
শ্রেনিঃ তৃতীয়
বিষয়ঃ গণিত
সময়ঃ ২ ঘণ্টা ৩০ মিনিট
পূর্ণমানঃ ১০০
১। সংক্ষেপে উত্তর দাও (১x২০=২০)
১। ৭ শতক ৫ দশক ও ২ একক = কত?
২। ৭৮ এবং ৮৭ এর মধ্যে কোনটি বড়?
৩। চার শতক থেকে ৩ কম সংখ্যাটি কত?
৪। ৩ হাজার ২ শতক ৬ দশক ৮ একক = কত?
৫। ৮৯৯ থেকে ৩ বেশি সংখ্যাটি কত?
৬। ৭৮৪ সংখ্যাটির শতকের ঘরের অংক কত?
৭। ২০টি দশ দ্বারা গঠিত সংখ্যাটি কত?
৮। ৪৫+৩২ = কত?
৯। ৫৬১+২৩৯ = কত?
১০। ৯৯৯ থেকে ১০০১ এর জন্য কত প্রয়োজন?
১১। ৩৫+৪২৫=৯৫০+৪০১= কত?
১২। ৩টি পঞ্চাশ টাকার নোট কত টাকার সমান?
১৩। ৮৬৪-৪২৫ কত?
১৪। ৫৬০ থেকে কোন সংখ্যা বিয়োগ করলে ৩০০ পাওয়া যাবে?
১৫। রংপুর গ্রামের জনসংখ্যা ৫৮৬২। পুরুষের সংখ্যা ৩৪০০ হলে নারীর সংখ্যা কত?
১৬। যোগের হিসাব কোন স্থানীয় অংক থেকে শুরু করতে হয়?
১৭। ২টি পঞ্চাশ টাকার নোট ও ১টি বিশ টাকার নোট মিলিয়ে কত টাকা হয়?
১৮। দুটি রেখা পরস্পর ছেদ করলে কি গঠিত হয়?
১৯। বর্গক্ষেত্রের চারটি বাহু কেমন হয়?
২০। একটি বৃত্তের ব্যাস কতগুলো ত্রিজ্যা সমান?
২। ৮৮৮৮ এবং ৭৯৯৯ দুটি সংখ্যা।
(ক) সংখ্যা দুইটি কথায় লেখ।
(খ) প্রথম সংখ্যাটির আগের সংখ্যাটি লিখ।
(গ) দ্বিতীয় সংখ্যা থেকে ১০০ বেশি সংখ্যাটি নির্ণয় কর।
৩। ৪৯৮, ৬৭৮, ৫৮২
(ক) সংখ্যা তিনটির যোগফল নির্ণয় কর।
(খ) সংখ্যা তিনটির যোগফলে স্থানীয় মান নির্ণয় কর।
৪। একটি ফুটবল খেলায় রাহিম ৮৯, করিম ৯৫, সজিব ৮১, হাসান ৭০ ও হোসেন ৯২ গোল করেন।
(ক) প্রথম ৩ জন মোট কত গোল করেন?
(খ) শেষের ৩ জন মোট কত গোল করেন?
(গ) তারা সবাই একত্রে কত গোল করেন?
৫। ৭৪৮৫, ৩২৫৪, ৪৫৬, ১০২০ চারটি সংখ্যা।
(ক) প্রথম দুইটি সংখ্যার বিয়োগফল কত?
(খ) শেষের দুটি সংখ্যার যোগফল কত?
(গ) প্রথম দুইটি সংখ্যার বিয়োগফল ও শেষের দুটি সংখ্যার যোগফলের পার্থক্য কত?
৬। সুমনা ২০০০ টাকা নিয়ে বাজারে গেল। তিনি ৪২৫ টাকার চাউল, ৬৫০ টাকার মাছ ও ৩৭৫ টাকার সবজি কিনলেন।
(ক) চাউলের চেয়ে মাছের দাম কত বেশি?
(খ) মাছ ও সবজির দামের পার্থক্য কত?
(গ) বাজার করার পর তার কাছে কত টাকা রইল?
৭। রাশেদ ১৮০০ টাকা নিয়ে বাজারে গেল। তিনি ৪০০ টাকার চাউল, ৫৫০ টাকার মাছ এবং ৪২০ টাকার সবজি কিনলেন।
(ক) তিনি মোট কত টাকার বাজার করলেন?
(খ) তিনি যদি আরও ১৫০ টাকার তেল কিনেন তাহলে তার কাছে কত টাকা অবশিষ্ট থাকবে?
৮। একটি বিদ্যালয়ে ১৪৭৫ জন ছাত্র-ছাত্রী আছে। ছাত্রীর সংখ্যা ৮৬০ জন।
(ক) ঐ বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত জন?
(খ) বিদ্যালয় থেকে ছাত্রী ৬৫ জন চলে গেলে ছাত্রীর সংখ্যা কত জন হবে?
(গ) বিদ্যালয় থেকে ছাত্র ৫০ জন চলে গেলে ছাত্র সংখ্যা কত হবে?
৯। ৩৪০৭, ৫৬৭৮৯, ১০০০৫, ২৫০।
(ক) প্রথম ও তৃতীয় সংখ্যাটি কথায় লেখ।
(খ) প্রদত্ত সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজাও।
(গ) প্রদত্ত সংখ্যাগুলোর দ্বিতীয় সংখ্যাটির স্থানীয় মান লেখ।
১০। প্রশ্নের উত্তর দাও।
(ক) ১। একটি কোণ অঙ্কন কর।
২। অঙ্কিত কোণের বৈশিষ্ট্য লিখ।
(খ) একটি বৃত্তের ব্যাসার্ধ ৩ সেমি।
১। বৃত্তটি অঙ্কন কর।
২। অঙ্কিত বৃত্তের বৈশিষ্ট্য লিখ।
0 Comments