মডেল প্রশ্ন
শ্রেণি : তৃতীয়, বিষয় : বাংলা
পূর্ণমান : ১০০ সময় : ২ঘন্টা ৩০ মিনিট
অনুচ্ছেদটি পড়ে ১ ও ২ নং ক্রমিকের উত্তর লেখ :
১৯৭১ সাল।
মুক্তিযুদ্ধের বছর।
পাকিস্তানি সেনাশাসক ইয়াহিয়া ক্ষমতায় তার হুকুমেই বাংলাদেশে নিমর্ম গণহত্যা হয়। তার চেহারাকে দানবের মতো করে আঁকলেন তিনি।
বাংলাদেশের মানুষ আবার তাকে নতুনভাবে জানতে পারল। ইনি সেই শিল্পী কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেছেন তিনি।
১। নিচের শব্দগুলোর অর্থ লিখ
: (৭টির মধ্যে ৫টি) ৫
সেনাশাসক,
হুকুম, নিমর্ম, দানব, শিল্পী, পতাকা, নকশা
২। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখ
: ২+৪+৪= ১০
ক) কখন মুক্তিযুদ্ধ হয়েছিল?
খ) পাকিস্তানিরা
বাংলাদেশে কেন গণহত্যা চালিয়েছিল?
গ) কামরুল
হাসান কেন বিখ্যাত?
প্রদত্ত অনুচ্ছেদ পড়ে ৩ ও ৪ নং ক্রমিকের উত্তর লিখ :
প্রতিদিন অর্পার বাড়ির পাশ দিয়ে ট্রেন যায়। ট্রেন ইংরেজি শব্দ। ট্রেন মানে রেলগাড়ি। রেল লাইনের ধারে তাদের বাড়ি। অর্পার ট্রেনে
চড়ার খুব ইচ্ছে হয়। তার নানাবাড়ি চট্টগ্রাম যাওয়ার ইচ্ছে। অর্পা নানাবাড়ি
যাচে। সেখানে মামা আর মামি আছেন। অর্পার আব্বা ও আম্মা দুই জনই স্কুল শিক্ষক। সে তাদের একমাত্র কন্যা।
আব্বা আম্মা তাকে খুব যত্ন করেন। প্রতিবছর গ্রীষ্মের ছুটিতে অর্পার স্কুল দীর্ঘ দিনের জন্য বন্ধ হয়ে যায়।
ছুটির মধ্যে ছোট খালা লিপি বেড়াতে আসেন। এবারও এসেছেন। নাশতার টেবিলে
ছোট খালা বললেন। আপা ও দুলাভাই এবার কিন্তু আমি অর্পাকে চট্টগ্রাম নিয়ো যাব। আম্মা খুব আপত্তি করলেন। বললেন দেখ লিপি তুমি অর্পার অবস্থা জানো না। একটুতে ও ঠান্ডা লাগে, একটুতে জ্বর হয়। তুমি ওকে নিয়ে মস্ত ঝামেলায় পড়বে। ছোট খালা নাছোড়বান্দা। বললেন আপা তুমি চিন্তা করোনা। আমি ওকে আগলে রাখব।
৩। নিচে কয়েকটি শব্দ ও
শব্দার্থ দেওয়া হলো। প্রদত্ত শব্দের
অর্থ বোঝে শূণ্যস্থান পূরণ কর :
শব্দ
|
শব্দার্থ
|
ইচ্ছে
|
আকাঙ্খা
|
কন্যা
|
মেয়ে
|
আগলে রাখব
|
দেখে রাখব
|
যত্ন
|
আদর/আপ্যায়ন
|
মস্ত
|
বিরাট
|
সুন্দর
|
মনোহর/লাবন্যময়
|
দীর্ঘ
|
অনেক/বেশি
|
ক)
আমার পাখি হয়ে নীল আকাশে উড়তে ................করে।
খ)
কাজী নজরুল ইসলাম..................বড় করি।
গ)
গৃহপালিত পশু পাখিদের..................করা উচিৎ।
ঘ)
অর্পা তার বাবা মায়ের একমাত্র..............।
ঙ)
বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য খুব ..............।
৪। অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখ- ৩x৫=১৫
ক)
ট্রেন সম্পর্কে ৩টি বাক্য লেখ।
খ)
অর্পার আম্মা অর্পাকে তার খালার সাথে যেতে আপত্তি করলেন কেন?
গ)
অর্পার আব্বা আম্মা কি করে?
