মডেল প্রশ্ন
শ্রেণিঃ তৃতীয়
বিষয়ঃ প্রাথমিক গণিত
সময়ঃ ২ ঘন্টা
পূর্ণমানঃ ১০০
বহুনির্বাচনী প্রশ্ন (২০টি, প্রতিটির মান ১ = ২০×১ = ২০)
প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নাও।
-
৫ + ৭ = কত?
ক) ১০ খ) ১১ গ) ১২ ঘ) ১৩ -
১৫ - ৮ = কত?
ক) ৭ খ) ৮ গ) ৯ ঘ) ৬ -
৯ × ৪ = কত?
ক) ৩৬ খ) ৩৫ গ) ৪৫ ঘ) ৩৮ -
৮০ ভাগ ১০ = কত?
ক) ৮ খ) ১০ গ) ৭ ঘ) ৯ -
১ ঘণ্টায় কত মিনিট?
ক) ৫০ খ) ৬০ গ) ৭০ ঘ) ১০০ -
৭২ সংখ্যাটি ৯ দিয়ে ভাগ করলে ভাগফল কত?
ক) ৮ খ) ৯ গ) ৬ ঘ) ৭ -
১ কেজি = কত গ্রাম?
ক) ১০০০ খ) ৫০০ গ) ১০০ ঘ) ১৫০০ -
২০ এর অর্ধেক কত?
ক) ১০ খ) ১৫ গ) ৫ ঘ) ৮ -
১২ গুণ ৫ = কত?
ক) ৬০ খ) ৫০ গ) ৫৫ ঘ) ৪০ -
১ দিন = কত ঘণ্টা?
ক) ১০ খ) ১২ গ) ২৪ ঘ) ৩০ -
৯০ - ২৫ = কত?
ক) ৭০ খ) ৬৫ গ) ৬০ ঘ) ৫৫ -
৫ গুণ ১০ = কত?
ক) ৫০ খ) ৬০ গ) ৪৫ ঘ) ৪০ -
৪৫ এর পরবর্তী ৫ সংখ্যার যোগফল কত?
ক) ২৪৫ খ) ২৩০ গ) ২৫৫ ঘ) ২৫০ -
১ থেকে ৫ পর্যন্ত সংখ্যার যোগফল কত?
ক) ১৫ খ) ১২ গ) ১০ ঘ) ১১ -
১ মিটার = কত সেন্টিমিটার?
ক) ১০০ খ) ১০ গ) ৫০ ঘ) ১০০০ -
৩৮ + ৬২ = কত?
ক) ১০০ খ) ৯০ গ) ৮৫ ঘ) ১০৫ -
২ ডজন লেবুতে মোট কত লেবু?
ক) ২৪ খ) ২০ গ) ৩০ ঘ) ১২ -
৫০০ টাকা থেকে ১৫০ টাকা খরচ করলে বাকি কত টাকা থাকবে?
ক) ৩৫০ খ) ৪৫০ গ) ৪০০ ঘ) ৩০০ -
১ ডজন কমলালেবুতে কতটি লেবু?
ক) ১২ খ) ১০ গ) ১৫ ঘ) ২০ -
৭ বার ৮ গুণ করলে কত?
ক) ৫৬ খ) ৬০ গ) ৫০ ঘ) ৬৪
শূন্যস্থান পূরণ (১০টি, প্রতিটির মান ১ = ১০×১ = ১০)
১। ৭২ ভাগ ______ = ৯।
২। ৫০% মানে ______ ভাগ।
৩। ১ দিন = ______ ঘণ্টা।
৪। ৪ গুণ ২৫ = ______।
৫। ______ কেজি = ১০০০ গ্রাম।
৬। ৬ × ৮ = ______।
৭। ১০ মিনিট = ______ সেকেন্ড।
৮। ৯০ - ৩০ = ______।
৯। ১ মিটার = ______ সেন্টিমিটার।
১০। ______ গুণ ১০ = ১০০।
সংক্ষেপে উত্তর দাও (১০টি, প্রতিটির মান ২ = ১০×২ = ২০)
১। ১ ঘণ্টায় কত মিনিট?
২। ১০০০ টাকা থেকে ৩৫০ টাকা খরচ করলে কত টাকা বাকি থাকবে?
৩। ৬টি কলা এবং ৮টি আপেল আছে। মোট কত ফল?
৪। ২৭ কে ৩ দিয়ে ভাগ করলে কত?
৫। ৪ জনের প্রত্যেকের কাছে ১৫টি বই থাকলে, মোট কত বই?
৬। ১ ডজন কলায় কতটি কলা?
৭। ৫০% এর মান কী?
৮। ১০০ থেকে ৪০ বিয়োগ করলে কত?
৯। ৫ কেজি চালের দাম ২৫০ টাকা হলে, ১ কেজি চালের দাম কত?
১০। ৮০ কে ৮ দিয়ে ভাগ করলে কত?
বড় প্রশ্ন (যেকোন ১০ টি, প্রতিটির মান ৫ = ১০×৫ = ৫০)
১। ১ থেকে ২০ পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় কর।
২। ১ দিনে ২৪ ঘণ্টা। ১ সপ্তাহে কত ঘণ্টা?
৩। ২৫ জন ছাত্রের প্রত্যেকের কাছে ৪টি বই থাকলে, মোট কত বই?
৪। ১০০০ টাকা থেকে ৪৭৫ টাকা খরচ করলে কত টাকা বাকি থাকবে?
৫। ২ মিটার কাপড়ের প্রতি মিটারের দাম ৩৫ টাকা হলে, ৫ মিটার কাপড়ের দাম কত?
৬। ৭ জন শিশুর প্রত্যেকের কাছে ৬টি করে খেলনা থাকলে মোট খেলনা কত?
৭। ১২০ কেজি চাল ১২ জনের মধ্যে সমান ভাগ করলে প্রত্যেকের ভাগে কত কেজি পড়বে?
৮। ১০টি কলা ৫ জনের মধ্যে সমান ভাগ করলে একজন কতটি পাবে?
৯। ৫ জন শিশুর প্রত্যেকের কাছে ১২টি চকলেট আছে। তারা আরও ৫টি করে পেলে মোট কত চকলেট হবে?
১০। ৪৫ মিনিট ৩০ সেকেন্ডে মোট কত সেকেন্ড?
১১। ১ ঘণ্টায় কত সেকেন্ড?
১২। ৮০০ টাকা থেকে ৩৫০ টাকা খরচ করলে কত টাকা বাকি থাকবে?
১৩। ১০ টাকার ২০টি নোটের মোট মূল্য কত?
0 Comments