পঞ্চম শ্রেণির বাংলা বিষয়ের ৬০ নম্বরের মডেল প্রশ্ন। five bangla model question.

মডেল প্রশ্ন

শ্রেণি- পঞ্চম

বিষয়- বাংলা

সময়ঃ ঘন্টা    পূর্ণমানঃ ৬০

পঞ্চম শ্রেণির বাংলা বিষয়ের ৬০ নম্বরের মডেল প্রশ্ন। five bangla model question.

নিচের অনুচ্ছেদটি পড়ে , , নং ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখঃ

বাংলাদেশে বেশ কয়েকটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ময়নামতি, মহাস্থানগড় পাহাড়পুর এগুলো সবই মাটির উপরে কিন্তু এদেশে মাটির নিচে আছে এক প্রাচীন নগর সভ্যতা  এটি ঢাকা থেকে ৭০ কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদীর বেলাবো শিবপুর উপজেলায় অবস্থিত ১৯৩৩ সালে উয়ারী শ্রমিকরা মাটি খনন করার সময় একটা পাত্রে জমানো কিছু মুদ্রা পায় স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেখান থেকে ২০-৩০ টি মুদ্রা সংগ্রহ করেন তার ছেলে হাবিবুল্লাহ পাঠান উয়ারী বটেশ্বরের প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করেন এবং সেগুলো জাদুঘরে জমা দেন জানখাঁরটেকে বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে ক্রমে ক্রমে অনেক আশ্চর্য নিদর্শন পাওয়া যাচ্ছে উয়ারী বটেশ্বরে শীতলক্ষা নদীর পাড়ে বিস্তীর্ন অঞ্চল জুড়ে ছিল সুসভ্য মানুষজনের বসবাস নরসিংদী অঞ্চলের পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদ বয়ে গেছে উয়ারী বটেশ্বর বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন পাহাড় পর্বতের মাঝে সমতল ভূমিকে বলে উপত্যকা আমি জাদুঘর দেখে অভিভূত হয়ে গেলাম এই সভ্যতা প্রাচীনকালে সোনাগড়া নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল

. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখঃ   ×=

() উয়ারী বটেশ্বরের প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করে জাদুঘরে কে জমা দেন?

.হাসিবুল্লাহ পাঠান .হাফিজুল্লাহ পাঠান .হাবিবুল্লাহ পাঠান .শরিফুল্লাহ পাঠান

() একটি বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে------

. ভাষাণটেকে . জানখাঁরটেকে  . টেকেরহাটে . টঙ্গীরটেকে

() কোন নদীর পাড়ে বিস্তীর্ন অঞ্চল জুড়ে ছিল সুসভ্য মানুষজনের বসবাস?

. বুড়িগঙ্গা  . ব্রহ্মপুত্র  . শীতলক্ষা . মেঘনা

() ব্রহ্মপুত্র নদ বয়ে গেছে কোন অঞ্চলের পাশ দিয়ে?

. মধুপুর  . ময়নামতি . পাহাড়পুর . নরসিংদী

() এই সভ্যতা প্রাচীনকালে কী নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল?

. রূপাগপড়া . মনগড়া . সোনাগড়া . সোনাঝুরি

. শূন্যস্থান পূরণ করোঃ ×=

() পাহাড় পর্বতের মাঝে সমতল ভূমিকে বলে ………

() ক্রমে ক্রমে অনেক আশ্চর্য ……. পাওয়া যাচ্ছে উয়ারী বটেশ্বরে

() উয়ারী বটেশ্বর বাংলাদেশের …….. নিদর্শন

() হানিফ পাঠান সেখান থেকে …….. টি মুদ্রা সংগ্রহ করেন

() আমি জাদুঘর দেখে ……. হয়ে গেলাম

. প্রশ্নের উত্তর লেখঃ      ১০

() বাংলাদেশের দুইটি প্রত্নতাত্ত্বিক স্থানের নাম লেখ     

() প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ করা দরকার কেন চারটি বাক্যে লেখ   

() বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে চারটি বাক্য লেখ   

. শব্দ দিয়ে বাক্য তৈরি কর-৫টি   ×=

সুখ, রাজ্য, শিল্পী, আলো, স্বাধীন, ঘুমন্ত

. প্রদত্ত শব্দ বা শব্দগুচ্ছ থেকে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর(৫টি)       ×=

অতিক্ষুদ্র

বাড়িতে

কল্যাণ

পান্ডিত্যপূর্ণ

দূরন্ত

() তার…….বক্তৃতা শুনে তাঁকে অধ্যাপনা করার আমন্ত্রণ জানানো হয়

() দেশের …….করার জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন

() ছেলেটি তেমন ……নয়

() ওর পড়াশোনার শুরু …….

() তিনি …….. তরঙ্গসৃষ্টি আবিষ্কার করেন

. যুক্তবর্ণ দিয়ে দুটি করে শব্দ লেখ (৫টি)                                   ×=

ক্ষ, ন্ট, স্ত্র, ষ্ট, ঙ্গ, ল্প

. কবিতাংশটুকু পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ

এই যে নদী

নদীর জোয়ার

নৌকা সারে সারে

একলা বসে আপন মনে

বসে নদীর ধারে-

এই ছবিটি চেনা,

মনের মধ্যে যখন খুশি

এই ছবিটি আঁকি

এক পাশে তার জারুল গাছে

দুটি হলুদ পাখি-

এমনি পাওয়া এই ছবিটি

কড়িতে নয় কেনা

() ছেলেটির সারাদিন কীভাবে কাটে

() কড়িতে নয় কেনা বলতে কী বোঝানো হয়েছে? দুইটি বাক্যে লেখ  

() বাংলাদেশের নদী প্রকৃতি সম্পর্কে দুইটি বাক্য লেখ  2

. অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরি করে লেখ (5টি)  ×=

(কে,কী, কেন, কোথায়, কীভাবে, কখন)

অনেক দিন আগের কথা এক দেশে ছিল এক রাজা রাজার একটাই পুত্র রাজা পুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে রাখাল মাঠে গরু চড়ায় রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায় রাজপুত্র তার বন্ধু রাখালের গলা জড়িয়ে বসে সেই সুর শোনে

9. ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য সাময়িক ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখ  

অথবা,

বৈশাখী মেলার বর্ণনা দিয়ে তোমার বন্ধু বা বান্ধবীকে একটি চিটি লেখ

১০. অনুছেদ লেখ যে কোন একটি  ১০

() প্রিয় খেলা

() শীতের সকাল

() আমাদের বিদ্যালয়

() পোষা প্রাণী

Post a Comment

0 Comments