তৃতীয় শ্রেণির গণিত প্রশ্নপত্র। class three mathematics exam question paper.

 

তৃতীয় শ্রেণির গণিত প্রশ্নপত্র।  class three mathematics exam question paper.

তৃতীয় শ্রেণির গণিত প্রশ্নপত্র

১. সঠিক উত্তরটি খাতায় লেখ। (১×২০=২০)

১/ ৩০৫ সংখ্যাটি কোনটি?
ক. ৩৫০ খ. ৩০৫ গ. ৩৫৫ ঘ. ৩০০

২/ ৮৭৬৫ সংখ্যাটির শতকের অঙ্ক কোনটি?
ক. ৮ খ. ৭ গ. ৬ ঘ. ৫

৩/ নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়?
ক. ৭৪ খ. ৬৮ গ. ৯১ ঘ. ৮৯

৪/ নিচের কোন সংখ্যাটি সবচেয়ে ছোট?
ক. ৯০ খ. ৭৫ গ. ৬৫ ঘ. ৫৫

৫/ ৫০০ থেকে ১ বেশি সংখ্যাটি কত?
ক. ৪৯৯ খ. ৫০০ গ. ৫০১ ঘ. ৫১০

৬/ দশকের স্থানে ৪ আছে এমন সংখ্যা কোনটি?
ক. ৪৬৩ খ. ৩৪৫ গ. ৫৪১ ঘ. ৭৪২

৭/ ঊনত্রিশ এর পরের সংখ্যা কোনটি?
ক. তিরিশ খ. আটাশ গ. একত্রিশ ঘ. উনত্রিশ

৮/ ৮+৫ = কত?
ক. ১২ খ. ১৪ গ. ১৩ ঘ. ১১

৯/ ৬×৪ = কত?
ক. ২৪ খ. ২০ গ. ১৮ ঘ. ৩০

১০/ ১০০০ এর ১০ কম সংখ্যা কোনটি?
ক. ৯৯০ খ. ৯৯৯ গ. ৯৯০০ ঘ. ১০০১

১১/ ৫০÷৫ = কত?
ক. ৫ খ. ১০ গ. ১৫ ঘ. ২০

১২/ ৩৯-৯ = কত?
ক. ২৯ খ. ৩০ গ. ৩১ ঘ. ৩২

১৩/ গুণফল নির্ণয়ের প্রতীক কোনটি?
ক. + খ. - গ. × ঘ. ÷

১৪/ ১ সপ্তাহ = কত দিন?
ক. ৭ খ. ৩০ গ. ১৫ ঘ. ৩৬৫

১৫/ ৯ এর সাথে কোনটি যোগ করলে ১৫ হবে?
ক. ৫ খ. ৬ গ. ৭ ঘ. ৮

১৬/ ১০০০ এর ১০০ কম সংখ্যা কোনটি?
ক. ৯১০ খ. ৯০০ গ. ৯০৯ ঘ. ৮৯৯

১৭/ ১ বছর = কত মাস?
ক. ১০ খ. ১২ গ. ২৪ ঘ. ৩৬

১৮/ ২৫ এর অর্ধেক কত?
ক. ১০ খ. ১২ গ. ১২.৫ ঘ. ১৫

১৯/ ৩×৭ = কত?
ক. ২০ খ. ২১ গ. ২৪ ঘ. ২৭

২০/ ৪০ ভাগ ৮ = কত?
ক. ৪ খ. ৫ গ. ৬ ঘ. ৮

২. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। (১×১০=১০)

ক. শূন্য দিয়ে কোনো সংখ্যা গুণ করলে গুণফল কত হবে?
খ. গুণফল নির্ণয়ের সূত্রটি লিখ।
গ. ৭০৫ সংখ্যাটি কথায় লেখ।
ঘ. বিয়োগের সূত্রটি লেখ।
ঙ. ভাগের সূত্রটি লেখ।
চ. যোগ ও বিয়োগের পার্থক্য কী?
ছ. ৩৬-৯= কত?
জ. দুই হাজার পাঁচশো পঞ্চাশকে অঙ্কে লেখ।
ঝ. ৪৮ ÷ ৮= কত?
ঞ. ১২ × ১০=কত?

৩. গুণ কর। (২×৫=১০)

ক. ৪৫ × ১০=
খ. ৩৭ × ২০=

৪. ভাগ কর। (২×৫=১০)

ক. ৬)৪৮(
খ. ৫)৭৫(

৫. যেকোন ৮ টি প্রশ্নের উত্তর দাও। (৮×৫=৪০)

ক. একটি স্কুলে ৩২৫ জন ছেলে ও ২৮০ জন মেয়ে আছে। মোট শিক্ষার্থী কত?
খ. একটি ট্রাকে ৭৪৫ কেজি চাল ও ৮৬৫ কেজি গম আছে। মোট কত কেজি শস্য আছে?
গ. রহিমের মাসিক আয় ১৬,৫০০ টাকা এবং ব্যয় ১৪,৮০০ টাকা। তার সঞ্চয় কত?
ঘ. একটি কলমের দাম ২৫ টাকা। ১০টি কলমের দাম কত?
ঙ. ১ লিটার পানিতে ১০০০ মিলিলিটার থাকে। ৫ লিটার পানিতে কত মিলিলিটার থাকবে?
চ. ৫ হালিতে মোট কতটি ডিম হয়? (১ হালিতে ৪টি)
ছ. ৪০ টি আম ৫ জনকে সমানভাবে ভাগ করলে প্রত্যেকে কয়টি করে পাবে?
জ. ৩৬০ টাকা ৬ জনকে সমানভাবে ভাগ করলে প্রত্যেকে কত টাকা পাবে?
ঝ. ৬০ টাকা দিয়ে কিছু আপেল কেনা হলো। ১টি আপেলের দাম ১২ টাকা হলে মোট কয়টি আপেল কেনা হলো?
ঞ. ৮০ জন শিক্ষার্থীকে ১০ জন করে দলে ভাগ করলে কতটি দল হবে?

৬. যেকোনো দুইটি প্রশ্নের উত্তর দাও। (৫×২=১০)

ক. রেখা কাকে বলে? চিত্রসহ তিনটি বৈশিষ্ট্য লেখ।
খ. কোন কাকে বলে? চিত্রসহ তিনটি বৈশিষ্ট্য লেখ।
গ. বিন্দু কাকে বলে? চিত্রসহ তিনটি বৈশিষ্ট্য লেখ।

Post a Comment

0 Comments