প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার প্রশ্নের মানবন্টন। Primary School Scholarship Examination Marks Distribution.
সম্মানিত ভিজিটর, সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো থাকেন।
এবছর নভেম্বর-২০২২ মাসে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠীত হওয়ার
কথা ছিল কিন্তু করোনার কারণে এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে কিন্তু ডিসেম্বর মাসের
শেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হবে। এতে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের
শতকরা ২০ জন অংশগ্রহণ করতে পারবে। আগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ কারীদের
মধ্য হতে বৃত্তি প্রদান করা হত এবং এই বৃত্তি দুই রকমের হয়ে থাকে। ট্যালেন্টপুল ও সাধারন
কোটায় বৃত্তি। ট্যালেন্টপুলে যেসব শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয় তারা মাসে ৩০০ টাকা
এবং সাধারন গ্রেডে যারা বৃত্তিপ্রাপ্ত হয় তারা মাসে ২২৫ টাকা হারে পেয়ে থাকে।
আজকেই এই পোস্টটে আলোচনা করব ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কোন
ধরনের প্রশ্ন আসবে বা মানবন্টন নিয়ে। আশা করি সম্পুর্ণ পোস্টটি পড়বেন। এ বছর চার বিষয়ে
অর্থাৎ বাংলা, গণিত, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।
বাংলা-২৫, গণিত-২৫, ইংরেজি-২৫ ও প্রাথমিক বিজ্ঞান-২৫ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষার
সময় হবে ২ ঘন্টা। পরীক্ষার কেন্দ্র হবে উপজেলা সদরে।
প্রথমে আসি বাংলা বিষয়ে-
বাংলা বিষয়ে ১৫ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে যার প্রতিটির নম্বর
হবে ১ করে মোট ১৫ নম্বর। এখানে দুইটি অনুচ্ছেদ দেওয়া থাকবে এবং অনুচ্ছেদ পড়ে ৮ টি বহুনির্বাচনী
প্রশ্নের উত্তর দিতে হবে। বাকী ৭ টি বহুনির্বাচনী প্রশ্ন সমস্ত পাঠ্যবই থেকে আসবে।
বাকী ১০ নম্বরের জন্য একটি রচনামূলক প্রশ্ন থাকবে।
এবার আসি ইংরেজি বিষয়ে-
সমগ্র পাঠ্যবই থেকে ১৫ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে এর থেকে
১৫ টির উত্তর দিতে হবে এবং নম্বর হচ্ছে ১৫। বাকী ১০ নম্বরের জন্য একটি অনুচ্ছেদ বা
প্যারাগ্রাফ লিখতে হবে যার নম্বর হচ্ছে ১০।
এখন গণিত বিষয়-
সমস্ত প্রাথমিক গণিত বিষয় থেকে ১৫ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে
এবং এর থেকে ১৫ টির উত্তর দিতে হবে। যার নম্বর হচ্ছে ১৫। বাকী ১০ নম্বরের জন্য দুইটি
সমস্যামূলক প্রশ্ন থাকবে। প্রতিটির মান হচ্ছে ৫।
এবার প্রাথমিক বিজ্ঞান-
প্রাথমিক বিজ্ঞান বই থেকে ১৫ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে এবং
নম্বর হচ্ছে ১৫। বাকী ১০ নম্বররের জন্য দুইটি প্রশ্ন থাকবে এবং প্রতিটির নম্বর হচ্ছে
৫ করে। এভাবে মোট ১০০ নম্বররে পরীক্ষা হবে।
2 Comments
Thanks admin to share a useful article. Also you can read.......
ReplyDelete1. ডিগ্রি সাবজেক্ট কি কি
2. চিয়া সিড এর উপকারিতা | চিয়া সিড খাওয়ার নিয়ম
3. অনার্স সাবজেক্ট কি কি
4. পরীক্ষায় ভালো করার উপায়
5. মেথির উপকারিতা ও অপকারিতা
Sherwood Hall
ReplyDelete