প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা (নগদ) দেখার উপায় ও পাসওয়ার্ড বা পিন নাম্বার ভূলে গেলে কী করবেন? How to check primary school stipend money (Nagad Mobile Banking) and how to recover pin or password primary school stipend money (Nagad Mobile Banking).

প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা (নগদ) দেখার উপায় ও পাসওয়ার্ড বা পিন নাম্বার ভূলে গেলে কী করবেন? How to check primary school stipend money (Nagad Mobile Banking) and how to recover pin or password primary school stipend money (Nagad Mobile Banking).

প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা (নগদ) দেখার উপায় ও পাসওয়ার্ড বা পিন নাম্বার ভূলে গেলে কী করবেন? How to check primary school stipend money (Nagad Mobile Banking) and how to recover pin or password primary school stipend money (Nagad Mobile Banking).

শা করি, সবাই ভালো আছেন। আজকের এই পোস্টটিতে আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা (নগদ) দেখার উপায় ও পাসওয়ার্ড বা পিন নাম্বার ভূলে গেলে কী করবেন?

২০২১ সালের প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে দিয়েছিল। এখন প্রতি শিক্ষার্থীদের যে কীট এলাউন্স ১০০০ টাকা আসছে তাও এই নগদ অর্থাৎ আগের দেওয়া শিক্ষার্থীদের মায়ের নগদ মোবাইল ব্যাংকিং একাউন্টেই আসছে। অনেক অভিভাবক এখন অর্থাৎ ২০২২ সালের উপবৃত্তির জন্য যে মোবাইল নাম্বার দিয়েছে সে নাম্বারে টাকা আসছে কীনা তা জানতে চাচ্ছে? উত্তর হবে বর্তমানে EFT তে এন্ট্রিকৃত ছাত্র-ছাত্রীদের প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা এখনো আসেনি। EFT তে এন্ট্রিকৃত ছাত্র-ছাত্রীদের প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা মায়েদের বা অভিভাবকদের দেওয়া নাম্বারে ( বিকাশ, নগদ, শিউরক্যাশ ইত্যাদিতে) পরবর্তীতে আসবে।

এবার দেখব প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা (নগদ) দেখার উপায়-

অনেক অভিভাবক প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা (নগদ) কীভাবে দেখে জানেনা? আজকের এই পোস্টটি পড়লে সে সম্পর্কে জানতে পারবেন। প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা (নগদ) দেখার জন্য প্রথমে মোবাইলের ডায়াল প্যাডে *167# টাইপ করে ডায়াল করবেন। এরপরে একটা মেনু আসবে নিচের মত-

1. Cash Out

2. Send Money

3. Mobile Recharge

4. Payment

5. Bill Pay

6. EMI Payment

7. My Nagad

8. Pin Reset

এবার কীপ্যাড থেকে 7 (My Nagad) ডায়াল করে সেন্ড করতে হবে। সেন্ড করার পর নিচের মত আরেকটি মেনু আসবে-

1. Balance Enquiry

2. Mini Statement

3. Update Operator

4. Update Profit Status

5. Helpline

6. Allow New Device

7. Change Account Type

0. Main Menu

এবার কীপ্যাড থেকে 1 (Balance Enquiry) ডায়াল করে সেন্ড করতে হবে। সেন্ড করার পর Enter Pin নামে একটি অপশন আসবে। এবার পিন নম্বর টাইপ করে সেন্ড বাটলে চাপতে হবে। এবার আপনার মোবাইল স্কীনে প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা (নগদ) দেখতে পাবেন। পোস্টটি পড়ে বুঝতে না পারলে নিচে দেওয়া ফ্লো চার্টটি দেখতে পারেন।

প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা (নগদ) দেখার উপায় ও পাসওয়ার্ড বা পিন নাম্বার ভূলে গেলে কী করবেন? How to check primary school stipend money (Nagad Mobile Banking) and how to recover pin or password primary school stipend money (Nagad Mobile Banking).

এবার দেখব উপবৃত্তির টাকা (নগদ) দেখার পাসওয়ার্ড বা পিন নাম্বার ভূলে গেলে বা টাকা না আসলে কী করবেন-

অনেক অভিভাবক প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা (নগদ) দেখার পাসওয়ার্ড বা পিন নাম্বার ভূলে গেছেন। এজন্য অনেকে অনেক সমস্যায় পড়েছেন। প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা (নগদ) দেখার পাসওয়ার্ড বা পিন নাম্বার ভূলে গেলে কী কী করতে হবে তার পাঁচটি উপায় নিচে আলোচনা করব।

আরো পড়ুন-বার্ষিক বেতন বৃদ্ধি (Annual Increment) এর কাগজ পেফিক্সেশন (pay fixation) বা আইবাস (ibas) সাইট হতে সংগ্রহ করে প্রিন্ট দেওয়ার উপায়।

প্রথম পদ্ধতি-

প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা (নগদ) দেখার পাসওয়ার্ড বা পিন নাম্বার ভূলে গেলে প্রথমে মোবাইলের ডায়াল প্যাডে *167#  টাইপ করে ডায়াল করবেন। এরপরে একটা মেনু আসবে নিচের মত-

