মডেল প্রশ্ন
শ্রেণি- পঞ্চম
বিষয়- প্রাথমিক বিজ্ঞান
সময়ঃ ২ ঘন্টা
পূর্ণমানঃ ৬০
১. সঠিক উত্তরটি
উত্তরপত্রে লেখঃ ১×১০=১০
১. শক্তির মূল উৎস কোনটি?
(ক) উদ্ভিদ (খ) সূর্য (গ) চাঁদ (ঘ) প্রাণী
২. কোনটি পানি দূষণের
ফলে হয়?
(ক) শ্রবন শক্তি
হ্রাস (খ) ঘুমে ব্যাঘাত সৃষ্টি (গ) ডায়রিয়া (ঘ) মাটির উর্বরতা হ্রাস
৩. কোনটি জাঙ্ক ফুড?
(ক) পাউরুটি (খ) দই (গ) পরোটা (ঘ) পটেটো চিপস
৪. চিপসের প্যাকেটে
কোন গ্যাস ব্যবহার করা হয়?
(ক) অক্সিজেন (খ) কার্বন
ডাই অক্সাইড (গ) নাইট্রোজেন (ঘ) জলীয় বাষ্প
৫. সূর্য্যের চারদিকে
একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে?
(ক) ২৪ দিন (খ) ২৮ দিন (গ) ৩৬৫
দিন (ঘ) ৭ দিন
৬. কোনটি ম্যালেরিয়া
বা ডেঙ্গু রোগের বাহক?
(ক) কুকুর (খ) প্রজাপতি (গ) মশা (ঘ) মাছি
৭. খাদ্যে নিচের
কোন শক্তি থাকে?
(ক) আলোক শক্তি (খ) তাপশক্তি (গ) যান্ত্রিক শক্তি (ঘ) রাসায়নিক শক্তি
৮. শিল্প বিপ্লব
কখন হয়েছিল?
(ক) ১৭ শতক (খ) ১৮ শতক (গ) ১৯ শতক (ঘ) ২০ শতক
৯. তথ্য বিনিময়ের
জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?
(ক) বাস (খ) থার্মোমিটার (গ) মোবাইল ফোন (ঘ) ঘড়ি
১০. নিচের কোনটি
যান্ত্রিক শক্তি?
(ক) বায়ু প্রবাহ (খ) জ্বালানি তেল (গ) চুলার আগুন (ঘ) তাপ
২. শূন্যস্থান পূরণ
করঃ ১×৫=৫
(ক) উদ্ভিদ সূর্য
থেকে ……পায়।
(খ) হর্ন বাজলে
…….দুষণ হয়।
(গ) উদ্ভিদের দেহে
শতকরা প্রায় ….. পানি।
(ঘ) বায়ু ছাড়া
…..বেঁচে থাকতে পারে না।
(ঙ) কোন কিছু করার …… শক্তি।
৩. বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশ মিল কর। ১×৫=৫
বামপাশ | ডানপাশ |
---|---|
(ক) উদ্ভিদ ও প্রাণী | ১. খাদ্যজাল তৈরি করে। |
(খ) খাদ্যশৃঙ্খল শুরু হয় | ২. উদ্ভিদের বীজ তৈরি হয়। |
(গ) ঘাস---> ঘাসফড়িং | ৩. সাপ ---> ব্যাঙ |
(ঘ) পরাগায়নের ফলে | ৪. একে অপরের উপর নির্ভরশীল। |
(ঙ) একাধিক খাদ্যশৃঙ্খল একত্রিত হয়ে | ৫. ব্যাঙ---> সাপ |
৬. সবুজ উদ্ভিদ থেকে। | |
৭.খাদ্যশৃঙ্খল তৈরি করে। |
৪. সংক্ষেপে উত্তর
লেখঃ ২×৫=১০
(ক) বীজের বিস্তরণ
কী?
(খ) খাদ্য শৃঙ্খল
কী?
(গ) পানি চক্র কী?
(ঘ) পরমানু কী?
(ঙ) পৃথিবীর দুই ধরনের গতি কী কী?
৫. নিচের প্রশ্নগুলো
হতে যেকোন ৬ টি প্রশ্নের উত্তর লেখ। ৫×৬=৩০
(ক) জীব কী? উদ্ভিদ
কীভাবে প্রাণীর উপর নির্ভরশীল? ১+৪=৫
(খ) শব্দ দূষণ কী?
শব্দদূষণের ক্ষতিকর প্রভাব কী? ১+৪=৫
(গ) নিরাপদ পানি
কী? পানি নিরাপদ করার কিছু উপায় বর্ণনা কর। ১+৪=৫
(ঘ) মানুষ কীভাবে
বায়ু প্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে। ৫
(ঙ) শক্তি কী? শক্তির
পাঁচটি রূপের নাম লেখ। ১+৪=৫
(চ) খাদ্য সংরক্ষণ
কী? খাদ্য সংরক্ষণের চারটি উপায় লেখ। ১+৪=৫
(ছ) ডেঙ্গু কী ধরনের
রোগ? ডেঙ্গু প্রতিরোধের তিনটি উপায় লেখ। ১+৪=৫
(জ) আবহাওয়া কী?
আবহাওয়া ও জলবায়ুর উপাদান লেখ। ১+৪=৫
0 Comments