তৃতীয় শ্রেণির প্রাথমিক গণিত বিষয়ের ১০০ নম্বরের মডেল প্রশ্ন। three elementary mathematics model question.

মডেল প্রশ্ন

শ্রেণিঃ তৃতীয়

বিষয়ঃ প্রাথমিক গণিত

সময়ঃ ২ ঘন্টা

 পূর্ণমানঃ ১০০

বহুনির্বাচনী প্রশ্ন (২০টি, প্রতিটির মান ১ = ২০×১ = ২০)

প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নাও।

  1. ৫ + ৭ = কত?
    ক) ১০ খ) ১১ গ) ১২ ঘ) ১৩

  2. ১৫ - ৮ = কত?
    ক) ৭ খ) ৮ গ) ৯ ঘ) ৬

  3. ৯ × ৪ = কত?
    ক) ৩৬ খ) ৩৫ গ) ৪৫ ঘ) ৩৮

  4. ৮০ ভাগ ১০ = কত?
    ক) ৮ খ) ১০ গ) ৭ ঘ) ৯

  5. ১ ঘণ্টায় কত মিনিট?
    ক) ৫০ খ) ৬০ গ) ৭০ ঘ) ১০০

  6. ৭২ সংখ্যাটি ৯ দিয়ে ভাগ করলে ভাগফল কত?
    ক) ৮ খ) ৯ গ) ৬ ঘ) ৭

  7. ১ কেজি = কত গ্রাম?
    ক) ১০০০ খ) ৫০০ গ) ১০০ ঘ) ১৫০০

  8. ২০ এর অর্ধেক কত?
    ক) ১০ খ) ১৫ গ) ৫ ঘ) ৮

  9. ১২ গুণ ৫ = কত?
    ক) ৬০ খ) ৫০ গ) ৫৫ ঘ) ৪০

  10. ১ দিন = কত ঘণ্টা?
    ক) ১০ খ) ১২ গ) ২৪ ঘ) ৩০

  11. ৯০ - ২৫ = কত?
    ক) ৭০ খ) ৬৫ গ) ৬০ ঘ) ৫৫

  12. ৫ গুণ ১০ = কত?
    ক) ৫০ খ) ৬০ গ) ৪৫ ঘ) ৪০

  13. ৪৫ এর পরবর্তী ৫ সংখ্যার যোগফল কত?
    ক) ২৪৫ খ) ২৩০ গ) ২৫৫ ঘ) ২৫০

  14. ১ থেকে ৫ পর্যন্ত সংখ্যার যোগফল কত?
    ক) ১৫ খ) ১২ গ) ১০ ঘ) ১১

  15. ১ মিটার = কত সেন্টিমিটার?
    ক) ১০০ খ) ১০ গ) ৫০ ঘ) ১০০০

  16. ৩৮ + ৬২ = কত?
    ক) ১০০ খ) ৯০ গ) ৮৫ ঘ) ১০৫

  17. ২ ডজন লেবুতে মোট কত লেবু?
    ক) ২৪ খ) ২০ গ) ৩০ ঘ) ১২

  18. ৫০০ টাকা থেকে ১৫০ টাকা খরচ করলে বাকি কত টাকা থাকবে?
    ক) ৩৫০ খ) ৪৫০ গ) ৪০০ ঘ) ৩০০

  19. ১ ডজন কমলালেবুতে কতটি লেবু?
    ক) ১২ খ) ১০ গ) ১৫ ঘ) ২০

  20. ৭ বার ৮ গুণ করলে কত?
    ক) ৫৬ খ) ৬০ গ) ৫০ ঘ) ৬৪

শূন্যস্থান পূরণ (১০টি, প্রতিটির মান ১ = ১০×১ = ১০)

১। ৭২ ভাগ ______ = ৯।
২। ৫০% মানে ______ ভাগ।
৩। ১ দিন = ______ ঘণ্টা।
৪। ৪ গুণ ২৫ = ______।
৫। ______ কেজি = ১০০০ গ্রাম।
৬। ৬ × ৮ = ______।
৭। ১০ মিনিট = ______ সেকেন্ড।
৮। ৯০ - ৩০ = ______।
৯। ১ মিটার = ______ সেন্টিমিটার।
১০। ______ গুণ ১০ = ১০০।

সংক্ষেপে উত্তর দাও (১০টি, প্রতিটির মান ২ = ১০×২ = ২০)

১। ১ ঘণ্টায় কত মিনিট?
২। ১০০০ টাকা থেকে ৩৫০ টাকা খরচ করলে কত টাকা বাকি থাকবে?
৩। ৬টি কলা এবং ৮টি আপেল আছে। মোট কত ফল?
৪। ২৭ কে ৩ দিয়ে ভাগ করলে কত?
৫। ৪ জনের প্রত্যেকের কাছে ১৫টি বই থাকলে, মোট কত বই?
৬। ১ ডজন কলায় কতটি কলা?
৭। ৫০% এর মান কী?
৮। ১০০ থেকে ৪০ বিয়োগ করলে কত?
৯। ৫ কেজি চালের দাম ২৫০ টাকা হলে, ১ কেজি চালের দাম কত?
১০। ৮০ কে ৮ দিয়ে ভাগ করলে কত?


বড় প্রশ্ন (যেকোন ১০ টি, প্রতিটির মান ৫ = ১০×৫ = ৫০)

১। ১ থেকে ২০ পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় কর।
২। ১ দিনে ২৪ ঘণ্টা। ১ সপ্তাহে কত ঘণ্টা?
৩। ২৫ জন ছাত্রের প্রত্যেকের কাছে ৪টি বই থাকলে, মোট কত বই?
৪। ১০০০ টাকা থেকে ৪৭৫ টাকা খরচ করলে কত টাকা বাকি থাকবে?
৫। ২ মিটার কাপড়ের প্রতি মিটারের দাম ৩৫ টাকা হলে, ৫ মিটার কাপড়ের দাম কত?
৬। ৭ জন শিশুর প্রত্যেকের কাছে ৬টি করে খেলনা থাকলে মোট খেলনা কত?
৭। ১২০ কেজি চাল ১২ জনের মধ্যে সমান ভাগ করলে প্রত্যেকের ভাগে কত কেজি পড়বে?
৮। ১০টি কলা ৫ জনের মধ্যে সমান ভাগ করলে একজন কতটি পাবে?
৯। ৫ জন শিশুর প্রত্যেকের কাছে ১২টি চকলেট আছে। তারা আরও ৫টি করে পেলে মোট কত চকলেট হবে?
১০। ৪৫ মিনিট ৩০ সেকেন্ডে মোট কত সেকেন্ড?
১১। ১ ঘণ্টায় কত সেকেন্ড?
১২। ৮০০ টাকা থেকে ৩৫০ টাকা খরচ করলে কত টাকা বাকি থাকবে?
১৩। ১০ টাকার ২০টি নোটের মোট মূল্য কত?

Post a Comment

0 Comments