পঞ্চম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ৬০ নম্বরের মডেল প্রশ্ন। five Islam and Moral Education model question.

 মডেল প্রশ্ন

শ্রেণি- পঞ্চম

বিষয়- ইসলাম নৈতিক শিক্ষা

সময়ঃ ঘন্টা

পূর্ণমানঃ ৬০

পঞ্চম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ৬০ নম্বরের মডেল প্রশ্ন। five Islam and Moral Education model question

. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখঃ ×১০=১০

. খালিক শব্দের অর্থ ......।

() দানকর্তা () সৃষ্টিকর্তা () অন্যদাতা () দয়ালু

. হজ্বের ফরজ কয়টি?

() 3 টি () 4 টি () 5 টি () 7 টি

. সালাতের নিষিদ্ধ সময় ......।

() ৩ টি () ৫ টি () ৪ টি () ৬ টি

. মহানবি (সঃ) কোথায় হিজরত করেছিলেন?

() মদিনায় () কুফায় () তায়েফে () মিশরে

. অন্যায় করে অনুতপ্ত হলে আল্লাহ তাকে কী করেন?

() রক্ষা () ক্ষমা () ত্যাগ () শাসন

. দীন ইসলামের সেতু কী?

() সালাত () সাওম () হজ্ব () যাকাত

. হযরত মুহাম্মদ (সঃ) এর প্রথম দুধমাতা ছিলেন….।

() সোয়েবা () হালিমা () আমেনা () সাবিনা

. মহানবি (সঃ) কত খ্রীষ্টাব্দে মদিনায় হিজরত করেন?

() ৫৭০ খ্রীষ্টাব্দে () ৬১০ খ্রীষ্টাব্দে () ৬২২ খ্রীষ্টাব্দে () ৬৩২ খ্রীষ্টাব্দে

. আল্লাহ তায়ালা হযরত ঈসা (আঃ) এর ওপর ......... কিতাব নাজিল করেন।।

() আলকুরআন () যাবুর () তাওরাত () ইনজিল

১০. সর্বশেষ নবির নাম কী?

()হযরত মুহাম্মদ(সঃ) () হযরত আদম (আঃ)  () হযরত ইউসুফ (আঃ)  () হযরত মুসা (আঃ)

. শূন্যস্থান পূরণ করঃ ×=

() পবিত্রতা ……অঙ্গ

() আনুগত্যের জন্য …….প্রয়োজন

() সততা মানুষকে ……দেয়

() মদিনা সনদে …… টি ধারা ছিল

() আমরা একমাত্র আল্লাহ তায়ালার …… করব 

বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশ মিল কর ×=

বামপাশডানপাশ
(জান্নাত হলোসেনাপতি ছিলেন
(যাকাত সর্বশেষ আসমানি কিতাব
(রাসুল অর্থচিরস্থায়ী সুখের স্থান
(কোরআন মাজিদ হলো. বার্তাবাহক
(হযরত দাউদ (আঃবাদশাহ তালুতের. পবিত্রতা  বৃদ্ধি
6. প্রথম আসমানি কিতাব
7. রাজা ছিলেন

. সংক্ষেপে উত্তর লেখঃ ×=১০

() ইবাদত কাকে বলে? ইমান শব্দের অর্থ কী?

() ইসলামের রুকন কয়টি কী কী?

() সর্বপ্রথম সর্বশেষ নবীর নাম কী?

() যার মধ্যে সততা আছে তাকে কী বলে? কাদের মুহাজির বলা হয়?

() চাকরদের সম্পর্কে মহানবী (সঃ) কী বলেছেন তা দুইটি বাক্যে লেখ

. নিচের প্রশ্নগুলো হতে যেকোন টি প্রশ্নের উত্তর লেখ ×=৩০

() ইসলামের একটি মৌলিক ইবাদতকে ঢাল হিসাবে ঘোষণা করা হয়েছে? সেটি কী? এটি কীভাবে মন্দ কাজ থেকে বিরত রাখে চারটি বাক্যে লেখ  +=

() আমরা কাদের মাধ্যমে পৃথিবীতে এসেছি? তুমি কিভাবে তাদের সেবা করবে চারটি বাক্যে লেখ +=

() দেশপ্রেম কী? তুমি কীভাবে দেশকে ভালোবাসবে তা চারটি বাক্যে লেখ  +=

() যাকাতের মাসারিফ কয়টি? যাকাত আদায়ের চারটি গুরুত্ব লেখ +=

() কার কোন শরিক নেই? আল্লাহ তায়ালার পাঁচটি গুণবাচক নাম অর্থসহ লেখ +=

() কুরআন মাজিদ কার বানী? কোরআন তিলাওয়াতের উদ্দেশ্য কয়টি কী কী তা লিখ? +=

() সালাতের ফরজ কয়টি? সালাত শুরুর আগে করণীয় পাঁচটি ফরজ কাজ লেখ +=

() আখিরাত মানে কী? নবি-রাসুলগণের মূল শিক্ষাগুলো লিখ +=

Post a Comment

0 Comments