তৃতীয় শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ৬০ নম্বরের মডেল প্রশ্ন। three elementary science model question.

মডেল প্রশ্ন

শ্রেণিঃ তৃতীয়

বিষয়ঃ প্রাথমিক বিজ্ঞান

সময়ঃ ২ ঘন্টা 

পূর্ণমানঃ ৬০

তৃতীয় শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ৬০ নম্বরের মডেল প্রশ্ন। three elementary science model question.

১। সঠিক উত্তরটি উত্তর পত্রে লিখঃ ×১০=১০

১। রোগ প্রতিরোধের জন্য কোন অভ্যাসটি ভালো?

ক) বেশি খাবার খাওয়া খ) নিয়মিত হাত ধোয়া গ) দেরিতে ঘুমানো ঘ) খোলা খাবার খাওয়া

২। শরীর সুস্থ রাখার জন্য কোনটি ভালো?

ক) প্রয়োজন মতো বিশ্রাম ও ঘুম খ) কঠোর পরিশ্রম গ) বেশি করে ওষুধ খাওয়া ঘ) বেশি বেশি করে খাবার খাওয়া

৩। কোনটি শক্তি?

ক) টেলিভিশন খ) ফ্যান গ) আলো ঘ) কলম

৪। কোনটি বিদ্যুৎ ব্যবহার করে চলে?

ক) ঠেলাগাড়ি খ) রেডিও গ) সূর্য ঘ) বাষ্পীয় ইঞ্জিন

৫। কোন প্রযুক্তিটি প্রথমে তৈরি হয়েছিল?

ক) কলম খ) কাগজ গ) বই ঘ) মুদ্রণ যন্ত্র

৬। কোনটি যাতায়াত প্রযুক্তি?

ক) কম্পিউটার খ) টেলিভিশন গ) উড়োজাহাজ ঘ) ট্রাক্টর

৭। কোন মাধ্যমের  সাহায্যে আমরা তথ্যের আদান- প্রদান করতে পারি?

ক) রেডিও খ) টেলিভিশন গ) মোবাইলফোন ঘ) খবরের কাগজ

৮। কোনটি তথ্য পাঠাবার সবচেয়ে প্রাচীন মাধ্যম?

ক) ই- মেইল খ) কবুতর গ) টেলিফোন ঘ) রেডিও

কোনটি প্রাকৃতিক সম্পদ?

ক) কলম খ) বই গ।)মাটি ঘ) টেবিল

১০। প্রাকৃতিক পরিবেশের ক্ষতি প্রধানত কে করে?

ক) জীবজন্তু খ) উদ্ভিদ গ) গৃহপালিত পশু ঘ) মানুষ

২। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তর পত্রে লেখঃ- ১×৫=৫

) স্বাস্থ্য ভালো রাখার জন্য..................... খেতে হবে।

খ) উদ্ভিদ .................. ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে।

গ) পাঠ্যপুস্তক একটি............ প্রযুক্তি। 

) .................. হচ্ছে জ্ঞান যা আমরা যোগাযোগের  মাধ্যমে পাই।

ঙ) একটি এলাকার বসবাসরত লোকসংখ্যা ওই এলাকার ...............

বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশ মিল কর।  ×=

বামপাশডানপাশ
ক) খবর শুনি১. টেলিফোন
খ) খবর পড়ি২. ই-মেইল
গ) কথা বলি৩. রেডিও
ঘ) দেখি ও শুনি৪. খবরের কাগজ
ঙ) তথ্য আদান- প্রদান৫. টেলিভিশন
৬. সাইকেল
৭. বাস

৪। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখঃ  ×৫=১০  

ক) ময়লা আবর্জনা কোথায় ফেলতে হয়?  

খ) কোন কোন সময় হাত ধোয়া প্রয়োজন? 

গ) কৃষি ক্ষেত্রে দুইটি আধুনিক প্রযুক্তির নাম লিখ।

ঘ) তথ্য কী?

ঙ) উদ্ভিদ ও প্রাণী থেকে আমরা কী পাই?

৫। নিচের প্রশ্নগুলো হতে যেকোন ৬টি প্রশ্নের উত্তর লেখঃ ×৬= ৩০

ক) অসুখ থেকে বাঁচার ৫টি ভাল অভ্যাস লেখ।  ৫

খ) আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ৫ টি উপায় লেখ।  ৫

গ) বিদ্যুৎ শক্তি কী? এর চারটি ব্যবহার লেখ।  ১+৪=৫         

ঘ) শিক্ষা ক্ষেত্রে ব্যবহার হয় এমন ৫ টি প্রযুক্তির নাম লেখ।  ৫

ঙ) তথ্যের পাঁচটি উৎসের নাম লেখ।

চ) প্রাকৃতিক পরিবেশ থেকে পাওয়া যায় এমন ৫ টি সম্পদের নাম লেখ। ৫ 

ছ) পরিবেশ কী? প্রাকৃতিক পরিবেশের ৪ টি উপাদানের নাম লেখ। ১+৪=৫  

জ) জীব কয় ধরনের? জীব ও জড়ের ২ টি করে উদাহরণ দাও। ১+৪=৫

Post a Comment

0 Comments