
পূর্ণমান: ১০০
সময়: ২ ঘণ্টা
১. সঠিক উত্তরটি খাতায় লেখ। (১×২০=২০)
১/ তিনশত তেইশ সংখ্যাটি কোনটি?
ক. ৩২৩ খ. ৩২০ গ. ৩৩০ ঘ. ৩২৩
২/ ৭৮৬৪ সংখ্যাটির দশকের অঙ্ক কোনটি?
ক. ৮ খ. ৬ গ. ৪ ঘ. ৭
৩/ নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়?
ক. ৬৭ খ. ৭৬ গ. ৮৯ ঘ. ৭৮
৪/ ৫০৯ সংখ্যাটিতে কতটি শতক আছে?
ক. ৯ খ. ৫ গ. ৫০ ঘ. ৫০০
৫/ ৮৯৯ থেকে ১ বেশি সংখ্যাটি কত?
ক. ৯০০ খ. ১০০ গ. ৮৯৮ ঘ. ৯৯৯
৬/ গণিতের মৌলিক সংখ্যা প্রতীক কয়টি?
ক. ৭ খ. ৯ গ. ১০ ঘ. ৮
৭/ উনবিংশের পরের ক্রমিক সংখ্যা কোনটি?
ক. বিশ খ. একুশ গ. অষ্টাদশ ঘ. ষোল
৮/ বিয়োগ বা যোগ করার সময় কোন স্থান থেকে শুরু করতে হয়?
ক. একক খ. দশক গ. শতক ঘ. হাজার
৯/ গুণ করতে কোন চিহ্নটি ব্যবহার করা হয়?
ক. × খ. ÷ গ. + ঘ. -
১০/ ৯ × ৬ = কত?
ক. ৪৫ খ. ৬৩ গ. ৫৪ ঘ. ৬৫
১১/ ৬৩ ÷ ৭ = কত?
ক. ৯ খ. ৮ গ. ৬ ঘ. ৭
১২/ ৫৫ - ৯ = কত?
ক. ৪৫ খ. ৪৬ গ. ৪৭ ঘ. ৪৪
১৩/ গুণফল কাকে বলে?
ক. গুণ্য × গুণক খ. গুণক ÷ গুণ্য গ. ভাজক × ভাজ্য ঘ. যোগফল
১৪/ ১ সপ্তাহ = কত দিন?
ক. ৫ খ. ৬ গ. ৭ ঘ. ১০
১৫/ কোন সংখ্যা শূন্য হলে ভাগ করা যায় না?
ক. ভাজ্য খ. ভাগফল গ. ভাজক ঘ. গুণফল
১৬/ ৩০ ÷ ৫ = ৬ এখানে ভাজ্য কত?
ক. ৬ খ. ৩০ গ. ৫ ঘ. ৩
১৭/ ১ বছর = কত মাস?
ক. ১০ খ. ১২ গ. ১১ ঘ. ১৫
১৮/ ৫০ ÷ ১০ = কত?
ক. ৪ খ. ৫ গ. ৬ ঘ. ৭
১৯/ ২৩ কে ৪ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
ক. ৯২ খ. ৮২ গ. ১০২ ঘ. ৮৮
২০/ যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কী বলে?
ক. ভাজ্য খ. ভাগফল গ. ভাগশেষ ঘ. ভাজক
২. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। (১×১০=১০)
ক. যে কোনো সংখ্যা শুন্য দ্বারা গুণ করলে গুণফল কত হয়?
খ. গুণফল নির্ণয়ের সূত্রটি লেখ।
গ. ২০১৫ সংখ্যাটি কথায় লেখ।
ঘ. বিয়োগের সূত্রটি লেখ।
ঙ. ভাগের সূত্রটি লেখ।
চ. যোগ ও বিয়োগের মধ্যে সম্পর্ক কী?
ছ. ৫৫ - ১১ = কত?
জ. সাত হাজার দুইশত এককে সংখ্যায় লেখ।
ঝ. ২০০ ÷ ১০ = কত?
ঞ. ২০ × ১০ = কত?
৩. গুণ কর। (২×৫=১০)
ক. ৪৫ খ. ৭৩× ১০ × ৪২
৪. ভাগ কর। (২×৫=১০)
ক. ৭)৪৯( খ. ৫)৮৫(
৫. যেকোনো ৮টি প্রশ্নের উত্তর দাও। (৮×৫=৪০)
ক. একটি ক্লাসে ৩৪ জন ছাত্র ও ৩৮ জন ছাত্রী আছে। মোট কত শিক্ষার্থী আছে?
খ. এক কৃষকের কাছে ১২৩৫টি আম ছিল। তিনি ৪৫০টি বিক্রি করলেন। তার কাছে কতটি আম বাকি রইল?
গ. রফিক সাহেবের মাসিক আয় ১৮০০০ টাকা, ব্যয় ১৬৫৭৫ টাকা। তার সঞ্চয় কত?
ঘ. একটি কলমের দাম ২৫ টাকা। ১৫টি কলমের দাম কত?
ঙ. ১০০ পয়সায় ১ টাকা হয়। ১৫ টাকায় কত পয়সা হবে?
চ. ৫ টিতে ১ হালি হয়। ৬ হালিতে কতগুলো হবে?
ছ. ১০টি চকলেট ২ জন বন্ধুর মাঝে সমানভাবে ভাগ করলে প্রত্যেকে কয়টি পাবে?
জ. ৩০০ টাকা ৫ জনের মাঝে সমানভাবে ভাগ করলে প্রত্যেকে কত টাকা পাবে?
ঝ. হাসান ৪৮ টাকা দিয়ে কিছু আপেল কিনল। যদি ১টি আপেলের দাম ৮ টাকা হয়, তবে সে কয়টি আপেল কিনেছে?
ঞ. ৯০ জন শিক্ষার্থীকে ১০ জন করে দলে ভাগ করা হলো। কয়টি দল হবে?
৬. যেকোনো ২টি প্রশ্নের উত্তর দাও। (৫×২=১০)
ক. রেখা কাকে বলে? চিত্রসহ তিনটি বৈশিষ্ট্য লেখ।
খ. কোন কাকে বলে? চিত্রসহ তিনটি বৈশিষ্ট্য লেখ।
গ. বিন্দু কাকে বলে? চিত্রসহ তিনটি বৈশিষ্ট্য লেখ।
0 Comments