প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রাথমিক বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের (আমাদের পরিবেশ) পরীক্ষায় আসা কিছু গুরুত্ত্বপূর্ণ প্রশ্ন।
প্রিয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছ? আশা করি, সবাই ভালো আছ। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রাথমিক বিজ্ঞান বিষয়ে চার ধরনের প্রশ্ন আসে। ১ নংয়ে ১৫ টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকে এবং ১৫ টিরই উত্তর দিতে হয়। নম্বর হচ্ছে ২x১৫=৩০। ২ নংয়ে ১৪ টি শূন্যস্থান পূরণ থাকে এদের মধ্যে যেকোন ১২ টি শূন্যস্থান পূরণ করে লিখতে হয়। নম্বর হচ্ছে ১x১২=১২। ৩ নংয়ে মিলকরণ দেওয়া থাকে। বামপাশে ৫ টি ও ডানপাশে ৭ টি বাক্য দেওয়া থাকে। নম্বর হচ্ছে ২x৫=১০। ৪ নংয়ে ১০ টি কাঠামোবদ্ধ প্রশ্ন দেওয়া থাকে এদের মধ্যে ৮ টির উত্তর দিতে হয়। নম্বর হচ্ছে ৬x৮=৪৮। আজকের পোস্টে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ের আমাদের পরিবেশ প্রথম অধ্যায়ের সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব।
প্রথম অধ্যায়ের (আমাদের পরিবেশ)
১ নংয়ের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নঃ
১. পরিবেশের উপদানগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?
২. আবাসস্থল বলতে কী বোঝ?
৩. বাস্তুসংস্থান কাকে বলে?
৪. উদ্ভিদ খাদ্য তৈরিতে কী কী ব্যবহার করে?
৫. উদ্ভিদ ও প্রাণী কোথা হতে শক্তি পায়?
৬. পরাগায়ন কী?
৭. বীজের বিস্তরণ কী?
৮. খাদ্য শৃঙ্খল কী?
৯. খাদ্য জাল কী?
১০. একটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও।
১১. খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য লিখ।
১২. মানুষ নির্ভর করে এমন তিনটি জড় বস্তুর উদাহরণ দাও।
১৩. শক্তির মূল উৎস কোনটি?
১৪. প্রতিটি খাদ্য শৃঙ্খল শুরু হয় কোথায় থেকে?
১৫. বীজের বিস্তরণের একটি গুরুত্ত্ব লিখ।
১৬. পরাগায়নের একটি গুরুত্ত্ব লিখ।
১ নংয়ের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের উত্তরঃ
১. পরিবেশের উপদানগুলোকে দুই ভাগে ভাগ করা যায়।
২. উদ্ভিদ যে স্থানে জন্মায় এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তা হলো আবাসস্থল।
৩. কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তুসংস্থান।
৪. উদ্ভিদ খাদ্য তৈরিতে সূর্যের আলো, মাটি থেকে পানি ও বায়ু থেকে কার্বন-ডাই অক্সাইড ব্যবহার করে।
৫. উদ্ভিদ সূর্য হতে এবং প্রাণী খাদ্য থেকে শক্তি পায়।
৬. বীজ সৃষ্টির লক্ষ্যে এক ফুল থেকে অন্য ফুলে পরাগরেনুর স্থানান্তরই হলো পরাগায়ন।
৭. মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়ার নামই হলো বীজের বিস্তরণ।
৮. বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল।
৯. দুই বা ততোধিক খাদ্য শৃঙ্খলের সমন্বয়ে খাদ্য জাল তৈরি হয়।
১০. একটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ হলো- ঘাস-ঘাস ফড়িং-ব্যাঙ-সাপ।
১১. খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য হলো- যেকোন বাস্তুসংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে কিন্তু খাদ্য জাল একটি।
১২. মানুষ নির্ভর করে এমন তিনটি জড় বস্তুর উদাহরণ হলো- বায়ু, পানি ও মাটি।
