তৃতীয় শ্রেণির বাংলা বিষয়ের ৬০ নম্বরের মডেল প্রশ্ন। three bangla model question.

মডেল প্রশ্ন 

শ্রেণিঃ তৃতীয়

বিষয়ঃ বাংলা

সময়ঃ ২ ঘন্টা

পূর্ণমানঃ ৬০

তৃতীয় শ্রেণির বাংলা বিষয়ের ৬০ নম্বরের মডেল প্রশ্ন। three bangla model question.

নিচের অনুচ্ছেদটি পড়ে ক,খ ও গ ক্রমিকের প্রশ্নমালার উত্তর লেখ।

অনেক অনেক দিন আগের কথা। এক ছিল রাজা। রাজার ছিল এক রানি। আর ছিল তিন কন্যা। শিমুল,বকুল ও পারুল।তিন কন্যাকে নিয়ে রাজা-রানির বেশ সুখেই দিন কাটছিল । রাজ্যে ও ছিল সুখ আর শান্তি।  রাজা একদিন গল্প করছিলেন। সঙ্গে ছিল রানি আর তিন কন্যা। রাজা তাঁর কন্যাদের জিজ্ঞেস করলেন এক সহজ প্রশ্ন। কে তাকে কী রকম ভালবাসে? বড় কন্যা শিমুল সে জবাব দিল প্রথমে বলল, “বাবাকে সে চিনির মত ভালবাসে” রাজা একটু মুচকি হাসলেন। মেঝো কন্যা বকুল বলল, “বাবাকে সে মিষ্টির মতো ভালবাসে”রাজার মুখে  আবার দেখা গেল হাসির রেখা। ছোট কন্যা পারুল ।বলল, “বাবাকে সে নুনের মতো ভালবাসে।” সঙ্গে সঙ্গে রাজার মুখ হয়ে গেলো কালো রানিও শুনে অবাক। এ কেমন কথা! রাজা বেশ অস্থির হয়ে উজির,নাজির ও সেনাপতিকে ডাকলেন। হুকুম দিলেন , “ছোট কন্যা পারুলকে বনবাসে পাঠাও।”

ক। সঠিক উত্তরটি উত্তর পত্রে লেখ। ১×৫=৫

১। রাজার কয়জন কন্যা ছিল?                                                       

) এক(1) ) দুই(2)  ) তিন(3) ) চার(4)

২। ছোট কন্যা রাজাকে কী রকম ভালবাসে-

ক) নুনের মতো খ) মিষ্টির মতো গ) চিনির মতো ঘ) গুড়ের মতো

৩। রাজার বড় মেয়ের নাম কী ছিল?

ক) শিমুল খ) বকুল গ) পারুল ঘ) কমলা

৪। রাজা তার কোন মেয়েকে বনবাসে পাঠানোর নির্দেশ দেন

ক) শিমুল খ) বকুল গ) পারুল  ঘ) কমলা

৫। রাজার দিন কেমন কাটছিল?

ক) সুখে খ) দুঃখে গ) নিরবে  ঘ) সরবে

খ। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করঃ   ×৫=৫ 

তিনমুচকিবেশঅবাকসেনাপতি

১) রাজার ছিল......কন্যা।

২) রাজা একটু...........হাসলেন।

৩) রাজা ............অস্থির।

৪) ছোট কন্যা পারুলকে.........পাঠালেন।

৫) ডাকলেন উজির, নাজির ও .........।

গ। প্রশ্নের উত্তর লেখঃ ৫টি ×৫=১০                                       

১) রাজার কয়জন কন্যা ছিল? তাদের নাম কী কী?  

২) কার উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল?

৩। রাজা কাদের ডাকলেন?

৪। মেয়েদের কাছে রাজার প্রশ্নটা কী ছিল?

৫) রাজার ছোট কন্যাকে কি করলেন?

২। শব্দ দিয়ে বাক্য তৈরি করঃ ৫টি    ×৫=৫

 অমর, মাতৃভাষা ,সূর্য, মিষ্টি, অস্থির, মাঝি, ঘুড়ি  

আমাদের এই বাংলাদেশ অথবা আমার পণ কবিতার কবির নামসহ কবিতার ৮ লাইন লেখ।   ১+১+৮=১০

৪। যুক্তবর্ণ দিয়ে দুইটি করে শব্দ লেখঃ৫টি  ১×৫=৫              

ক্ষ, স্ব, ক্ত, ণ্ট, ন্ত  

৫। বিপরীত শব্দ লিখঃ ৫টি   ×৫=৫

রাত, সুখ ,ছোট, বেশি, আপন

৬। নিচের অনুচ্ছেদটি পড়ে কে,কি,কোথায়, কীভাবে, কেন, কখন শব্দগুলো দিয়ে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি কর। 

আবুল বরকত একজন ভাষা শহীদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি মাতৃভাষা রক্ষার জন্য মিছিলে যোগ দেয়েছিলেন। এক সময় তাঁর গায়ে গুলি লাগে। বন্ধুরা তাকে হাসপাতালে ভর্তি করেন। রাতেই তিনি মারা যান।

৭। অনুচ্ছেদ লেখঃ যেকোন একটি   ১০   

গরু, নিজ বিদ্যালয়, আমাদের গ্রাম

Post a Comment

0 Comments