1. Cash Out

2. Send Money

3. Mobile Recharge

4. Payment

5. Bill Pay

6. EMI Payment

7. My Nagad

8. Pin Reset

এবার কীপ্যাড থেকে 8 (Pin Reset) ডায়াল করে সেন্ড করতে হবে। সেন্ড করার পর নিচের মত আরেকটি মেনু আসবে-

1. Forgot PIN

2. Change PIN

3. Main Menu

এবার কীপ্যাড থেকে 1 (Forgot PIN) ডায়াল করে সেন্ড করতে হবে। সেন্ড করার পর লেখা আসবে Enter your Nagad registered NID/Photo ID number here: এবার অভিভাবক বা মায়ের জাতীয় পরিচয় পত্রের নাম্বার (NID) লিখবেন। (জাতীয় পরিচয় পত্রের নাম্বার প্রথমে মায়ের জন্মসাল বাদ দিয়ে ১৩ ডিজিট লিখে ট্রাই করবেন যদি না হয় জন্মসাল দিয়ে ট্রাই করবেন) এরপর সেন্ড বাটনে চাপবেন।

সেন্ড করার পর লেখা আসবে Enter 4 digits of your Birth Year(YYYY): এবার অভিভাবক বা মায়ের জাতীয় পরিচয় পত্রে (NID) দেওয়া জন্ম সাল লিখে সেন্ড বাটনে চাপবেন।

সেন্ড করার পর নিচের মত লেখা আসবে-

Have you done any transaction in last 90 days?

1. Yes

2. No

আপনি যদি গত ৯০ দিনের মধ্যে কোন লেনদেন করে থাকেন তাহলে কীপ্যাড হতে 1 (Yes) ডায়াল করে সেন্ড বাটন চাপতে হবে। আর যদি না করে থাকেন তাহলে 2 (No) ডায়াল করে সেন্ড বাটন চাপতে হবে। যদি গত ৯০ দিনের মধ্যে কোন লেনদেন করে থাকেন তাহলে কীপ্যাড হতে 1 (Yes) ডায়াল করে সেন্ড বাটনে চাপার সাথে সাথে নিচের মত অপশন আসবে-

1. Send Money

2. Cash Out

3. Mobile Recharge

4. Payment

5. Bill Pay

এবার আপনি যে ধরনের লেনদেন করেছেন তার নম্বর লিখে সেন্ড বাটনে চাপলে Enter Transaction Amount লেখা আসবে। এবার এমাউন্ট লিখে সেন্ড বাটনে চাপলে আপনার মোবাইলে একটি কনফার্মেশন এসএমএস আসবে। কনফার্মেশন এসএমএস আসার সাথে সাথে *167#  ডায়াল করে নতুন একটি ৪ অঙ্কের পিন বা পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতে হবে। পোস্টটি পড়ে বুঝতে না পারলে নিচে দেওয়া ফ্লো চার্টটি দেখতে পারেন।

প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা (নগদ) দেখার উপায় ও পাসওয়ার্ড বা পিন নাম্বার ভূলে গেলে কী করবেন? How to check primary school stipend money (Nagad Mobile Banking) and how to recover pin or password primary school stipend money (Nagad Mobile Banking).

দ্বিতীয় পদ্ধতি-

প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা (নগদ) দেখার পাসওয়ার্ড বা পিন নাম্বার ভূলে গেলে প্রথমে মোবাইলের ডায়াল প্যাডে ১৬১৬৭ বা ০৯৬০৯৬১৬১৬৭ টাইপ করে ডায়াল করতে হবে। এরপর কিছু নির্দেশনা দিবে নির্দেশনাগুলো শুনবেন অথবা ডায়াল প্যাড থেকে ০ ডায়াল করলে নগদের কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলে পাসোওয়ার্ড বা পিন রিসেট করে নিতে পারবেন। উল্লেখ্যে কাস্টমার ম্যানেজার কিছু তথ্য চাইতে পারে যেমন- জাতীয় পরিচয় পত্রের নাম্বার (NID), জন্ম তারিখ। আপনি যদি গত ৯০ দিনের মধ্যে কোন লেনদেন করেছেন কী না ইত্যাদি।

তৃতীয় পদ্ধতি-

নগদের অফিসিয়াল ইমেইল info@nagad.com.bd ঠিকানায় আপনার সমস্যার কথা লিখে জানালে নগদের কাস্টমার কেয়ারের কাস্টমার ম্যানেজার আপনার মোবাইলে ফোন দিবে বা ইমেইলে নির্দেশনা দিবে।

চতুর্থ পদ্ধতি-

নগদের অফিসিয়াল ফেইজবুক পেইজের ইনবক্সে আপনার সমস্যার কথা লিখে জানালে নগদের কাস্টমার কেয়ারের কাস্টমার ম্যানেজার আপনার মোবাইলে ফোন দিবে বা ম্যসেঞ্জারে নির্দেশনা দিবে। নগদের অফিসিয়াল ফেইজবুক পেইজ খুজে পেতে mynagad লিখে সার্চ করলে ব্লু ভেরিফাই করা পেইজটি দেখতে পাবেন।

পঞ্চম পদ্ধতি-

মোবাইল ও জাতীয় পরিচয় পত্র (NID) নিয়ে স্থানীয় এজেন্ট বা কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে সমাধান পেয়ে যাবেন।

আশা করছি আজকের পোস্টটি আপনাদের কিছুটা হলেও উপকারে লাগবে। যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন।

Post a Comment

0 Comments