৫। ক্রিয়া পদের চলিত রূপ লিখ- (৭টির মধ্যে ৫টি) ১x৫=৫
শুনিয়াছি,
শিখিয়াছে, খেলিতেছে, বাজিল, ঘুরিতেছে, থামিয়া, ফিরিয়া
৬। অনুচ্ছেদটি পড়ে কে, কী, কোথায়, কিভাবে, কেন, কখন প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে পাঁচটি প্রশ্ন তৈরি কর : ১x৫=৫
ছোট পাখি দোয়েল। দেশের সব জায়গায় দেখা যায় এদের। ঝোপে ঝাড়ে, গাছের কোটরে, দালানের ফাঁকে-ফোকরে থাকে। দোয়েলের মতো মিষ্টি গান গাইতে পারে খুব কম পাখি। নরম সুরে শিস দেয়। সাদা- কালোয় সজ্জিত তার পালকের পোশাক। চওড়া দাগ টানা আছে ডানার উপরে । এর বেশ লম্বা লেজ আছে। দোয়েল হচ্ছে আমাদের জাতীয় পাখি। দোয়েল লেজ নাড়িয়ে নাচানাচি করে।
৭। যুক্তবর্ণ বিভাজন করে দেখাও এবং প্রতিটি যুক্ত বর্ণের ব্যবহার দেখিয়ে একটি করে বাক্য তৈরী কর : যেকোন ৫টি ২x৫=১০
ক্ষ,
ন্ত, ষ্ণ, দ্ধ, ক্ত, চ্ছ, ঙ্গ
৮। বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায়
লিখ : ৫
মিছিল বের হলো পুলিশ গুলি করল গুলিতে নিহত হলেন রফিক সালাম বরকত জব্বারসহ নাম না জানা অনেকে তাঁরা আমাদের ভাষা শহিদ
৯। নিচের বাক্যগুলোকে এক কথায় প্রকাশ কর : (৫টি) ১x৫=৫
(ক) ভয় নেই যার-
(খ) নিজের প্রাণ উৎসর্গ করা-
(গ) যিনি কবিতা লেখেন-
(ঘ) কাপড় বোনে যে-
(ঙ) স্বাস্থ্য রক্ষার
কসরত-
(চ) গাছের সবচেয়ে
উঁচু ডাল-
(ছ) জাহাজের পরিচালক-
১০। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখ : ৫টি ১x৫=৫
শেষ,
প্রশস্ত, নতুন, বাইরে, স্থির, স্বাধীন, শত্রু
১১। নিচের কবিতাংশটুকু পড়ে ক, খ ও
গ ক্রমিরে প্রশ্নগুলোর উত্তর দাও
: ২+৫+৩=১০
“আপনাকে বড় বলে
বড় সেই নয়,
লোকে যারে বড় বলে
বড় সেই হয়।
বড় হওয়া সংসারেতে
কঠিন ব্যাপার,
সংসারে সে বড় হয়
বড় গুণ যার।“
ক)
কবিতাংশটুকু কোন কবিতার অংশ এবং কবির নাম কী?
খ)
কবিতার অংশটুকু সারমর্ম লেখ।
গ)
সংসারেতে কিভাবে বড় হওয়া যায়?
১২। মনে কর তুমি রাকিব/শাকিলা। তুমি ৩য় শ্রেণিতে পড়। তুমি বার্ষিক আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার
জন্য ফরম পূরণ কর : ১০
প্রতিযোগিতার ফরম
শিক্ষার্থীর নাম :
বিদ্যালয়ের নাম :
পিতার নাম :
মাতার নাম :
যে প্রতিযোগীতায় অংশ গ্রহণ করতে ইচ্ছুক :
ক
............................................
খ..............................................
শিক্ষার্থীর স্বাক্ষর
১৩। নিচের যেকোনো একটি বিষয়ে ১৫০ শব্দের মধ্যে রচনা লিখ : ১০
ক)
আমাদের দেশ
: (ভূমিকা, আয়তন ও লোকসংখ্যা,
জাতি ও
ভাষা, প্রাকৃতিক
সম্পদ, ঋতুবৈচিত্র, উপসংহার)
খ)
ভাষা দিবস
: (ভূমিকা, একুশে ফেব্রæয়ারির কথা, ভাষা শহীদদের কথা,
উপসংহার)
গ)
আমাদের গ্রাম
: (ভূমিকা, বর্ণনা, আয়তন ও
লোক সংখ্যা,
প্রতিষ্ঠান, উপসংহার)
ঘ)
গরু : (ভূমিকা, বর্ণনা, খাদ্য, উপকারিতা, উপসংহার)