তৃতীয় শ্রেণির প্রাথমিক গণিত বিষয়ের ৬০ নম্বরের মডেল প্রশ্ন। three elementary mathematics model question.

মডেল প্রশ্ন

শ্রেণিঃ তৃতীয়

বিষয়ঃ প্রাথমিক গণিত

সময়ঃ ২ ঘন্টা

 পূর্ণমানঃ ৬0

তৃতীয় শ্রেণির প্রাথমিক গণিত বিষয়ের ৬০ নম্বরের মডেল প্রশ্ন। three elementary mathematics model question.

১। সঠিক উত্তরটি খাতায় লেখঃ ×১০=১০

ক)  ১২০ এ কয়টি দশক আছে?

ক) নয়টি (৯) খ) দশটি (১০) গ) বারোটি (১২) ঘ) এগারোটি (১১)

খ) ৬৫ + ৩৪= কত হবে?

ক) ৯৯ ) ৯২  ) ৯৮ ঘ) ৮৯  

গ) যে সংখ্যা থেকে অন্য সংখ্যা বিয়োগ করা হয় তাকে কী?

) বিয়োগফল   খ) বিয়োজন   ) বিয়োজ্য    ঘ) ভাগফল

ঘ কোন সংখ্যাকে ০ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?

) ১০ খ) ০  গ) ১০০ ঘ) ১০০০

ঙ) খালি ঘরে কত হবে,       ÷ ৩= ৭

ক) ৯ খ) ২৪ গ) ২১ ঘ) ১০

চ)  ১ টাকা ১০০টি নোট সমান কত?

ক) ১০০ টাকা ২) ১০১ টাকা ৩) ১১০ টাকা ৪) ১০০০ টাকা

ছ) প্রকৃত ভগ্নাংশ কোনটি?

ক।   খ)  গ) ১ঘ) ২৪

জ) ১ কিলোমিটার সমান কত মিটার?

ক) ১০০ মিটার খ) ১০ মিটার গ) ২০০০ মিটার ঘ) ১০০০ মিটার

ঝ) ১ বছরে কত দিন ?

ক) ৩৬৫ খ) ১৬৫ গ) ২৬৫ ঘ) ৪৬৫

ঞ) চতুর্ভুজেরর কয়টি বাহু থাকে?

ক) ৩টি খ) ৪ টি গ) ৫টি ঘ) ২টি

২। সংক্ষিপ্ত উত্তর লেখ- ১×=১০    

ক) ৯৯৯ থেকে ১ বেশি কোন সংখ্যা?  

খ) ৬৫+৯ =  ≥ খালিঘরে কত হবে?

গ) যোগের বিপরীত প্রক্রিয়ার নাম কী?

ঘ) ১ হালিতে ৪ টি হলে, ২০ হালিতে কয়টি হবে?

ঙ) গুণ্য × গুণক =কী?

চ) নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লিখ।

ছ) ১টি আমের দাম ৫ টাকা হলে ৮টি  আমের দাম কত হবে?

জ) ১০ টাকার কয়টি নোটে ১০০ টাকা হবে?

ঝ) ২ চতুর্থাংশকে অংকে লিখ।

ঞ) দৈর্ঘ্য পরিমাপের মূল একক কী?

১০নং প্রশ্নসহ যে কোন ৬টি প্রশ্নের উত্তর লিখ।  5×6=3০ 

৩।                                                                                 

ক)  ২৯৩০      

     ১৬৩৫

+   ১০৪৯

 ..........................

খ) ৮২৩১ – ৪৮৯৫ =                                                   

৪) দুইটি সংখ্যার যোগফল ৮৪৩০। একটি সংখ্যা ৫২৭৫।

ক) অন্য সংখ্যাটি কত?   ৩

খ) দু’টি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড়? ২

৫) ১টি কলমের দাম ৫ টাকা এবং ১টি খাতার দাম ১৫ টাকা।

ক) ১০টি কলমের দাম কত?   

খ) ৫টি খাতার দাম কত?   

৬) ১ কেজি আটার দাম ২৫ টাকা,২ কেজি চালের দাম ৮০ টাকা।

ক) ১ কেজি চালের দাম কত?   ২

খ) ৭৫ টাকায় কত কেজি আটা পাওয়া যাবে? ৩


৭) হেলাল ৮০ টাকা ৭৫ পয়সার চাল ও ১৯ টাকা ২৫ পয়সার সবজি কিনল।

ক) ১ টাকা= কত পয়সা?  ১

খ) মোট কত টাকার জিনিস কিনল? ২

গ) ৫ টাকার কয়টি নোটে ১০০ টাকা হয়? ২


8) মিতু দৈনিক সকালে ২ ঘন্টা ৩০ মিনিট ও রাতে ৩ ঘন্টা ২০ মিনিট পড়া লেখা করে।

ক) কত ঘন্টায় ১ দিন?  

খ) ২ ঘন্টা ৩০ মিনিট= কত মিনিট?

গ) মিতু মোট কত সময় পড়ালেখা করে?


৯) একটি রাস্তার দৈর্ঘ্য ৫ কিলোমিটার ৩০০ মিটার।

ক) ১ কিলোমিটার কত মিটার ? 

খ) রাস্তার  দৈর্ঘ্য কত মিটার?  ৪


১০) ক) বিন্দু কাকে বলে ? ২

) রেখা কাকে বলে ? ২

গ) একটি সমকোনী ত্রিভুজ আক? ৬

অথবা, ক) কোণ কাকে বলে? ২

খ) চিত্রসহ সংজ্ঞা দাও- সূক্ষ্ণকোণ, স্থুলকোণ  ৪+৪    

Post a Comment

0 Comments