পঞ্চম শ্রেণির হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের ৬০ নম্বরের মডেল প্রশ্ন। five Hinduism and Moral Education model question.

মডেল প্রশ্ন

শ্রেণি- পঞ্চম

বিষয়- হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষ

সময়ঃ ২ ঘন্টা

পূর্ণমানঃ ৬০

পঞ্চম শ্রেণির হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের ৬০ নম্বরের মডেল প্রশ্ন। five Hinduism and Moral Education model question.

১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখঃ ১×১০=১০

১. উপাসনা কয় প্রকার?

(ক) দুই প্রকার  (খ) ছয় প্রকার  (গ) চারপ্রকার

২. ঈশ্বরের সাকার রূপ কী?

(ক) ভগবান (খ) দেব-দেবী (গ) গ্রহ

৩. প্রহলাদের পিতার নাম কী?

(ক) হিরণ্যাক্ষ  (খ) সত্যব্রত  (গ) হিরণ্যকশিপু

৪. হিন্দুধর্মের মূল লক্ষ্য কী?

(ক) ভোগ ( খ) ত্যাগ  (গ) মোক্ষলাভ

৫. নিবেদিতার মৃত্যু হয় কোথায়?

(ক) কলকাতায় (খ) দার্জিলিং এ   (গ) দক্ষিনেশ্বরে

৬. স্বামী প্রনবানন্দের প্রকৃত নাম কী?

(ক) বিনোদ  (খ) আনন্দ (গ) বিবেকানন্দ

৭. সাধনার পথ ……..।

(ক) একটি (খ) দুইটি  (গ) বহু

৮. ‘যত মত তত পথ’ কথাটি কে বলেছেন?

(ক) বিবেকানন্দ (খ) রামকৃষ্ণ (গ) সারদাদেবী

৯. নারদকে বলা হয়……..।

(ক) দেবর্ষি  (খ) শ্রুতর্ষি (গ) ব্রহ্মর্ষি

১০. রানি বিদুলার কয়জন পুত্র ছিলেন?

(ক) একজন (খ) দুইজন (গ) তিনজন

২. শূন্যস্থান পূরণ করঃ ১×৫=৫

(ক) ঈশ্বর এক ও …..।

(খ) কুরুক্ষেত্রকে ……ও বলা হয়।

(গ) পরমাত্মা …….আরেক নাম।

(ঘ) অহিংসা …….অংশ।

(ঙ) হিন্দুধর্মের আরেক নাম …….ধর্ম।

বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশ মিল কর ×=

বামপাশডানপাশ
(ক) বিশ্বামিত্র ছিলেন১. সকলের শ্রদ্ধা পান।
(খ) অহিংস ব্যক্তি২. ঈশ্বরকে ভালোবাসা হয়।
(গ) জীবকে ভালোবাসলে৩. শিবের ভক্ত।
(ঘ) শিষ্টাচার আমাদের চরিত্রকে সুন্দর করে,৪. সৌবীর রাজ্যের রানি।
(ঙ) ভগিনী নিবেদিতা ছিলেন৫. মানব সেবী।
৬. উন্নত করে, পবিত্র করে।
৭. পূজা করা হয়।

৪. সংক্ষেপে উত্তর লেখঃ ২×৫=১০

(ক) ‘সনাতন’ শব্দের অর্থ কী?

(খ) ধর্মের মূল কথা কী?

(গ) পরমতসহিষ্ণুতা কাকে বলে?

(ঘ) ‘যত মত তত পথ’ কথাটি কে বলেছেন?

(ঙ) হিন্দুধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কী?

৫. নিচের প্রশ্নগুলো হতে যেকোন ৬ টি প্রশ্নের উত্তর লেখ। ৫×৬=৩০

(ক) জীব জগতের স্রষ্টা কে? স্রষ্টার সাথে জীবের সম্পর্ক তিনটি বাক্যে লেখ। ১+৪=৫

(খ) দেশপ্রেম কী? একজন দেশ প্রেমিকের মধ্যে কী গুণ থাকতে হবে তা পাঁটি বাক্যে লেখ। ১+৪=৫

(গ) অহিংসা কী? একজন অহিংস ব্যক্তির পাঁচটি গুণ লেখ। ১+৪=৫

(ঘ) শিষ্টাচার কী? তোমার বাড়িতে কেউ বেড়াতে এলে কীভাবে শিষ্টাচার প্রদর্শন করবে? চারটি বাক্যে লিখ। ১+২+২=৫

(ঙ) সাকার শব্দের অর্থ কী? সাকার রূপে ঈশ্বরকে কীভাবে উপাসনা করা যায়? ঈশ্বরের চারটি সাকার রূপের নাম লেখ।১+২+২=৫

(চ) নিত্যকর্ম কয় প্রকার? তুমি কীভাবে নিত্যকর্ম পালন করবে তা পাঁচটি বাক্যে লেখ। ১+৪=৫

(ছ) ধর্মের সাম্য কী? সকল ধর্মের মানুষের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত- চারটি বাক্যে লেখ। ১+৪=৫

(জ) ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কী? নিবেদিতার জীবনী অনুসরনে তুমি কর এরূপ তিনটি কাজ লেখ। ১+৪=৫

Post a Comment

0 Comments