মডেল প্রশ্ন
শ্রেণিঃ তৃতীয়
বিষয়ঃ বাংলাদেশ
ও বিশ্ব পরিচয়
সময়ঃ২ ঘন্টা
পূর্ণমানঃ ৬০
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখঃ ১×১০=১০
১) পাখি একটি-
ক) উদ্ভিদ খ) প্রাণী গ) গুল্ম ঘ) বৃক্ষ
২) আমাদের দেশে প্রধান ধর্ম কয়টি?
ক) তিনটি (৩) খ) চারটি (৪) গ) পাঁচটি (৫) ঘ) ছয়টি (৬)
৩) নিচের কোনটি শিশু অধিকার?
ক) জন্ম নিবন্ধন খ) পরিবারের সাহায্য করা গ) বড়দের শ্রদ্ধাভক্তি
করা ঘ) অসুখে-বিসুখে সেবা করা
৪) আমাদের মৌলিক অধিকার কয়টি?
ক) পাঁচটি খ) সাতটি গ) ছয়টি ঘ) নয়টি
৫) জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত?
ক) সপ্তম (৭ম) খ) অষ্টম (৮ম) গ) নবম (৯ম) ঘ) দশম (১০ম)
৬) কত সালে মুক্তিযুদ্ব সংঘটিত হয়েছিল?
ক) ১৯৭১ খ) ১৯৬৬ গ) ১৯৫২ ঘ) ১৯৯০
৭) কবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়?
ক) ৭ই মার্চ খ) ২৫ই মার্চ গ) ২৬ই মার্চ ঘ) ১৬ ডিসেম্বর
8) নিচের কোনটি পানির উৎস নয়?
ক) জলাভূমি খ) পুকুর গ) জাল ঘ) নদী
৯) পৃথিবীতে কত ভাগ পানি?
ক) চারভাগের এক পানি খ) চারভাগের তিন ভাগ গ) পাঁচ
ভাগের তিন ভাগ ঘ) পাঁচ ভাগের এক ভাগ
১০) জেলে কি কাজ করেন?
ক) মাছ ধরেন খ) কাপড় বুনেন গ) হাঁড়ি তৈরি করেন ঘ) পোশাক
তৈরি করেন
২। শূন্যস্থান পুরণ কর (যে কোন
৫টি) ১×৫=৫
ক) সহপাঠী বিপদে
পড়লে তাকে ....... করব।
খ) আমরা সব সময় ........ সম্মান করব।
গ) পৃথিবির সবচেয়ে ছোট মহাদেশ.........।
ঘ) ..... আমাদের চিকিৎসা করেন।
ঙ) নবান্ন গ্রাম বাংলার একটি ........।
চ পরিবারের ....... বেশি হলে সবার চাহিদা পুরণ করা
যায় না।
ছ) পৃথিবীতে
মহাসাগর........টি ।
জ) মসলা ....... কাজে ব্যবহৃত হয়।
ঝ) আমাদের সমাজে ......... টি মৌলিক অধিকার আছে।
ঞ) বিদ্যালয় .......... পরিবেশের উপাদান।
৩. বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশ মিল কর। ১×৫=৫
বামপাশ | ডানপাশ |
---|---|
ক) ভালো কাজের সবার | ১. মানুষের গুণাবলি। |
খ) বড়দের সম্মান ও ছোটদের ভালোবাসা | ২. প্রশংসা পাওয়া যায়। |
গ) আমরা বাড়ির আঙিনায় | ৩. সাত। |
ঘ) নিজের বইপত্র, ব্যাগ গুছিয়ে রেখে | ৪. গাছ লাগাব। |
ঙ) মহাদেশের সংখ্যা | ৫. পরিবারকে সাহায্য করব । |
৬. আট। | |
৭. মন জয় করা যায়। |
৪। সংক্ষেপে উত্তর দাওঃ ২×৫=১০
ক) বাড়ির কাজ করতে কেন তুমি তোমার পরিবারকে সাহায্য কর।
খ) কোথায় ময়লা আর্বজনা ফেলা উচিত।
গ) পৃথিবীতে কয়টি মহাদেশ আছে?
ঘ) বাংলাদেশের আয়তন কত?
ঙ) মুক্তিযুক্তে আমরা কাদের পরাজিত করি?
৫। যে কোন ৬টি প্রশ্নের উত্তর দাওঃ 5×6=৩০
ক) বিভিন্ন মহাদেশের বাস করে এমন ৫টি প্রাণীর নাম লেখ।
খ) তুমি কেন তোমার বাড়ি- ঘর পরিষ্কার- পরিচ্ছন্ন রাখবে তা
৩টি বাক্যে লিখ।
গ) আমাদের প্রধান প্রধান প্রাকৃতিক সম্পদগুলো কি কী?
ঘ) আমাদের পরিবেশ কীভাবে দূষিত হয়?
ঙ) পৃথিবীতে
মহাসাগর কয়টি ও কী কি?
চ) গাছ আমাদের কেন প্রয়োজন
তা ৩টি বাক্যে লিখ।
ছ) বাংলাদেশের যে কোন একটি সামাজিক উৎসব সম্পের্কে ৩টি
বাক্যে লিখ।
জ) পৃথিবীর স্থলভাগকে কয়টি মহাদেশে ভাগ করা হয়েছে? পৃথিবীর সবচেয়ে বড় ও ছোট মহাদেশের নাম লিখ।
0 Comments