তৃতীয় শ্রেনির গণিত মডেল প্রশ্ন। model question for class three.
শ্রেনিঃ তৃতীয়
বিষয়ঃ গণিত
সময়ঃ ২ ঘণ্টা ৩০ মিনিট
পূর্ণমানঃ ১০০
১। সংক্ষেপে উত্তর দাও (১x২০=২০)
১। ৫ শতক ৩ দশক ও ৭ একক = কত?
২। ৫৬ এবং ৬৫ এর মধ্যে কোনটি বড়?
৩। ১০০০ থেকে ৪ কম সংখ্যাটি কত?
৪। ২ হাজার ৩ শতক ৭ দশক ২ একক = কত?
৫। ৭৫৫ থেকে ৫ কম সংখ্যাটি কত?
৬। ৪৬৩ সংখ্যাটির শতকের ঘরের অংক কত?
৭। ১৫টি দশ দ্বারা গঠিত সংখ্যাটি কত?
৮। ৬৮ + ৪২ = কত?
৯। ৭২৩ + ১৯৭ = কত?
১০। ১২৩৪ থেকে ১০০৩ এর জন্য কত প্রয়োজন?
১১। ২০ + ৩৬০ = ৭০০ + ২৫৫ = কত?
১২। ৪টি পঞ্চাশ টাকার নোট কত টাকার সমান?
১৩। ৮৭৫ - ৪৬২ = কত?
১৪। ৭৫০ থেকে কোন সংখ্যা বিয়োগ করলে ৪৫০ পাওয়া যাবে?
১৫। ঢাকা শহরের জনসংখ্যা ৭৫৪৬। পুরুষের সংখ্যা ৪৫০০ হলে নারীর সংখ্যা কত?
১৬। গুণের হিসাব কোন স্থানীয় অংক থেকে শুরু করতে হয়?
১৭। ৩টি একশত টাকার নোট ও ২টি পঁচিশ টাকার নোট মিলিয়ে কত টাকা হয়?
১৮। দুটি রেখা পরস্পর একে অপরকে ছেদ করলে কি গঠিত হয়?
১৯। ত্রিভুজের তিনটি বাহু কেমন হয়?
২০। একটি বৃত্তের ব্যাস কতগুলো ত্রিজ্যা সমান?
২। ৭৭৭৭ এবং ৮৬৬৬ দুটি সংখ্যা।
(ক) সংখ্যা দুইটি কথায় লেখ।
(খ) প্রথম সংখ্যাটির আগের সংখ্যাটি লিখ।
(গ) দ্বিতীয় সংখ্যা থেকে ৫২ বেশি সংখ্যাটি নির্ণয় কর।
৩। ৩২৫, ৬২৩, ৪৭৫
(ক) সংখ্যা তিনটির যোগফল নির্ণয় কর।
(খ) সংখ্যা তিনটির যোগফলে স্থানীয় মান নির্ণয় কর।
৪। একটি ক্রিকেট খেলায় শামীম ৫০, সুমন ৬০, রকি ৪৫, তানভীর ৫৫ ও মিঠুন ৬৫ রান করেন।
(ক) প্রথম ৩ জন মোট কত রান করেন?
(খ) শেষের ৩ জন মোট কত রান করেন?
(গ) তারা সবাই একত্রে কত রান করেন?
৫। ৬৭৪৩, ২৩৫৫, ৩৮৯, ৯২০
(ক) প্রথম দুইটি সংখ্যার যোগফল কত?
(খ) শেষের দুটি সংখ্যার বিয়োগফল কত?
(গ) প্রথম দুইটি সংখ্যার যোগফল ও শেষের দুটি সংখ্যার বিয়োগফলের পার্থক্য কত?
৬। রাজু ৩০০০ টাকা নিয়ে বাজারে গেল। তিনি ৫০০ টাকার চাউল, ৭০০ টাকার মাছ ও ৪৫০ টাকার সবজি কিনলেন।
(ক) চাউলের চেয়ে মাছের দাম কত বেশি?
(খ) মাছ ও সবজির দামের পার্থক্য কত?
(গ) বাজার করার পর তার কাছে কত টাকা রইল?
৭। রুবেল ২০০০ টাকা নিয়ে বাজারে গেল। তিনি ৬৫০ টাকার চাউল, ৮০০ টাকার মাছ এবং ৬০০ টাকার সবজি কিনলেন।
(ক) তিনি মোট কত টাকার বাজার করলেন?
(খ) তিনি যদি আরও ২০০ টাকার তেল কিনেন তাহলে তার কাছে কত টাকা অবশিষ্ট থাকবে?
৮। একটি বিদ্যালয়ে ১৬০০ জন ছাত্র-ছাত্রী আছে। ছাত্রীর সংখ্যা ৯৫০ জন।
(ক) ঐ বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত জন?
(খ) বিদ্যালয় থেকে ছাত্রী ৭৫ জন চলে গেলে ছাত্রীর সংখ্যা কত জন হবে?
(গ) বিদ্যালয় থেকে ছাত্র ৪০ জন চলে গেলে ছাত্র সংখ্যা কত হবে?
৯। ৪৫৬, ৮৭৬, ৬৩৫
(ক) প্রথম ও তৃতীয় সংখ্যাটি কথায় লেখ।
(খ) প্রদত্ত সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজাও।
(গ) প্রদত্ত সংখ্যাগুলোর দ্বিতীয় সংখ্যাটির স্থানীয় মান লেখ।
১০। প্রশ্নের উত্তর দাও।
(ক) ১। একটি ত্রিভুজ অঙ্কন কর।
২। অঙ্কিত ত্রিভুজের ২ টি বৈশিষ্ট্য লিখ।
(খ) একটি বৃত্তের ব্যাসার্ধ ৪ সেমি।
১। বৃত্তটি অঙ্কন কর।
২। অঙ্কিত বৃত্তের বৈশিষ্ট্য লিখ।
0 Comments