) ব্যায়াম
১০। শিব মন্দিরে থাকে –
ক) কৃষ্ণের মূর্তি খ) শিবের মূর্তি গ) দুর্গার মূর্তি ঘ)
কালীর মূর্তি
২। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করঃ ১×৫=৫
ক) পূজা করলে দেবতারা ....................।
খ) নম্র আচরণ .................. বাড়ায়।
গ) স্বামী বিবেকানন্দের .................. নাম ভুবনেশ্বরী
দেবী।
ঘ) ঈশ্বরের কোনো ........................... নেই।
ঙ) মহাভারতের সবচেয়ে বড় বীর ............।
৩. বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশ মিল কর। ১×৫=৫
বামপাশ | ডানপাশ |
---|---|
ক) ভগবান ঈশ্বরের একটি | ১. মুগ্ধ হন । |
খ) পূজা শেষে দেবতাকে | ২. অবাক হন। |
গ) হরিকে ডাকলে | ৩. প্রণাম বাড়ে। |
ঘ)কাঠুরের সততায় জল দেবতা | ৪. একাগ্রতা বাড়ে। |
ঙ) আসনের ফলে মনের | ৫. নাম |
৬. খাবার দিতে হয়। | |
৭. মঙ্গল হয়। |
৪।
সংক্ষেপে উত্তর লিখঃ ২×৫=১০
ক)
রামায়নের কাণ্ড কয়টি?
খ)
তীর্থক্ষেত্রে গেলে কী হয়?
গ)
লক্ষ্মী কিসের দেবতা ?
ঘ)
শবাসন করলে কী হয়?
ঙ) দেব দর্শনে কী হয়?
৫।
নিচের প্রশ্নগুলো হতে যে কোন ৬টি প্রশ্নের উত্তর দাওঃ ৫×৬=৩০
ক) সৃষ্টির সেরা জীব কে? ঈশ্বর সবকিছুর স্রষ্টা
তা ৪টি বাক্যে লিখ। ১+৪=৫
খ) পূজা কাকে বলে? আমরা দেব –দেবীর
পূজা করব কেন তা ৩টি বাক্যে লিখ।২+৩= ৫
গ) মহীয়সী নারী কাকে বলে? মা
আনন্দময়ীর দুইটি উপদেশ লিখ। ৩+২= ৫
ঘ) ধর্মগ্রন্থ কাকে বলে? ধর্মগ্রন্থের
প্রয়োজনীয়তা কি তা ৩টি বাক্যে লিখ। ২+৩=৫
ঙ) “সহমর্মিতা” কাকে বলে ?
“সহমর্মিতা ধর্মের অঙ্গ”কথাটি ৪টি বাক্যে
লিখ। ১+৪=৫
চ) তীর্থক্ষেত্র কাকে বলে?
কান্তজি মন্দিরের বর্ণনা ৩টি বাক্যে লিখ। ২+৩= ৫
ছ) দেশপ্রেম বলতে কী বোঝায়? দেশপ্রেমের প্রয়োজনীয়তা কী তা
৩টি বাক্যে লিখ। ২+৩= ৫
জ)
ধর্মচর্চার জন্য কী প্রয়োজন? আসন ও ধর্মের
মধ্যে সম্পর্ক কী তা ৩টি বাক্যে লিখ। ২+৩=৫
0 Comments