১৩. শক্তির মূল উৎস হচ্ছে সূর্য।
১৪. সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্য শৃঙ্খল শুরু হয়।
১৫. বীজের বিস্তরণের একটি গুরুত্ত্ব হলো- নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তুলতে সাহায্য করে।
১৬. পরাগায়নের একটি গুরুত্ত্ব হলো- পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়।
২ নংয়ের শূন্যস্থানঃ
১. পরিবেশের উপাদানগুলোকে আমরা ---- ভাবে ভাগ করি।
২. বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন ---- উপর নির্ভর করে।
৩.---- জন্য খাবার প্রয়োজন।
৪. সকল প্রাণীর বেঁচে থাকার জন্য ----, ----ও-----প্রয়োজন।
৫. পানি আবার বিভিন্ন উদ্ভিদের -------।
৬. প্রাণী শ্বাস গ্রহণে ব্যবহার করে-----।
৭. উদ্ভিদ খাদ্য তৈরিতে ব্যবহার করে ---।
৮. প্রাণীর মৃতদেহ পচে ----- পরিণত হয়।
৯. ------ ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়।
১০. --- থেকে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া হলো বীজের বিস্তরণ।
১১. বেঁচে থাকার জীবের ---- প্রয়োজন।
১২. --- উদ্ভিদ থেকে খাদ্য শৃঙ্খল শুরু হয়।
১৩. একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে --- তৈরি হয়।
২ নংয়ের শূন্যস্থান পূরণের উত্তরঃ
১. দুই
২. জড় বস্তুর
৩. পুষ্টির
৪. বায়ু, পানি ও খাদ্য
৫. আবাসস্থল
৬. অক্সিজেন
৭. কার্বন-ডাই অক্সাইড
৮. প্রাকৃতিক সারে পরিনত হয়।
৯. পরাগায়নের
১০. মাতৃউদ্ভিদ
১১. শক্তি
১২. সবুজ উদ্ভিদ
১৩. খাদ্য জাল
৩ নংয়ের মিলকরণঃ
বামপাশ | ডানপাশ |
---|---|
১. মানুষের শ্বাস গ্রহণের জন্য | ১. প্রাণীর আবাস্থল। |
২. ফসল ফলানো ও বাসস্থানের জন্য মানুষের | ২. পানি প্রয়োজন। |
৩. পানি বিভিন্ন | ৩. বায়ু প্রয়োজন। |
৪. উদ্ভিদ খাদ্য তৈরিতে | ৪. মাটি দরকার। |
৫. নতুন বীজ তৈরিতে | ৫. পানি দরকার। |
৬. পরাগায়ন সাহায্য করে। | |
৭.কার্বন-ডাই অক্সাইড ব্যবহার করে। |
৩ নংয়ের মিলকরণের উত্তরঃ
১+৩
২+৪
৩+১
৪+৭
৫+৬
৪ নংয়ে কাঠামোবদ্ধ প্রশ্নঃ
১. মানুষ বেঁচে থাকার জন্য বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভরশীল এ সম্পর্কে পাঁচটি বাক্য লিখ।
২. অন্যান্য প্রাণী বেঁচে থাকার জন্য বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভরশীল তা পাঁচটি বাক্যে লিখ।
৩. “উদ্ভিদ বেঁচে থাকার জন্য বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভরশীল।” বাক্যটি পাঁচটি বাক্যে বুঝিয়ে লিখ।
৪. বেঁচে থাকার জন্য প্রাণী কীভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল তা ৫ টি বাক্যে বর্ণানা কর।
৫. উদ্ভিদ বেঁচে থাকার জন্য প্রাণীর উপর নির্ভরশীল এ সম্পর্কে পাঁচটি বাক্য লিখ।
৬. খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল কাকে বলে। একটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল এর মধে তিনটি পার্থক্য লিখ।
দ্বিতীয় অধ্যায়ের সকল প্রশ্ন দেখতে এখানে ক্লিক করুন।
আশা করি, আজকের পোস্টটি সবার কাছে ভালো লেগেছে। পরবর্তী পোস্টটে প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরিবেশ দূষণ দ্বিতীয় অধ্যায়ের সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব।
0 Comments