গ্রিন হাউজ (green house)

গ্রিন হাউজ (green house)


গ্রিন হাউজ (green house) হচ্ছে কাঁচের তৈরি ঘর। শীত প্রধান দেশে অত্যাধিক ঠাণ্ডার কারণে কাচের  তৈরি ঘরে গাছ লাগানো হয়।  জলীয় বাষ্প, কার্বন-ডাই-অক্সাইড, মিথেন গ্যাস ইত্যাদি গ্যাসকে গ্রিন হাউজ গ্যাস বলা হয়। মানুষের বিভিন্ন কর্মাকাণ্ডের কারণে এসব গ্যাস উৎপন্ন হয়। 

গ্রিন হাউজ এর প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, বৈশ্বিক উষ্ণায়ন দেখা দিচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, পৃথিবীর নিন্মাঞ্চল তলিয়ে যাবে। এছাড়া আরও অনেক সমস্যা গ্রিন হাউজের কারণে দেখা যায়। এই ভিডিওটি গ্রিন হাউজ সম্পর্কিত ক্লাস নেওয়ার সময় পাঠ শুরুর বা পাঠ ঘোষণার জন্য এই ভিডিওটি ব্যবহার করতে পারেন।

ভিডিও লিংক: https://youtu.be/PusflWrnvEg



সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

Post a Comment

0 Comments